সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা ই জিন ক্যারলের মামলায় ট্রাম্পকে ধর্ষণকারী বলে আখ্যা দিয়েছেন আদালত। পাশাপাশি ট্রাম্পকে অর্থদণ্ড দিতে হবে বলেও জানিয়েছেন। তবে জরিমানার পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। স্থানীয় সময় বুধবার নিউইয়র্কের একটি আদালতের বিচারক লুইস কাপলান এ ঘোষণা দেন।
চার মাস আগে যুক্তরাষ্ট্রের আদালত লেখিকা ই জিন ক্যারলের দায়ের করা ধর্ষণ মামলার রায়ে ডোনাল্ড ট্রাম্প ক্যারলকে যৌন নিপীড়ন করেছিলেন বলে রায় দেন। পরে ডোনাল্ড ট্রাম্প সেই রায় এবং অভিযোগ মানতে অস্বীকার করেন। তারই পরিপ্রেক্ষিতে ই জিন ক্যারল ট্রাম্পের বিরুদ্ধে একটি মানহানি মামলা দায়ের করেন।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যারলের দায়ের করা দ্বিতীয় সেই মামলার রায়ের উপসংহারে বিচারক বলেন—সাবেক মার্কিন প্রেসিডেন্ট ই জিন ক্যারলকে ধর্ষণ করেছিলেন সেটি নিশ্চিত। তাই এ ক্ষেত্রে আদালতের এখন কেবল একটি কাজই বাকি, তা হলো—তাঁকে কী পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে ক্যারলকে তা নির্ধারণ করা।
বিচারক লুইস কাপলান তাঁর রায়ে বলেন, ‘আদালত উভয় মামলার সাধারণ বিষয়গুলো আমলে নিয়ে সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এসব বিষয়ের মধ্যে ডোনাল্ড ট্রাম্প ই জিন ক্যারলের দায়ের করা যৌন সহিংসতার অভিযোগকে বানোয়াট বলেছেন কি না, তা উল্লেখযোগ্য। তিনি যদি এটি করে থাকেন, তবে তা তিনি সজ্ঞানে করেছেন এবং তাঁর অভিযোগ ছিল মিথ্যা। অথবা তিনি সত্যকে মিথ্যা বানাতে বেপরোয়া হয়ে উঠেছিলেন।’
বিচারক কাপলান আরও বলেন, চার মাস আগে ২০১৯ সালে দায়ের করা মামলার রায়ে নির্ধারিত হয়েছে যে ট্রাম্প ক্যারলকে যৌন নিপীড়ন করেছিলেন। তাই এ মামলায় একটি বিষয়ই নির্ধারণ বাকি। সেটি হলো, তাঁর মানহানিকর মন্তব্যের কারণে তাঁকে কী পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে।
এই ঘোষণা ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে থাকা ডোনাল্ড ট্রাম্পকে বেশ খানিকটা পিছিয়ে দেবে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। এর আগে ২০১৯ সালে ই ক্যারল প্রথমবারের মতো অভিযোগ করেন, ১৯৯৬ সালে একটি প্রসাধনী পণ্যের ড্রেসিংরুমে ডোনাল্ড ট্রাম্প তাঁকে ধর্ষণ করেছিলেন। তবে ট্রাম্প শুরু থেকেই সেই অভিযোগ অস্বীকার করে আসছেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা ই জিন ক্যারলের মামলায় ট্রাম্পকে ধর্ষণকারী বলে আখ্যা দিয়েছেন আদালত। পাশাপাশি ট্রাম্পকে অর্থদণ্ড দিতে হবে বলেও জানিয়েছেন। তবে জরিমানার পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। স্থানীয় সময় বুধবার নিউইয়র্কের একটি আদালতের বিচারক লুইস কাপলান এ ঘোষণা দেন।
চার মাস আগে যুক্তরাষ্ট্রের আদালত লেখিকা ই জিন ক্যারলের দায়ের করা ধর্ষণ মামলার রায়ে ডোনাল্ড ট্রাম্প ক্যারলকে যৌন নিপীড়ন করেছিলেন বলে রায় দেন। পরে ডোনাল্ড ট্রাম্প সেই রায় এবং অভিযোগ মানতে অস্বীকার করেন। তারই পরিপ্রেক্ষিতে ই জিন ক্যারল ট্রাম্পের বিরুদ্ধে একটি মানহানি মামলা দায়ের করেন।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যারলের দায়ের করা দ্বিতীয় সেই মামলার রায়ের উপসংহারে বিচারক বলেন—সাবেক মার্কিন প্রেসিডেন্ট ই জিন ক্যারলকে ধর্ষণ করেছিলেন সেটি নিশ্চিত। তাই এ ক্ষেত্রে আদালতের এখন কেবল একটি কাজই বাকি, তা হলো—তাঁকে কী পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে ক্যারলকে তা নির্ধারণ করা।
বিচারক লুইস কাপলান তাঁর রায়ে বলেন, ‘আদালত উভয় মামলার সাধারণ বিষয়গুলো আমলে নিয়ে সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এসব বিষয়ের মধ্যে ডোনাল্ড ট্রাম্প ই জিন ক্যারলের দায়ের করা যৌন সহিংসতার অভিযোগকে বানোয়াট বলেছেন কি না, তা উল্লেখযোগ্য। তিনি যদি এটি করে থাকেন, তবে তা তিনি সজ্ঞানে করেছেন এবং তাঁর অভিযোগ ছিল মিথ্যা। অথবা তিনি সত্যকে মিথ্যা বানাতে বেপরোয়া হয়ে উঠেছিলেন।’
বিচারক কাপলান আরও বলেন, চার মাস আগে ২০১৯ সালে দায়ের করা মামলার রায়ে নির্ধারিত হয়েছে যে ট্রাম্প ক্যারলকে যৌন নিপীড়ন করেছিলেন। তাই এ মামলায় একটি বিষয়ই নির্ধারণ বাকি। সেটি হলো, তাঁর মানহানিকর মন্তব্যের কারণে তাঁকে কী পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে।
এই ঘোষণা ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে থাকা ডোনাল্ড ট্রাম্পকে বেশ খানিকটা পিছিয়ে দেবে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। এর আগে ২০১৯ সালে ই ক্যারল প্রথমবারের মতো অভিযোগ করেন, ১৯৯৬ সালে একটি প্রসাধনী পণ্যের ড্রেসিংরুমে ডোনাল্ড ট্রাম্প তাঁকে ধর্ষণ করেছিলেন। তবে ট্রাম্প শুরু থেকেই সেই অভিযোগ অস্বীকার করে আসছেন।
পাকিস্তানের জনপ্রিয় ধর্মীয় বক্তা ও ইউটিউবার ইঞ্জিনিয়ার মুহাম্মদ আলি মির্জাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলম শহরের এই আলেমের বিরুদ্ধে অভিযোগ—তিনি ভিডিও বক্তব্যে নবী মুহাম্মদ (সা.)–কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন।
৭ ঘণ্টা আগেমার্কিন শুল্ক নিয়ে চাপে আছে ভারত। তবে এর মধ্যেও ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতায় একটি বড় অগ্রগতি হতে যাচ্ছে। দেশ দুটি প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি চূড়ান্ত করার পথে রয়েছে।
৭ ঘণ্টা আগেবিক্ষোভের সূচনা হয় সকাল ৬টা ২৯ মিনিটে, ঠিক ২০২৩ সালের ৭ অক্টোবর যে সময়টিতে হামাস হামলা চালিয়েছিল। বিক্ষোভকারীরা তেল আবিবে মার্কিন দূতাবাসের বাইরে ইসরায়েলি পতাকা উত্তোলন করে তাঁদের কর্মসূচি শুরু করেন। এরপর সকাল ৭টা থেকে বিক্ষোভকারীরা দেশের কয়েকটি প্রধান মহাসড়ক (চৌরাস্তা) অবরোধ করেন।
৭ ঘণ্টা আগেগভর্নর লিসা কুককে বরখাস্ত করার উদ্যোগ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভের সঙ্গে তাঁর দ্বন্দ্বকে নজিরবিহীন পর্যায়ে নিয়ে গেছেন। তাঁর এ পদক্ষেপ দীর্ঘ আইনি লড়াইয়ের সূচনা করতে পারে...
৭ ঘণ্টা আগে