Ajker Patrika

রিপাবলিকানদের নতুন অবকাঠামো প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জো বাইডেন

আপডেট : ০৫ জুন ২০২১, ০৯: ৩৫
রিপাবলিকানদের নতুন অবকাঠামো প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জো বাইডেন

ঢাকা: আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে নতুন অবকাঠামো প্রস্তাব নিয়ে আলোচনায় বসেছিলেন রিপাবলিকান সিনেটর শেলি মুর ক্যাপিটো। তবে তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস বলেছে তাঁদের প্রস্তাবের চেয়ে ৫০ বিলিয়ন ডলার ব্যয় বেড়েছে।

ক্যাপিটোর প্রস্তাব প্রত্যাখ্যান করে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, এটি অর্থনীতি বৃদ্ধি, জলবায়ু সংকট মোকাবিলা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি লক্ষ্য পূরণ করবে না।

রিপাবলিকানরা এর আগে নতুন ব্যয় ২৫৭ বিলিয়ন ডলার প্রস্তাব করেছিল। বাইডেন শুরুতে ২.২৫ ট্রিলিয়ন ডলারের প্রস্তাব করেছিলেন এবং বলেছিলেন তা কমতে কমতে এক ট্রিলিয়ন ডলারে নামতে পারে।

আগামীকাল সোমবারে দুই পক্ষের আবারও আলোচনার কথা বললেও হোয়াইট হাউস দৃঢ়ভাবে বলেছে যে তাঁরা অন্যান্য রিপাবলিকান সদস্য অথবা শুধু ডেমোক্র্যাটদের সঙ্গে নিয়ে আগাতে চান।

হোয়াইট হাউসের মুখপাত্র জেন সোসাকি এক বিবৃতিতে বলেছেন, তিনি সিনেটর ক্যাপিটোকে ইঙ্গিত দিয়েছিলেন যে উভয় পক্ষের বেশ কয়েকজন সিনেটরকে নিয়ে আলোচনা করতে।

জানা গেছে, এখন পর্যন্ত ক্যাপিটোই বাইডেনের সঙ্গে প্রথম আলোচনায় বসেছেন। আগামীকাল সোমবার আলোচনা হলে এক সপ্তাহের মধ্যে তাঁরা তিনবার বসবেন।

সূত্র জানিয়েছে, বাইডেন দ্বিপক্ষীয় চুক্তিতে সততা ও বিশ্বাসের সঙ্গে করার প্রচেষ্টা চালাচ্ছেন। তবে ডেমোক্র্যাটদের মধ্যে বিভেদের ঝুঁকি নিয়ে তিনি এসব করছেন। কেউ কেউ বিশ্বাস করেন যে তিনি রিপাবলিকানদের বেশি ছাড় দিচ্ছেন। কিন্তু ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয় ক্ষেত্রেই সংকীর্ণ সংখ্যা গরিষ্ঠ।

এদিকে রিপাবলিকান শেলি মুর ক্যাপিটোর মুখপাত্র এই আলোচনার সংক্ষিপ্ত বিবরণ দিতে গিয়ে বলেছেন আলোচনা চালিয়ে যাচ্ছেন। উভয় পক্ষই তাঁদের মতামত নিয়ে আলোচনা করেছে।

সূত্র: রয়টার্স

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত