শাব্বির আহমদ
ইতিহাস কখনো নিছক কাহিনি নয়, কখনো কখনো তা হয়ে ওঠে অনুভূতির প্রতীক। মদিনার অদূরে অবস্থিত এক নিঃশব্দ পাহাড় তেমনই এক ইতিহাসের সাক্ষী। এটি শুধু মাটি-পাথরের সমষ্টি নয়; বরং এই পাহাড় ইসলামের প্রথম যুগের বীরত্ব, আত্মত্যাগ, কষ্ট ও ভালোবাসার জীবন্ত স্মারক। রাসুলুল্লাহ (সা.) যাকে বলেছিলেন, ‘উহুদ আমাদের ভালোবাসে, আমরাও তাকে ভালোবাসি।’
মদিনা শহরের প্রায় পাঁচ কিলোমিটার উত্তরে অবস্থিত উহুদ পাহাড়। এই পাহাড়ের পাদদেশেই সংঘটিত হয়েছিল ইসলামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ লড়াই—উহুদের যুদ্ধ।
বদরের যুদ্ধে মুসলমানদের কাছে পরাজিত হয়ে কুরাইশরা প্রতিশোধ নিতে উন্মুখ হয়ে ওঠে। তারা ইসলাম, নবী ও মুসলমানদের মুছে দিতে অঙ্গীকার করে উহুদ প্রান্তরে সমবেত হয়।
প্রথমে মুসলমানদের হাতে বিজয়ের পাল্লা ভারী থাকলেও কিছু সাহাবির কৌশলগত ভুলে যুদ্ধের মোড় ঘুরে যায়। নবীজি (সা.) একটি ছোট পাহাড়—জাবালে রুমায় ৫০ জন তিরন্দাজ নিযুক্ত করেন। তাঁদের প্রতি নির্দেশ ছিল, ‘আমরা জিতি বা হারি—তোমরা এখানেই থাকবে।’
কিন্তু যুদ্ধের রণক্ষেত্রে শত্রুদের পলায়ন দেখে তাঁরা গনিমতের মাল সংগ্রহে পাহাড় ছেড়ে নেমে পড়েন। এই সুযোগে কুরাইশ বাহিনী পেছন থেকে আক্রমণ করে মুসলমানদের ছত্রভঙ্গ করে দেয়।
এই যুদ্ধে রাসুলুল্লাহ (সা.)-এর প্রিয় চাচা হামজা (রা.) শহীদ হন। তাঁকে নির্মমভাবে হত্যা করেন তখনো অমুসলিম ওয়াহশি। হামজা (রা.)-এর মরদেহ বিকৃত করেন হিন্দা। বুক চিড়ে কলিজা চিবানোসহ তাঁর নাক-কান কেটে বিকৃত করে দেওয়া হয়।
পরবর্তীকালে হিন্দা ও আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করলেও রাসুল (সা.) এই ঘটনার যন্ত্রণা ভুলে যাননি। একবার তিনি হিন্দার প্রতি বলেন, ‘তুমি সামনে বসো না। পাশে বা পেছনে বসো। তোমাকে দেখলে চাচা হামজার কথা মনে পড়ে, কষ্ট হয়।’
উহুদ পাহাড় শুধু ইতিহাস নয়, ভালোবাসারও এক অনন্য নিদর্শন। নবীজি (সা.)-এর মুখে এই পাহাড়ের প্রতি ভালোবাসার ঘোষণা ইসলামের ইতিহাসে এক দুর্লভ মানবিক সম্পর্কের চিত্র তুলে ধরে। রাসুল (সা.) বলেন, ‘উহুদ একটি পাহাড়, যা আমাদের ভালোবাসে। আমরাও তাকে ভালোবাসি।’ (সহিহ্ মুসলিম)
উহুদের প্রান্তরে শুধু একটি যুদ্ধই হয়নি, হয়েছে শিক্ষা, আত্মত্যাগ ও নবীপ্রেমের এক দুর্লভ পরীক্ষা। এই পাহাড় আজও দাঁড়িয়ে আছে বিশ্বাসের পাহারাদার হয়ে। উহুদের দিকে তাকালে আমরা কেবল একটি প্রাকৃতিক দৃশ্য দেখি না; দেখি ইতিহাসের বুক থেকে ভেসে আসা সাহস, শোক এবং ভালোবাসার শিখর।
ইতিহাস কখনো নিছক কাহিনি নয়, কখনো কখনো তা হয়ে ওঠে অনুভূতির প্রতীক। মদিনার অদূরে অবস্থিত এক নিঃশব্দ পাহাড় তেমনই এক ইতিহাসের সাক্ষী। এটি শুধু মাটি-পাথরের সমষ্টি নয়; বরং এই পাহাড় ইসলামের প্রথম যুগের বীরত্ব, আত্মত্যাগ, কষ্ট ও ভালোবাসার জীবন্ত স্মারক। রাসুলুল্লাহ (সা.) যাকে বলেছিলেন, ‘উহুদ আমাদের ভালোবাসে, আমরাও তাকে ভালোবাসি।’
মদিনা শহরের প্রায় পাঁচ কিলোমিটার উত্তরে অবস্থিত উহুদ পাহাড়। এই পাহাড়ের পাদদেশেই সংঘটিত হয়েছিল ইসলামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ লড়াই—উহুদের যুদ্ধ।
বদরের যুদ্ধে মুসলমানদের কাছে পরাজিত হয়ে কুরাইশরা প্রতিশোধ নিতে উন্মুখ হয়ে ওঠে। তারা ইসলাম, নবী ও মুসলমানদের মুছে দিতে অঙ্গীকার করে উহুদ প্রান্তরে সমবেত হয়।
প্রথমে মুসলমানদের হাতে বিজয়ের পাল্লা ভারী থাকলেও কিছু সাহাবির কৌশলগত ভুলে যুদ্ধের মোড় ঘুরে যায়। নবীজি (সা.) একটি ছোট পাহাড়—জাবালে রুমায় ৫০ জন তিরন্দাজ নিযুক্ত করেন। তাঁদের প্রতি নির্দেশ ছিল, ‘আমরা জিতি বা হারি—তোমরা এখানেই থাকবে।’
কিন্তু যুদ্ধের রণক্ষেত্রে শত্রুদের পলায়ন দেখে তাঁরা গনিমতের মাল সংগ্রহে পাহাড় ছেড়ে নেমে পড়েন। এই সুযোগে কুরাইশ বাহিনী পেছন থেকে আক্রমণ করে মুসলমানদের ছত্রভঙ্গ করে দেয়।
এই যুদ্ধে রাসুলুল্লাহ (সা.)-এর প্রিয় চাচা হামজা (রা.) শহীদ হন। তাঁকে নির্মমভাবে হত্যা করেন তখনো অমুসলিম ওয়াহশি। হামজা (রা.)-এর মরদেহ বিকৃত করেন হিন্দা। বুক চিড়ে কলিজা চিবানোসহ তাঁর নাক-কান কেটে বিকৃত করে দেওয়া হয়।
পরবর্তীকালে হিন্দা ও আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করলেও রাসুল (সা.) এই ঘটনার যন্ত্রণা ভুলে যাননি। একবার তিনি হিন্দার প্রতি বলেন, ‘তুমি সামনে বসো না। পাশে বা পেছনে বসো। তোমাকে দেখলে চাচা হামজার কথা মনে পড়ে, কষ্ট হয়।’
উহুদ পাহাড় শুধু ইতিহাস নয়, ভালোবাসারও এক অনন্য নিদর্শন। নবীজি (সা.)-এর মুখে এই পাহাড়ের প্রতি ভালোবাসার ঘোষণা ইসলামের ইতিহাসে এক দুর্লভ মানবিক সম্পর্কের চিত্র তুলে ধরে। রাসুল (সা.) বলেন, ‘উহুদ একটি পাহাড়, যা আমাদের ভালোবাসে। আমরাও তাকে ভালোবাসি।’ (সহিহ্ মুসলিম)
উহুদের প্রান্তরে শুধু একটি যুদ্ধই হয়নি, হয়েছে শিক্ষা, আত্মত্যাগ ও নবীপ্রেমের এক দুর্লভ পরীক্ষা। এই পাহাড় আজও দাঁড়িয়ে আছে বিশ্বাসের পাহারাদার হয়ে। উহুদের দিকে তাকালে আমরা কেবল একটি প্রাকৃতিক দৃশ্য দেখি না; দেখি ইতিহাসের বুক থেকে ভেসে আসা সাহস, শোক এবং ভালোবাসার শিখর।
নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
৫ ঘণ্টা আগেইসলামের বিচারব্যবস্থায় বৈষম্যের কোনো স্থান নেই। বিচারের রায় কার্যকরে বিশ্বনবী (সা.) আপনজন-ভিন্নজন, স্বজাতি-বিজাতি এবং দেশি-বিদেশি কারও মাঝেই কোনো ধরনের ভেদাভেদকে প্রশ্রয় দিতেন না। মক্কা বিজয়ের সময় আরবের সবচেয়ে কুলীন বংশ কুরাইশ গোত্রের এক মহিলা চুরির অভিযোগে অভিযুক্ত হন।
১২ ঘণ্টা আগেমানুষের মুখের ভাষা তার অন্তরের প্রতিচ্ছবি। একজন মুমিনের মুখের ভাষা শুধু তার ব্যক্তিগত আচরণ নয়; বরং তার ইমান, চরিত্র এবং আল্লাহর প্রতি আনুগত্যের পরিচায়ক। ইসলাম এমন একটি জীবনব্যবস্থা, যা মানুষের প্রতিটি দিককে শুদ্ধ ও সুন্দর করার শিক্ষা দেয়। মুখের ভাষা তার অন্যতম।
১ দিন আগেসৌদি আরবের শহরগুলোর নামকরণের পেছনে রয়েছে ইতিহাস, ভূগোল, এবং আধ্যাত্মিকতার গভীর সম্পর্ক। মক্কা ও মদিনা থেকে শুরু করে জেদ্দা এবং নিওম পর্যন্ত, এই শহরগুলোর নাম তাদের উৎপত্তি ও তাৎপর্যকে নির্দেশ করে।
১ দিন আগে