ইসলাম ডেস্ক
মানুষ সামাজিক জীব। সমাজবিহীন মানুষের বেঁচে থাকা প্রায় অসম্ভব। আর বেঁচে থাকার সুবাদেই অনেক সময় ধার বা ঋণের প্রয়োজন দেখা দেয়। তখন এ ছাড়া ভিন্ন কোনো উপায় থাকে না। ফলে আমরা ঋণ গ্রহণ করে থাকি।
ঋণ গ্রহণে নিরুৎসাহ
নবী করিম (সা.) ঋণ করতে নিরুৎসাহিত করেছেন। হজরত ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘গুনাহ কম করো, তাহলে মৃত্যু তোমার ওপর সহজ হবে। ঋণ কম করো, তাহলে স্বাধীনভাবে জীবন যাপন করতে পারবে।’ (কানজুল উম্মাল: ৪৩৭৬৯)
আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস (রা.) থেকে বর্ণিত, ‘রাসুলুল্লাহ (সা.) বলেন, ঋণ ছাড়া শহীদের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।’ (সহিহ্ মুসলিম: ৪৭৩০)
পরিশোধের নিয়তে ঋণ গ্রহণ
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি মানুষের সম্পদ ধার নেয় পরিশোধ করার উদ্দেশ্যে, আল্লাহ তাআলা তা আদায়ের ব্যবস্থা করে দেন। আর যে তা নেয় বিনষ্ট করার নিয়তে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করেন। (সহিহ্ বুখারি: ২২২৯)
ঋণ আদায়ের দোয়া
হজরত আলী (রা.) থেকে বর্ণিত, জনৈক মুকাতিব (বিনিময় মূল্যের ভিত্তিতে মালিকের সঙ্গে আজাদির চুক্তি করা) গোলাম তাঁর কাছে এসে বলল, ‘আমি আমার চুক্তি অনুসারে বিনিময় মূল্য দিতে অপারগ হয়ে পড়েছি। আপনি আমাকে কিছু সাহায্য করুন।’
তিনি বললেন, ‘তোমাকে এমন কিছু কালিমা আমি শিখিয়ে দেব কি; যেগুলো রাসুলুল্লাহ (সা.) আমাকে শিখিয়েছিলেন? তোমার জিম্মায় যদি ছবির পাহাড় (তায় গোত্রে অবস্থিত আরবের একটি বড় পাহাড়) পরিমাণ ঋণও থাকে, তবে এতে আল্লাহ তাআলা তাও আদায় করে দেবেন। তুমি বলবে—আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিক, ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।’
অর্থাৎ ‘হে আল্লাহ, হারাম থেকে মুক্ত রেখে তোমার প্রদত্ত হালাল বস্তুই আমার জন্য যথেষ্ট করে দাও। তোমার অনুগ্রহে তুমি ছাড়া সব কিছু থেকে আমাকে অমুখাপেক্ষী বানিয়ে দাও।’ (জামে তিরমিজি: ৩৫৬৩)
লেখক: উবাইদুল্লাহ নাঈম সিরাজী
শিক্ষক ও অনুবাদক
মানুষ সামাজিক জীব। সমাজবিহীন মানুষের বেঁচে থাকা প্রায় অসম্ভব। আর বেঁচে থাকার সুবাদেই অনেক সময় ধার বা ঋণের প্রয়োজন দেখা দেয়। তখন এ ছাড়া ভিন্ন কোনো উপায় থাকে না। ফলে আমরা ঋণ গ্রহণ করে থাকি।
ঋণ গ্রহণে নিরুৎসাহ
নবী করিম (সা.) ঋণ করতে নিরুৎসাহিত করেছেন। হজরত ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘গুনাহ কম করো, তাহলে মৃত্যু তোমার ওপর সহজ হবে। ঋণ কম করো, তাহলে স্বাধীনভাবে জীবন যাপন করতে পারবে।’ (কানজুল উম্মাল: ৪৩৭৬৯)
আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস (রা.) থেকে বর্ণিত, ‘রাসুলুল্লাহ (সা.) বলেন, ঋণ ছাড়া শহীদের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।’ (সহিহ্ মুসলিম: ৪৭৩০)
পরিশোধের নিয়তে ঋণ গ্রহণ
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি মানুষের সম্পদ ধার নেয় পরিশোধ করার উদ্দেশ্যে, আল্লাহ তাআলা তা আদায়ের ব্যবস্থা করে দেন। আর যে তা নেয় বিনষ্ট করার নিয়তে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করেন। (সহিহ্ বুখারি: ২২২৯)
ঋণ আদায়ের দোয়া
হজরত আলী (রা.) থেকে বর্ণিত, জনৈক মুকাতিব (বিনিময় মূল্যের ভিত্তিতে মালিকের সঙ্গে আজাদির চুক্তি করা) গোলাম তাঁর কাছে এসে বলল, ‘আমি আমার চুক্তি অনুসারে বিনিময় মূল্য দিতে অপারগ হয়ে পড়েছি। আপনি আমাকে কিছু সাহায্য করুন।’
তিনি বললেন, ‘তোমাকে এমন কিছু কালিমা আমি শিখিয়ে দেব কি; যেগুলো রাসুলুল্লাহ (সা.) আমাকে শিখিয়েছিলেন? তোমার জিম্মায় যদি ছবির পাহাড় (তায় গোত্রে অবস্থিত আরবের একটি বড় পাহাড়) পরিমাণ ঋণও থাকে, তবে এতে আল্লাহ তাআলা তাও আদায় করে দেবেন। তুমি বলবে—আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিক, ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।’
অর্থাৎ ‘হে আল্লাহ, হারাম থেকে মুক্ত রেখে তোমার প্রদত্ত হালাল বস্তুই আমার জন্য যথেষ্ট করে দাও। তোমার অনুগ্রহে তুমি ছাড়া সব কিছু থেকে আমাকে অমুখাপেক্ষী বানিয়ে দাও।’ (জামে তিরমিজি: ৩৫৬৩)
লেখক: উবাইদুল্লাহ নাঈম সিরাজী
শিক্ষক ও অনুবাদক
মানুষের জীবনের প্রতিটি কাজের মধ্যে মহানবী (সা.)-এর উত্তম আদর্শ বিদ্যমান। আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি অধ্যায় তাঁর দেখানো পথ অনুসরণ করে সাজানো উচিত। খাবার গ্রহণ জীবনের একটি অপরিহার্য কাজ। যদি এ খাবার গ্রহণও মহানবী (সা.)-এর সুন্নাহ অনুযায়ী করা হয়, তাহলে ক্ষুধার নিবারণ হওয়ার পাশাপাশি এর মাধ্যমে...
১ দিন আগেজুমার খুতবা চলাকালে মোবাইল ব্যবহার করা যাবে? যেমন ফেসবুক স্ক্রল করা, মেসেঞ্জার চেক করা ইত্যাদি। এ বিষয়ে ইসলামের নির্দেশনা জানতে চাই।
২ দিন আগেজুমার নামাজ সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এটি মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করতে হয়। এটি মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। প্রাপ্তবয়স্ক ও মানসিকভাবে সুস্থ সব পুরুষের জন্য জুমার নামাজ আদায় করা ফরজ। জুমার খুতবা শোনাও ওয়াজিব। তাই জুমার জন্য আগেভাগে প্রস্তুতি নিয়ে মসজিদে উপস্থিত হওয়া মুমিনের...
২ দিন আগেজুলুম এক অন্ধকার, যা মানবতাকে গ্রাস করার চেষ্টা করেছে প্রতিটি যুগে। কিন্তু চিরন্তন সত্য হলো, জুলুম ক্ষণস্থায়ী, আর মজলুমের বিজয় সুনিশ্চিত। মজলুমের কান্না আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। তার দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। নবীজি (সা.) সতর্ক করে বলেছেন, ‘মজলুমের দোয়াকে ভয় করো। কারণ, তার (দোয়া) এবং আল্লা
২ দিন আগে