Ajker Patrika

যে ১২ আদব মেনে দোয়া করলে কবুল হয়

কে এম ছালেহ আহমদ জাহেরী
মোনাজাত। ছবি: সংগৃহীত
মোনাজাত। ছবি: সংগৃহীত

দোয়া শব্দটি আক্ষরিক বিবেচনায় ছোট হলেও, এর ক্ষমতার ব্যাপকতা ও বিস্তৃতি সত্যিই পরিমাপ করা কঠিন। স্রষ্টা ও বান্দার মাঝে চাওয়া-পাওয়ার সেতু নির্মাণকারী এক সেতু।

দোয়া মহান রবের পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ এক উপহার। মোমিনের হাতিয়ারও বটে। সব ক্ষমতা যেখানে অকার্যকর, দোয়ার কার্যকারিতা সেখান থেকে শুরু হয়। দোয়ার মাঝে কিছু আদব রয়েছে, যা পালনে দোয়া তাড়াতাড়ি কবুল হয়—

১. দোয়ার আগে অজু করা। (সহিহ্ বুখারি: ৪৩২৩)

২. কিবলামুখী হয়ে দোয়া করা। (সহিহ্ বুখারি: ১০০৫)

৩. হাত তুলে দোয়া করা। (সহিহ্ বুখারি: ২৮৮৪)

৪. দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা ও রাসুল (সা.)-এর প্রতি দরুদ-সালাম পাঠ করা। (সহিহুল জামে: ৩৯৮৮)

৫. চোখের পানি ছেড়ে দোয়া করা।

৬. নীরবে দোয়া করা। (সুরা আরাফ: ৫৫)

৭. নিজের পাপ স্বীকার করা। (সহিহুল জামে: ১৬৫৩)

৮. কায়মনোবাক্যে কাকুতি-মিনতি করা। (সহিহ্ মুসলিম: ২১৮৯)

৯. আল্লাহর সিফাতি নাম ধরে দোয়া করা। (সুনানে নাসায়ি: ১৩০০)

১০. নিজেকে মহান রবের কাছে ছোট করে উপস্থাপন করা।

১১. দোয়ার শেষে আমিন বলা। (সহিহ্ বুখারি: ৭৮১)

১২. দোয়ার পর দুই হাত মুখে নিয়ে মোছা। (সুনানে ইবনে মাজাহ্: ৩৮৬৬)

আল্লাহ তাআলা আমাদের এসব আদব রক্ষা করে দোয়া করার তৌফিক দান করুক।

লেখক: খতিব ও ইসলামবিষয়ক গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত