হুসাইন আহমদ
মা-বাবার প্রতি সন্তানের অনেক দায়িত্ব রয়েছে। ইসলাম এ বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে। পবিত্র কোরআনের সুরা বনি ইসরা তথা বনি ইসরাইলের দুটি আয়াতে সন্তানের ৬টি কর্তব্যের কথা বর্ণিত হয়েছে।
এক. উত্তম আচরণ: পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আপনার রব আদেশ দিয়েছেন, তিনি ছাড়া আর কারও ইবাদত না করতে এবং মা-বাবার প্রতি সদ্ব্যবহার করতে।’ (সুরা বনি ইসরাইল: ২৩)
দুই. বিরক্ত না হওয়া: পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আল্লাহ তাআলার নির্দেশ, তাদের (বাবা-মাকে) ‘উফ’ শব্দটিও বলো না।’ (সুরা বনি ইসরাইল: ২৩)
তিন. ধমক না দেওয়া: পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আল্লাহ তাআলার নির্দেশ, তোমরা তাদের ধমক দিও না।’ (সুরা বনি ইসরাইল: ২৩)
চার. সুন্দর করে কথা বলা: পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আল্লাহ তাআলার নির্দেশ, তাদের সঙ্গে সুন্দর শিষ্টাচারপূর্ণ কথা বলো।’ (সুরা বনি ইসরাইল: আয়াত: ২৩) অর্থাৎ তাদের সঙ্গে নম্র আচরণ করো। তাদের সামনে কখনো নিজেকে কঠোর করিও না। কেননা মা-বাবার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি। আর মা-বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি।
পাঁচ. বিনয়ী আচরণ করা: পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আল্লাহ তাআলার নির্দেশ, আর তাদের সামনে ভালোবাসার সঙ্গে, নম্রভাবে মাথা নত করে দাও।’ (সুরা বনি ইসরাইল: ২৩) অর্থাৎ মা-বাবার সামনে নিজেকে এমনভাবে উত্থাপন করো, যেন তুমি তাদের কাছে দুর্বল। তাদের কথার ওপর কথা বলার সামর্থ্যটুকুও তোমার নেই। তাদের উভয়কে জীবনের চেয়ে বেশি ভালোবাসো।
ছয়. দোয়া করা: তাদের জন্য দোয়া শিখিয়ে দিয়ে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘হে আমার পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম করুন, যেমন তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন।’ (সুরা বনি ইসরাইল: ২৪)
হুসাইন আহমদ, শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
মা-বাবার প্রতি সন্তানের অনেক দায়িত্ব রয়েছে। ইসলাম এ বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে। পবিত্র কোরআনের সুরা বনি ইসরা তথা বনি ইসরাইলের দুটি আয়াতে সন্তানের ৬টি কর্তব্যের কথা বর্ণিত হয়েছে।
এক. উত্তম আচরণ: পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আপনার রব আদেশ দিয়েছেন, তিনি ছাড়া আর কারও ইবাদত না করতে এবং মা-বাবার প্রতি সদ্ব্যবহার করতে।’ (সুরা বনি ইসরাইল: ২৩)
দুই. বিরক্ত না হওয়া: পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আল্লাহ তাআলার নির্দেশ, তাদের (বাবা-মাকে) ‘উফ’ শব্দটিও বলো না।’ (সুরা বনি ইসরাইল: ২৩)
তিন. ধমক না দেওয়া: পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আল্লাহ তাআলার নির্দেশ, তোমরা তাদের ধমক দিও না।’ (সুরা বনি ইসরাইল: ২৩)
চার. সুন্দর করে কথা বলা: পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আল্লাহ তাআলার নির্দেশ, তাদের সঙ্গে সুন্দর শিষ্টাচারপূর্ণ কথা বলো।’ (সুরা বনি ইসরাইল: আয়াত: ২৩) অর্থাৎ তাদের সঙ্গে নম্র আচরণ করো। তাদের সামনে কখনো নিজেকে কঠোর করিও না। কেননা মা-বাবার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি। আর মা-বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি।
পাঁচ. বিনয়ী আচরণ করা: পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আল্লাহ তাআলার নির্দেশ, আর তাদের সামনে ভালোবাসার সঙ্গে, নম্রভাবে মাথা নত করে দাও।’ (সুরা বনি ইসরাইল: ২৩) অর্থাৎ মা-বাবার সামনে নিজেকে এমনভাবে উত্থাপন করো, যেন তুমি তাদের কাছে দুর্বল। তাদের কথার ওপর কথা বলার সামর্থ্যটুকুও তোমার নেই। তাদের উভয়কে জীবনের চেয়ে বেশি ভালোবাসো।
ছয়. দোয়া করা: তাদের জন্য দোয়া শিখিয়ে দিয়ে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘হে আমার পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম করুন, যেমন তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন।’ (সুরা বনি ইসরাইল: ২৪)
হুসাইন আহমদ, শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
কোরআন ও হাদিসে জান্নাতের বিবরণে এর সৌন্দর্য ও শান্তির কথা বহুবার বর্ণিত হয়েছে। এটি প্রতিটি মোমিনের পরম কাঙ্ক্ষিত গন্তব্য। এই গন্তব্যে যেতে হলে মহানবী (সা.)-এর সুপারিশের বিকল্প নেই। তিন ধরনের ব্যক্তির জান্নাতের জিম্মাদারি নবী (সা.) নিয়েছেন।
১২ ঘণ্টা আগেহজ ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট কার্যাবলির মাধ্যমে পবিত্র কাবাঘর জিয়ারত করার ইচ্ছা পোষণ করাকেই হজ বলে। পবিত্র কোরআনে এসেছে, ‘মানুষের মধ্যে যারা সেখানে পৌঁছানোর সামর্থ্য রাখে, তাদের ওপর আল্লাহর জন্য এ ঘরের হজ করা ফরজ’ (সুরা আলে ইমরান ৯৭)।
১৭ ঘণ্টা আগেআল্লাহর সন্তুষ্টি, প্রেম ও ভালোবাসা অর্জনের এক অনন্য প্রেমময় ও তুলনাহীন ইবাদত হজ। আজকের লেখায় আলোচনা করব হজের প্রকারভেদ, হজের প্রয়োজনীয় মাসআলা ও আহকাম বিষয়ে।
১ দিন আগেমুমিনের বহুল প্রত্যাশিত ইবাদত হজে মাবরুর। ‘হজে মাবরুর’ হজের একটি পরিভাষা। সহজে বললে, হজে মাবরুর হলো সেই হজ, যা আল্লাহর কাছে কবুল হয়। হজ পালনের সময় বিশুদ্ধ নিয়ত থাকা...
২ দিন আগে