মুফতি খালিদ কাসেমি
আরবি ফাহিশা শব্দের অর্থ অশ্লীলতা, নির্লজ্জতা, খারাপ কাজ ইত্যাদি। শরিয়তের পরিভাষায়, ইসলামে অনুমোদিত কথা ও কাজের সীমা অতিক্রম করার নামই অশ্লীলতা। কারও একান্ত মুহূর্তের ছবি কিংবা ভিডিও ধারণ করে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া অশ্লীলতা প্রচার করার শামিল। অশ্লীলতা প্রচার করা অত্যন্ত গর্হিত ও শাস্তিযোগ্য অপরাধ।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এরশাদ করেন, ‘যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে, তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতের মর্মন্তুদ শাস্তি। আল্লাহ জানেন, তোমরা জানো না।’ (সুরা নুর: ১৯) এ আয়াতে মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়ানোর ব্যাপারে কঠোর সতর্কবাণী দেওয়া হয়েছে।
অন্য আয়াতে এরশাদ হয়েছে, ‘আল্লাহ কোনো মন্দ বিষয় প্রকাশ করা পছন্দ করেন না। তবে কারও প্রতি জুলুম হয়ে থাকলে সে কথা আলাদা। আল্লাহ শ্রবণকারী, বিজ্ঞ।’ (সুরা নিসা: ১৪৮) সুতরাং অশ্লীল কথা বা কাজ গোপন করে রাখা উচিত; মানুষের মধ্যে তা ছড়িয়ে দেওয়া অত্যন্ত নিন্দনীয়।
সব ধরনের অশ্লীলতা ইসলাম নিষিদ্ধ ঘোষণা করেছে। এরশাদ হচ্ছে, ‘আপনি বলুন, নিশ্চয়ই আমার প্রতিপালক হারাম করেছেন প্রকাশ্য ও গোপন অশ্লীলতা আর পাপ ও অসংগত বিরোধিতা এবং কোনো কিছুকে আল্লাহর সঙ্গে শরিক করা, যার কোনো সনদ তিনি পাঠাননি আর আল্লাহ সম্পর্কে এমন কিছু বলা, যে সম্পর্কে তোমাদের বিন্দুমাত্র জ্ঞান নেই।’ (সুরা আরাফ: ৩৩)
অশ্লীলতার কারণে মহামারি দেখা দেয় এবং বিভিন্ন ধরনের রোগব্যাধি ছড়িয়ে পড়ে। নবী (সা.) এরশাদ করেন, ‘যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তখন সেখানে মহামারি আকারে প্লেগ রোগের প্রাদুর্ভাব হয়। এ ছাড়া এমন সব ব্যাধির উদ্ভব হয়, যা আগের মানুষের মধ্যে কখনো দেখা যায়নি।’ (ইবনে মাজাহ)
লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
আরবি ফাহিশা শব্দের অর্থ অশ্লীলতা, নির্লজ্জতা, খারাপ কাজ ইত্যাদি। শরিয়তের পরিভাষায়, ইসলামে অনুমোদিত কথা ও কাজের সীমা অতিক্রম করার নামই অশ্লীলতা। কারও একান্ত মুহূর্তের ছবি কিংবা ভিডিও ধারণ করে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া অশ্লীলতা প্রচার করার শামিল। অশ্লীলতা প্রচার করা অত্যন্ত গর্হিত ও শাস্তিযোগ্য অপরাধ।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এরশাদ করেন, ‘যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে, তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতের মর্মন্তুদ শাস্তি। আল্লাহ জানেন, তোমরা জানো না।’ (সুরা নুর: ১৯) এ আয়াতে মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়ানোর ব্যাপারে কঠোর সতর্কবাণী দেওয়া হয়েছে।
অন্য আয়াতে এরশাদ হয়েছে, ‘আল্লাহ কোনো মন্দ বিষয় প্রকাশ করা পছন্দ করেন না। তবে কারও প্রতি জুলুম হয়ে থাকলে সে কথা আলাদা। আল্লাহ শ্রবণকারী, বিজ্ঞ।’ (সুরা নিসা: ১৪৮) সুতরাং অশ্লীল কথা বা কাজ গোপন করে রাখা উচিত; মানুষের মধ্যে তা ছড়িয়ে দেওয়া অত্যন্ত নিন্দনীয়।
সব ধরনের অশ্লীলতা ইসলাম নিষিদ্ধ ঘোষণা করেছে। এরশাদ হচ্ছে, ‘আপনি বলুন, নিশ্চয়ই আমার প্রতিপালক হারাম করেছেন প্রকাশ্য ও গোপন অশ্লীলতা আর পাপ ও অসংগত বিরোধিতা এবং কোনো কিছুকে আল্লাহর সঙ্গে শরিক করা, যার কোনো সনদ তিনি পাঠাননি আর আল্লাহ সম্পর্কে এমন কিছু বলা, যে সম্পর্কে তোমাদের বিন্দুমাত্র জ্ঞান নেই।’ (সুরা আরাফ: ৩৩)
অশ্লীলতার কারণে মহামারি দেখা দেয় এবং বিভিন্ন ধরনের রোগব্যাধি ছড়িয়ে পড়ে। নবী (সা.) এরশাদ করেন, ‘যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তখন সেখানে মহামারি আকারে প্লেগ রোগের প্রাদুর্ভাব হয়। এ ছাড়া এমন সব ব্যাধির উদ্ভব হয়, যা আগের মানুষের মধ্যে কখনো দেখা যায়নি।’ (ইবনে মাজাহ)
লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
শান্তি, শৃঙ্খলা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের মূলমন্ত্র হলো পরামর্শ। পরিবার থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্র পর্যন্ত প্রতিটি স্তরে পরামর্শভিত্তিক কাজের গুরুত্ব অপরিসীম। পরামর্শ করে কাজ করলে যেমন মানসিক তৃপ্তি আসে, তেমনি তাতে আল্লাহর রহমতও বর্ষিত হয়। ইসলামে পরামর্শকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। মহানবী (সা.)
২ ঘণ্টা আগেপবিত্র কোরআনের ৬২ তম সুরা, সুরা জুমুআ। এটি মাদানি সুরা, যা জুমার দিনের গুরুত্ব ও তাৎপর্যকে কেন্দ্র করে নাজিল হয়েছে। এই সুরার মূল বার্তা হলো আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্যের মাধ্যমে ইমানদারদের পরিশুদ্ধ জীবন লাভ এবং ইহুদিদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করা।
১ দিন আগেজনসম্পদকে আমানত হিসেবে দেখা, এর প্রতি যত্নশীল হওয়া এবং এর অপব্যবহার থেকে বিরত থাকা ইমানের অপরিহার্য অংশ। এটি একজন মুমিনের সামাজিক দায়বদ্ধতা এবং আল্লাহর প্রতি গভীর আনুগত্যের পরিচায়ক। এই সম্পদের যথাযথ রক্ষণাবেক্ষণ নৈতিক ও ইমানি কর্তব্য।
১ দিন আগেআমি প্রবাসে আছি সাত বছর হলো। এখনো বিয়ে করিনি। বিয়ের পর আর প্রবাসে আসার ইচ্ছে নেই। তাই মা-বাবাকে বলেছি, পাত্রী দেখার জন্য। যদি সবকিছু ঠিক থাকে মোবাইলের মাধ্যমে বিয়ে সম্পন্ন করে দেশে চলে আসব। প্রবাসে বসে মোবাইলে বিয়ে করা কি আমার জন্য জায়েজ হবে? এ বিষয়ে ইসলামের নির্দেশনা জানতে চাই।
১ দিন আগে