খোবাইব হামদান
চট্টগ্রামের বিভিন্ন স্থানে দেখা যায় মোগল স্মৃতিচিহ্নের অস্তিত্ব। ২০০ থেকে ৭০০ বছরের পুরোনো মসজিদসহ বিভিন্ন স্থাপনা। এর মধ্যে বেশির ভাগের এখনো অবশিষ্টাংশ আছে আর কিছু প্রায় হারিয়ে গেছে। হারিয়ে যেতে বসা মোগল আমলের অন্যতম প্রাচীন একটি মসজিদ হলো চট্টগ্রাম উত্তর হালিশহরের আজগর আলী চৌধুরী জামে মসজিদ। এটি মোগল সম্রাট আলি গওহর দ্বিতীয় শাহ আলমের শাসনকালে নির্মিত হয়। ১৭৯৫ সালে মসজিদটি নির্মাণ করেন স্থানীয় আজগর আলী চৌধুরী নামের এক ব্যক্তি।
মোগল স্থাপত্য নকশায় নির্মিত এই মসজিদে চুন-সুরকির ব্যবহার হয়েছে। পোড়ামাটির রঙে নির্মিত মসজিদের বাইরে ও ভেতরে রয়েছে চমৎকার নকশা। বাইরের ও ভেতরের দেয়াল ও কাঠামোজুড়ে রয়েছে মোগল স্মৃতিচিহ্ন। তাজমহলের আদলে তৈরি মসজিদটিতে বড় তিনটি গম্বুজ ও চব্বিশটি ছোট মিনার রয়েছে। এতে কোনো জানালা নেই, প্রবেশের জন্য আছে একটিমাত্র দরজা। মসজিদটির পাশে রয়েছে বিশাল পুকুর। দক্ষিণে কবরস্থান ও উত্তরে চৌধুরীবাড়ির প্রতিষ্ঠিত বিদ্যালয়। পূর্ব দিকে চৌধুরীর রাজবাড়ি।
২৫০ বছরের পুরোনো মসজিদটি ২০১০ সালের দিকে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। স্থানীয় লোকজন জানান, তাঁদের আগ্রহে চৌধুরীবাড়ির উত্তরাধিকারীরা মসজিদটি সংস্কারে ৫০ লাখ টাকা ব্যয় করে তা সংস্কার করেন এবং পুরাতাত্ত্বিক এই নিদর্শনের আগের চেহারা ফুটিয়ে তোলেন। এলাকাবাসীর ইচ্ছায় ২০১৭ সালে পুরোনো মসজিদ অক্ষুণ্ন রেখে পশ্চিম পাশে সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় নতুন মসজিদ অবকাঠামো। মসজিদটি সংসদ ভবনের মতো নকশায় তৈরি, এতে কোনো জানালা নেই। তিন দিকে রয়েছে জলাধার। ফলে ওপর ও দূর থেকে দেখলে মনে হয় এটি পানিতে ভাসছে।
মসজিদের মুয়াজ্জিন মাওলানা বেলাল হুসাইন বলেন, ‘পুরোনো মসজিদে ২০২১ সালের মাঝামাঝি সময় পর্যন্ত প্রতিদিন ফজরের নামাজ আদায় করা হতো। মোট ৪০-৪৬ জন মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। মসজিদ নির্মাতার উত্তরসূরিরা গ্রামে এলে এখানে নামাজ আদায় করেন এখনো। স্থানীয় নারীরা এখানে নামাজ আদায় করেন, জুমাবারে নারীদের অনেকে জুমার নামাজে শরিক হতে আসেন।’
স্থানীয় মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাশে নতুন মসজিদ হওয়া সত্ত্বেও মাঝেমধ্যে তাঁরা এখানে নামাজ আদায় করেন।অন্যরকম এক প্রশান্তি খুঁজে পান। এখানে তাঁদের পূর্বপুরুষের স্মৃতিচিহ্ন খুঁজে পান।
চট্টগ্রামের বিভিন্ন স্থানে দেখা যায় মোগল স্মৃতিচিহ্নের অস্তিত্ব। ২০০ থেকে ৭০০ বছরের পুরোনো মসজিদসহ বিভিন্ন স্থাপনা। এর মধ্যে বেশির ভাগের এখনো অবশিষ্টাংশ আছে আর কিছু প্রায় হারিয়ে গেছে। হারিয়ে যেতে বসা মোগল আমলের অন্যতম প্রাচীন একটি মসজিদ হলো চট্টগ্রাম উত্তর হালিশহরের আজগর আলী চৌধুরী জামে মসজিদ। এটি মোগল সম্রাট আলি গওহর দ্বিতীয় শাহ আলমের শাসনকালে নির্মিত হয়। ১৭৯৫ সালে মসজিদটি নির্মাণ করেন স্থানীয় আজগর আলী চৌধুরী নামের এক ব্যক্তি।
মোগল স্থাপত্য নকশায় নির্মিত এই মসজিদে চুন-সুরকির ব্যবহার হয়েছে। পোড়ামাটির রঙে নির্মিত মসজিদের বাইরে ও ভেতরে রয়েছে চমৎকার নকশা। বাইরের ও ভেতরের দেয়াল ও কাঠামোজুড়ে রয়েছে মোগল স্মৃতিচিহ্ন। তাজমহলের আদলে তৈরি মসজিদটিতে বড় তিনটি গম্বুজ ও চব্বিশটি ছোট মিনার রয়েছে। এতে কোনো জানালা নেই, প্রবেশের জন্য আছে একটিমাত্র দরজা। মসজিদটির পাশে রয়েছে বিশাল পুকুর। দক্ষিণে কবরস্থান ও উত্তরে চৌধুরীবাড়ির প্রতিষ্ঠিত বিদ্যালয়। পূর্ব দিকে চৌধুরীর রাজবাড়ি।
২৫০ বছরের পুরোনো মসজিদটি ২০১০ সালের দিকে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। স্থানীয় লোকজন জানান, তাঁদের আগ্রহে চৌধুরীবাড়ির উত্তরাধিকারীরা মসজিদটি সংস্কারে ৫০ লাখ টাকা ব্যয় করে তা সংস্কার করেন এবং পুরাতাত্ত্বিক এই নিদর্শনের আগের চেহারা ফুটিয়ে তোলেন। এলাকাবাসীর ইচ্ছায় ২০১৭ সালে পুরোনো মসজিদ অক্ষুণ্ন রেখে পশ্চিম পাশে সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় নতুন মসজিদ অবকাঠামো। মসজিদটি সংসদ ভবনের মতো নকশায় তৈরি, এতে কোনো জানালা নেই। তিন দিকে রয়েছে জলাধার। ফলে ওপর ও দূর থেকে দেখলে মনে হয় এটি পানিতে ভাসছে।
মসজিদের মুয়াজ্জিন মাওলানা বেলাল হুসাইন বলেন, ‘পুরোনো মসজিদে ২০২১ সালের মাঝামাঝি সময় পর্যন্ত প্রতিদিন ফজরের নামাজ আদায় করা হতো। মোট ৪০-৪৬ জন মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। মসজিদ নির্মাতার উত্তরসূরিরা গ্রামে এলে এখানে নামাজ আদায় করেন এখনো। স্থানীয় নারীরা এখানে নামাজ আদায় করেন, জুমাবারে নারীদের অনেকে জুমার নামাজে শরিক হতে আসেন।’
স্থানীয় মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাশে নতুন মসজিদ হওয়া সত্ত্বেও মাঝেমধ্যে তাঁরা এখানে নামাজ আদায় করেন।অন্যরকম এক প্রশান্তি খুঁজে পান। এখানে তাঁদের পূর্বপুরুষের স্মৃতিচিহ্ন খুঁজে পান।
শান্তি, শৃঙ্খলা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের মূলমন্ত্র হলো পরামর্শ। পরিবার থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্র পর্যন্ত প্রতিটি স্তরে পরামর্শভিত্তিক কাজের গুরুত্ব অপরিসীম। পরামর্শ করে কাজ করলে যেমন মানসিক তৃপ্তি আসে, তেমনি তাতে আল্লাহর রহমতও বর্ষিত হয়। ইসলামে পরামর্শকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। মহানবী (সা.)
২ ঘণ্টা আগেপবিত্র কোরআনের ৬২ তম সুরা, সুরা জুমুআ। এটি মাদানি সুরা, যা জুমার দিনের গুরুত্ব ও তাৎপর্যকে কেন্দ্র করে নাজিল হয়েছে। এই সুরার মূল বার্তা হলো আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্যের মাধ্যমে ইমানদারদের পরিশুদ্ধ জীবন লাভ এবং ইহুদিদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করা।
১ দিন আগেজনসম্পদকে আমানত হিসেবে দেখা, এর প্রতি যত্নশীল হওয়া এবং এর অপব্যবহার থেকে বিরত থাকা ইমানের অপরিহার্য অংশ। এটি একজন মুমিনের সামাজিক দায়বদ্ধতা এবং আল্লাহর প্রতি গভীর আনুগত্যের পরিচায়ক। এই সম্পদের যথাযথ রক্ষণাবেক্ষণ নৈতিক ও ইমানি কর্তব্য।
১ দিন আগেআমি প্রবাসে আছি সাত বছর হলো। এখনো বিয়ে করিনি। বিয়ের পর আর প্রবাসে আসার ইচ্ছে নেই। তাই মা-বাবাকে বলেছি, পাত্রী দেখার জন্য। যদি সবকিছু ঠিক থাকে মোবাইলের মাধ্যমে বিয়ে সম্পন্ন করে দেশে চলে আসব। প্রবাসে বসে মোবাইলে বিয়ে করা কি আমার জন্য জায়েজ হবে? এ বিষয়ে ইসলামের নির্দেশনা জানতে চাই।
১ দিন আগে