যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়া ফিলিস্তিনিপন্থী বিক্ষোভের কারণে দেশটিতে উচ্চশিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। পুলিশি বাধার মুখেও বিক্ষোভ দমানো যাচ্ছে না। বরং আরও বেশি দেশটির কলেজ-বিশ্ববিদ্যালয়ে গাজা যুদ্ধবিরোধী বিক্ষোভ ছড়িয়েছে।
ফিলিস্তিনপন্থী এই বিক্ষোভ শুধু যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে সীমাবদ্ধ নেই। পাশের দেশ কানাডাতেও বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরা। এ ছাড়া ইউরোপের বেশ কয়েকটি দেশেও ছড়িয়ে পড়েছে এমন প্রতিবাদ। ইউরোপের যুক্তরাজ্য ও ফ্রান্সে ব্যাপকভাবে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ দেখা গেছে।
সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রে চলমান বিক্ষোভের কারণে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় অনেককেই গ্রেপ্তার-আটক করা হচ্ছে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাঁরা বলছেন, ফিলিস্তিনকে সমর্থনের কারণে তাঁরা যেকোনো পরিণতির জন্য প্রস্তুত আছেন।
লস অ্যাঞ্জেলেসে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় (ইউসিএলএ) ক্যাম্পাসে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে ইসরায়েলপন্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইউসিএলএর ভাইস চ্যান্সেলর মেরি ওসাকোর জানান, গত রোববার দুই পক্ষকে আলাদা রাখতে তৈরি করা প্রতিবন্ধকতা ভেঙে ফেললে এ সংঘর্ষের সৃষ্টি হয়।
এ সময় উভয় পক্ষের ছাত্রছাত্রীরা একে অপরকে ধাক্কা দেন। এমনকি স্লোগান দিতে দিতে কিল-ঘুষি দেওয়ার মতোও কাণ্ড ঘটান অনেকেই। তাঁদের ছত্রভঙ্গ করতে লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পাসে হাজির হয় পুলিশ। এই সহিংসতার ঘটনায় বিশ্ববিদ্যালয়টিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান ওসাকো।
নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ থেকে গত রোববার শতাধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া আন্দোলনকারীদের ব্যবহৃত অস্থায়ী তাঁবুও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ওই দিন পুলিশ জানায়, এলাকাটিতে এখন শান্তিপূর্ণ অবস্থা রয়েছে। নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির দাবি, শিক্ষার্থীদের ওই আন্দোলনে উগ্র ও সহিংস স্লোগান দিচ্ছিলেন ফিলিস্তিনপন্থীরা।
এ ছাড়া ইন্ডিয়ানা ডেইলি স্টুডেন্ট পত্রিকা জানিয়েছে, মিডওয়েস্টের ব্লুমিংটনে ইন্ডিয়ানা ইউনিভার্সিটির একটি প্রতিবাদ শিবির থেকে ২৩ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির পুলিশ বিভাগ জানায়, ক্যাম্পাসটিতে অনুমতি ছাড়া ক্যাম্প স্থাপন করে অনুপ্রবেশের অভিযোগে ৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতার প্রতিমূর্তির কাছে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়। গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে পতাকা উত্তোলনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে স্থানে ফিলিস্তিনের পতাকাটি উত্তোলন করে, সেখানে সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা উত্তোলন করা হয়।
হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গত রোববার রণক্ষেত্রে পরিণত হয়। এসব বিক্ষোভ দমনের ব্যাপক চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকেই। তবু শিক্ষার্থীরা গ্রেপ্তার-বহিষ্কারের ঝুঁকি মাথায় নিয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নিচ্ছেন।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়া ফিলিস্তিনিপন্থী বিক্ষোভের কারণে দেশটিতে উচ্চশিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। পুলিশি বাধার মুখেও বিক্ষোভ দমানো যাচ্ছে না। বরং আরও বেশি দেশটির কলেজ-বিশ্ববিদ্যালয়ে গাজা যুদ্ধবিরোধী বিক্ষোভ ছড়িয়েছে।
ফিলিস্তিনপন্থী এই বিক্ষোভ শুধু যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে সীমাবদ্ধ নেই। পাশের দেশ কানাডাতেও বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরা। এ ছাড়া ইউরোপের বেশ কয়েকটি দেশেও ছড়িয়ে পড়েছে এমন প্রতিবাদ। ইউরোপের যুক্তরাজ্য ও ফ্রান্সে ব্যাপকভাবে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ দেখা গেছে।
সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রে চলমান বিক্ষোভের কারণে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় অনেককেই গ্রেপ্তার-আটক করা হচ্ছে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাঁরা বলছেন, ফিলিস্তিনকে সমর্থনের কারণে তাঁরা যেকোনো পরিণতির জন্য প্রস্তুত আছেন।
লস অ্যাঞ্জেলেসে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় (ইউসিএলএ) ক্যাম্পাসে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে ইসরায়েলপন্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইউসিএলএর ভাইস চ্যান্সেলর মেরি ওসাকোর জানান, গত রোববার দুই পক্ষকে আলাদা রাখতে তৈরি করা প্রতিবন্ধকতা ভেঙে ফেললে এ সংঘর্ষের সৃষ্টি হয়।
এ সময় উভয় পক্ষের ছাত্রছাত্রীরা একে অপরকে ধাক্কা দেন। এমনকি স্লোগান দিতে দিতে কিল-ঘুষি দেওয়ার মতোও কাণ্ড ঘটান অনেকেই। তাঁদের ছত্রভঙ্গ করতে লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পাসে হাজির হয় পুলিশ। এই সহিংসতার ঘটনায় বিশ্ববিদ্যালয়টিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান ওসাকো।
নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ থেকে গত রোববার শতাধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া আন্দোলনকারীদের ব্যবহৃত অস্থায়ী তাঁবুও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ওই দিন পুলিশ জানায়, এলাকাটিতে এখন শান্তিপূর্ণ অবস্থা রয়েছে। নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির দাবি, শিক্ষার্থীদের ওই আন্দোলনে উগ্র ও সহিংস স্লোগান দিচ্ছিলেন ফিলিস্তিনপন্থীরা।
এ ছাড়া ইন্ডিয়ানা ডেইলি স্টুডেন্ট পত্রিকা জানিয়েছে, মিডওয়েস্টের ব্লুমিংটনে ইন্ডিয়ানা ইউনিভার্সিটির একটি প্রতিবাদ শিবির থেকে ২৩ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির পুলিশ বিভাগ জানায়, ক্যাম্পাসটিতে অনুমতি ছাড়া ক্যাম্প স্থাপন করে অনুপ্রবেশের অভিযোগে ৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতার প্রতিমূর্তির কাছে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়। গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে পতাকা উত্তোলনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে স্থানে ফিলিস্তিনের পতাকাটি উত্তোলন করে, সেখানে সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা উত্তোলন করা হয়।
হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গত রোববার রণক্ষেত্রে পরিণত হয়। এসব বিক্ষোভ দমনের ব্যাপক চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকেই। তবু শিক্ষার্থীরা গ্রেপ্তার-বহিষ্কারের ঝুঁকি মাথায় নিয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নিচ্ছেন।
ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে পর্যটকদের নিশানা করে ১৯ এপ্রিলের কাছাকাছি সময়ে হামলা হতে পারে বলে স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের সতর্ক করা হয়েছিল। ভারতের গোয়েন্দা ব্যুরো (আইবি) এবং অন্যান্য সংস্থা স্থানীয় কর্মকর্তাদের এই সতর্কবার্তা দিয়েছিল।
৮ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে আবারও নিরঙ্কুশ জয় পেয়েছে দেশটির লেবার পার্টি। এই নির্বাচনের মধ্য দিয়ে দলপ্রধান ও দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ দ্বিতীয়বারের মতো ক্ষমতা পেলেন।
১৩ ঘণ্টা আগেচরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে পাকিস্তান সফলভাবে পরীক্ষা করেছে ৪৫০ কিলোমিটার রেঞ্জবিশিষ্ট ‘আবদালি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সামরিক মহড়ার অংশ হিসেবে চালানো এ পরীক্ষাকে ইসলামাবাদ নিয়মিত ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ বললেও ভারত একে উসকানিমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। কাশ্মীর হামলা ও সীমান্ত সংঘর্ষে
১৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ আগামী কয়েক বছরের মধ্যে ধাপে ধাপে ১২০০ জনবল ছাঁটাই করবে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপ মূলত নিয়োগ কমিয়ে বাস্তবায়ন করা হবে এবং এটি ট্রাম্প প্রশাসনের ফেডারেল কর্মীসংখ্যা হ্রাস নীতির অংশ।
১৫ ঘণ্টা আগে