গণতন্ত্র এখন ক্রমেই দুর্বল হয়ে পড়ছে, স্বৈরতন্ত্রই বিশ্ব চালাবে। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ফোনালাপে নাকি এ ধরনের কথাই বলেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
সম্প্রতি ইউএস নেভাল একাডেমির স্নাতকদের সামনে বক্তৃতা দেওয়ার সময় এ কথা বলেন জো বাইডেন।
জো বাইডেন সম্প্রতি কোয়াডের নেতাদের (ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্র) সঙ্গে সাক্ষাতের জন্য এশিয়া ভ্রমণ করেন। তিনি যেদিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হন সেদিন সি চিন পিং তাঁকে ফোন দিয়ে অভিনন্দন জানিয়েছিলেন।
সেই ফোনালাপের বিষয়ে কথা বলতে গিয়ে জো বাইডেন বলেন, ‘আমরা স্বৈরাচার এবং গণতন্ত্রের মধ্যে একটি বিশ্বব্যাপী লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমি মনে রাখব—এবং আমার সহকর্মীরা (মনে রাখুন)—আমি বিশ্বের অন্য যে কোনো নেতার চেয়ে সি চিন পিংয়ের সঙ্গে বেশিবার দেখা করেছি। তিনি আমাকে নির্বাচনের ফল ঘোষণার রাতে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন। তিনি আমাকে যা বলেছিলেন তা আগেও বহুবার বলেছেন। তিনি বলেছিলেন, “একবিংশ শতাব্দীতে গণতন্ত্রকে আর বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। স্বৈরতন্ত্রই বিশ্ব চালাবে। ” কেন? চারপাশের বিষয়গুলো এত দ্রুত বদলে যাচ্ছে। গণতন্ত্রের জন্য দরকার একটা সংহতি, এটা সময় নেয়, এবং আপনার হাতে কিন্তু সময় নেই। সে (সি চিন পিং) ভুল।’
বাইডেন আরও বলেন, ‘আপনারা প্রত্যেকে, যখন বিশ্বের বাইরে যাবেন, শুধু যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্যই হবেন না, আপনি আমাদের গণতন্ত্রের প্রতিনিধি এবং রক্ষক হবেন। এটা শুনতে হালকা বিষয় মনে হতে পারে কিন্তু, আক্ষরিক অর্থে, আমাদের গণতন্ত্র। সেজন্যই আপনি শপথ নিয়েছেন, আমাকে আপনাদের সর্বাধিনায়ক হিসেবে বা কোনো রাজনৈতিক নেতার কাছে নয়, বরং শপথ নিয়েছেন সংবিধানের কাছে।’
চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কে সবসময়ই টানাপোড়েন ছিল। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সময় থেকে উত্তেজনা বেড়েছে। দুই রাষ্ট্রের বিরোধের কেন্দ্রে সব সময়ই থেকেছে এই রাষ্ট্র ব্যবস্থার দর্শন।
সাম্প্রতিকতম উত্তেজনা তাইওয়ানের ইস্যুকে ঘিরে। চীন তাইওয়ানকে ঐতিহাসিক অংশ বলে মনে করে। তাইওয়ানের সরকারের পাশে আছে যুক্তরাষ্ট্র। কোয়াড নেতাদের সঙ্গে বৈঠকের সময় বাইডেন তাইওয়ান প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং একতরফাভাবে স্থিতাবস্থার যে কোনো পরিবর্তন প্রতিরোধে ওয়াশিংটনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
তাইওয়ানকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র সামরিক সংঘাতে জড়িত হতে প্রস্তুত কি না জানতে চাইলে বাইডেন ইতিবাচক উত্তরই দিয়েছেন। এর জবাবে চীন বলেছে, যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে।
বিশ্বের নানা প্রান্তের খবর পড়ুন:
গণতন্ত্র এখন ক্রমেই দুর্বল হয়ে পড়ছে, স্বৈরতন্ত্রই বিশ্ব চালাবে। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ফোনালাপে নাকি এ ধরনের কথাই বলেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
সম্প্রতি ইউএস নেভাল একাডেমির স্নাতকদের সামনে বক্তৃতা দেওয়ার সময় এ কথা বলেন জো বাইডেন।
জো বাইডেন সম্প্রতি কোয়াডের নেতাদের (ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্র) সঙ্গে সাক্ষাতের জন্য এশিয়া ভ্রমণ করেন। তিনি যেদিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হন সেদিন সি চিন পিং তাঁকে ফোন দিয়ে অভিনন্দন জানিয়েছিলেন।
সেই ফোনালাপের বিষয়ে কথা বলতে গিয়ে জো বাইডেন বলেন, ‘আমরা স্বৈরাচার এবং গণতন্ত্রের মধ্যে একটি বিশ্বব্যাপী লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমি মনে রাখব—এবং আমার সহকর্মীরা (মনে রাখুন)—আমি বিশ্বের অন্য যে কোনো নেতার চেয়ে সি চিন পিংয়ের সঙ্গে বেশিবার দেখা করেছি। তিনি আমাকে নির্বাচনের ফল ঘোষণার রাতে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন। তিনি আমাকে যা বলেছিলেন তা আগেও বহুবার বলেছেন। তিনি বলেছিলেন, “একবিংশ শতাব্দীতে গণতন্ত্রকে আর বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। স্বৈরতন্ত্রই বিশ্ব চালাবে। ” কেন? চারপাশের বিষয়গুলো এত দ্রুত বদলে যাচ্ছে। গণতন্ত্রের জন্য দরকার একটা সংহতি, এটা সময় নেয়, এবং আপনার হাতে কিন্তু সময় নেই। সে (সি চিন পিং) ভুল।’
বাইডেন আরও বলেন, ‘আপনারা প্রত্যেকে, যখন বিশ্বের বাইরে যাবেন, শুধু যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্যই হবেন না, আপনি আমাদের গণতন্ত্রের প্রতিনিধি এবং রক্ষক হবেন। এটা শুনতে হালকা বিষয় মনে হতে পারে কিন্তু, আক্ষরিক অর্থে, আমাদের গণতন্ত্র। সেজন্যই আপনি শপথ নিয়েছেন, আমাকে আপনাদের সর্বাধিনায়ক হিসেবে বা কোনো রাজনৈতিক নেতার কাছে নয়, বরং শপথ নিয়েছেন সংবিধানের কাছে।’
চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কে সবসময়ই টানাপোড়েন ছিল। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সময় থেকে উত্তেজনা বেড়েছে। দুই রাষ্ট্রের বিরোধের কেন্দ্রে সব সময়ই থেকেছে এই রাষ্ট্র ব্যবস্থার দর্শন।
সাম্প্রতিকতম উত্তেজনা তাইওয়ানের ইস্যুকে ঘিরে। চীন তাইওয়ানকে ঐতিহাসিক অংশ বলে মনে করে। তাইওয়ানের সরকারের পাশে আছে যুক্তরাষ্ট্র। কোয়াড নেতাদের সঙ্গে বৈঠকের সময় বাইডেন তাইওয়ান প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং একতরফাভাবে স্থিতাবস্থার যে কোনো পরিবর্তন প্রতিরোধে ওয়াশিংটনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
তাইওয়ানকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র সামরিক সংঘাতে জড়িত হতে প্রস্তুত কি না জানতে চাইলে বাইডেন ইতিবাচক উত্তরই দিয়েছেন। এর জবাবে চীন বলেছে, যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে।
বিশ্বের নানা প্রান্তের খবর পড়ুন:
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর বর্তমান স্ত্রী জিল বাইডেনের কন্যা অ্যাশলি বাইডেন তাঁর ১৩ বছরের দাম্পত্যজীবনের ইতি টানতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) ৪৪ বছর বয়সী অ্যাশলি ফিলাডেলফিয়ার কোর্ট অব কমন প্লিসে এই আবেদন দাখিল করেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে দেশটির প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম এক্স মাধ্যমে পরপর তিনটি পোস্ট দিয়েছেন। এসব পোস্টে তিনি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কৌশলগত সহযোগিতা জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেছেন।
২ ঘণ্টা আগেইউক্রেনের সীমানা জোর করে পরিবর্তন করা যাবে না বলে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। এই সতর্কতা এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ইউক্রেন ইস্যুতে আসন্ন আলাস্কা সম্মেলনের তিন দিন আগে।
২ ঘণ্টা আগেইউক্রেন যুদ্ধের কারণে শ্রমিক সংকট মোকাবিলায় হাজার হাজার উত্তর কোরিয়ানকে রাশিয়ায় পাঠানো হয়েছে। তবে বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে, রাশিয়ায় পৌঁছানোর পর দাসের মতো শর্তে কাজ করানো হচ্ছে উত্তর কোরিয়ার শ্রমিকদের।
৩ ঘণ্টা আগে