করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন ডেলটা দাপট দেখানো শুরু করেছে যুক্তরাষ্ট্রে। এই ধরনের কারণে দেশটিতে বাড়তে শুরু করেছে করোনার রোগী। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
৬ জুলাই পর্যন্ত হিসাবে, গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রে গড়ে ১৩ হাজার ৮৫৯ জন করোনার রোগী শনাক্ত করা হয়েছে। যেখানে দেখা গেছে গত দুই সপ্তাহের চেয়ে যুক্তরাষ্ট্রে করোনা রোগী ২১ শতাংশের বেশি বেড়েছে।
সিডিসির পক্ষ থেকে বলা হয়েছে, ৩ জুলাই পর্যন্ত নতুন শনাক্ত হওয়া করোনার রোগীদের ৫২ শতাংশের দেহে ডেলটা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।
বিশ্বে সবচেয়ে বেশি ভ্যাকসিন মজুত রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। দেশটিতে প্রায় ৬৭ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ ভ্যাকসিন পেয়েছেন। গত এপ্রিল থেকেই যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ কম ছিল।
মার্কিন সংবাদমাধ্যম দ্য কানসাস সিটি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মিসৌরির স্প্রিংফিল্ডের একটি হাসপাতালে করোনা রোগীর চাপ বাড়ায় ভেন্টিলেটরের সংকট দেখা দিয়েছে। হাসপাতালটিতে গত সোমবার পর্যন্ত ২১৩ জন করোনার রোগী ভর্তি ছিলেন। গত শুক্রবার ওই হাসপাতালে ১৬৮ জন করোনার রোগী ভর্তি ছিলেন। গত ২৪ মে ওই হাসপাতালে ৩১ জন করোনার রোগী ভর্তি ছিলেন।
বার্তা সংস্থা এএফপিকে যুক্তরাষ্ট্রের জনস হপকিনস সেন্টার ফর হেলথ সিকিউরিটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ আমেশ আদালজা বলেন, ‘আমরা সম্ভবত যুক্তরাষ্ট্রে দুটি ভিন্ন করোনা পরিস্থিতি দেখতে যাচ্ছি। যেখানে কম মানুষ ভ্যাকসিন নিয়েছেন, সেখানে বেশি সমস্যা হবে। আর যেখানকার মানুষজন বেশি ভ্যাকসিন নিয়েছেন, সেখানে এটি সাধারণ ভাইরাস হিসেবেই গণ্য করা হবে।’
করোনার সংক্রমণ ও মৃত্যুতে বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৩ কোটি ৪৬ লাখ ৪৩ হাজার ৯০২ জন করোনার রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬ লাখ ২১ হাজার ৮৭৩ জন।
করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন ডেলটা দাপট দেখানো শুরু করেছে যুক্তরাষ্ট্রে। এই ধরনের কারণে দেশটিতে বাড়তে শুরু করেছে করোনার রোগী। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
৬ জুলাই পর্যন্ত হিসাবে, গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রে গড়ে ১৩ হাজার ৮৫৯ জন করোনার রোগী শনাক্ত করা হয়েছে। যেখানে দেখা গেছে গত দুই সপ্তাহের চেয়ে যুক্তরাষ্ট্রে করোনা রোগী ২১ শতাংশের বেশি বেড়েছে।
সিডিসির পক্ষ থেকে বলা হয়েছে, ৩ জুলাই পর্যন্ত নতুন শনাক্ত হওয়া করোনার রোগীদের ৫২ শতাংশের দেহে ডেলটা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।
বিশ্বে সবচেয়ে বেশি ভ্যাকসিন মজুত রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। দেশটিতে প্রায় ৬৭ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ ভ্যাকসিন পেয়েছেন। গত এপ্রিল থেকেই যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ কম ছিল।
মার্কিন সংবাদমাধ্যম দ্য কানসাস সিটি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মিসৌরির স্প্রিংফিল্ডের একটি হাসপাতালে করোনা রোগীর চাপ বাড়ায় ভেন্টিলেটরের সংকট দেখা দিয়েছে। হাসপাতালটিতে গত সোমবার পর্যন্ত ২১৩ জন করোনার রোগী ভর্তি ছিলেন। গত শুক্রবার ওই হাসপাতালে ১৬৮ জন করোনার রোগী ভর্তি ছিলেন। গত ২৪ মে ওই হাসপাতালে ৩১ জন করোনার রোগী ভর্তি ছিলেন।
বার্তা সংস্থা এএফপিকে যুক্তরাষ্ট্রের জনস হপকিনস সেন্টার ফর হেলথ সিকিউরিটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ আমেশ আদালজা বলেন, ‘আমরা সম্ভবত যুক্তরাষ্ট্রে দুটি ভিন্ন করোনা পরিস্থিতি দেখতে যাচ্ছি। যেখানে কম মানুষ ভ্যাকসিন নিয়েছেন, সেখানে বেশি সমস্যা হবে। আর যেখানকার মানুষজন বেশি ভ্যাকসিন নিয়েছেন, সেখানে এটি সাধারণ ভাইরাস হিসেবেই গণ্য করা হবে।’
করোনার সংক্রমণ ও মৃত্যুতে বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৩ কোটি ৪৬ লাখ ৪৩ হাজার ৯০২ জন করোনার রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬ লাখ ২১ হাজার ৮৭৩ জন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর বর্তমান স্ত্রী জিল বাইডেনের কন্যা অ্যাশলি বাইডেন তাঁর ১৩ বছরের দাম্পত্যজীবনের ইতি টানতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) ৪৪ বছর বয়সী অ্যাশলি ফিলাডেলফিয়ার কোর্ট অব কমন প্লিসে এই আবেদন দাখিল করেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে দেশটির প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম এক্স মাধ্যমে পরপর তিনটি পোস্ট দিয়েছেন। এসব পোস্টে তিনি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কৌশলগত সহযোগিতা জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেছেন।
২ ঘণ্টা আগেইউক্রেনের সীমানা জোর করে পরিবর্তন করা যাবে না বলে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। এই সতর্কতা এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ইউক্রেন ইস্যুতে আসন্ন আলাস্কা সম্মেলনের তিন দিন আগে।
২ ঘণ্টা আগেইউক্রেন যুদ্ধের কারণে শ্রমিক সংকট মোকাবিলায় হাজার হাজার উত্তর কোরিয়ানকে রাশিয়ায় পাঠানো হয়েছে। তবে বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে, রাশিয়ায় পৌঁছানোর পর দাসের মতো শর্তে কাজ করানো হচ্ছে উত্তর কোরিয়ার শ্রমিকদের।
৩ ঘণ্টা আগে