Ajker Patrika

যুক্তরাষ্ট্রে ৪ মুসলিম হত্যায় জো বাইডেনের নিন্দা

যুক্তরাষ্ট্রে ৪ মুসলিম হত্যায় জো বাইডেনের নিন্দা

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যে চারজন মুসলিম পুরুষকে হত্যা করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় রোববার এক টুইটার পোস্টের মাধ্যমে বাইডেন নিন্দা জানিয়েছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা। 

জো বাইডেন টুইটার পোস্টে লিখেছেন, ‘আলবুকার্কের চার মুসলিম পুরুষের ভয়ংকর হত্যাকাণ্ডে আমি ক্ষুব্ধ ও দুঃখিত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাই। আমাদের প্রশাসন দৃঢ়ভাবে মুসলিম সম্প্রদায়ের পাশে আছে। এ ধরনের ঘৃণ্য হামলার কোনো স্থান আমেরিকায় নেই।’ 

পুলিশকে উদ্ধৃত করে বাইডেন লিখেছেন, প্রাথমিক তদন্তে এ হামলাকে বিদ্বেষমূলক হামলা বলে মনে করছে মার্কিন পুলিশ। 

আলবুকার্ক শহরের পুলিশ জানিয়েছে, তারা এ হত্যাকাণ্ডের তদন্ত করছে এবং চারটি হত্যার সঙ্গে পারস্পরিক যোগসূত্র আছে বলে সন্দেহ করছেন তাঁরা। 

গত ৯ মাসে যুক্তরাষ্ট্রে ৪ জন মুসলিম সম্প্রদায়ের ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। 

মার্কিন পুলিশ এক বিবৃতিতে বলেছে, ২০২১ সালের ৭ নভেম্বর আফগানিস্তানের এক মুসলিম ব্যক্তিকে আলবুকার্কে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডের সঙ্গে সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। 

নিউ মেক্সিকোর গভর্নর মিশেল লুজান গ্রিশাম এই হত্যাকাণ্ডে ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তদন্তে সহায়তা করার জন্য আলবুকার্কে অতিরিক্ত পুলিশ পাঠানো হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত