Ajker Patrika

যৌন হয়রানির মামলায় অভিযুক্ত ট্রাম্প, ৫০ লাখ ডলার জরিমানা

আপডেট : ১০ মে ২০২৩, ১০: ৪৩
যৌন হয়রানির মামলায় অভিযুক্ত ট্রাম্প, ৫০ লাখ ডলার জরিমানা

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ম্যাগাজিন লেখক ই. জিন ক্যারলকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হয়েছে। ওই মামলায় ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে ৫০ লাখ ডলার জরিমানা করেছেন ম্যানহাটন আদালত। বিবিসি ও সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আদালতে ৭৯ বছর বয়সী ক্যারল সাক্ষ্য দেন, ডোনাল্ড ট্রাম্প ১৯৯৬ সালের বসন্তে ম্যানহাটনের বার্গডর্ফ গুডম্যান ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিংরুমে তাঁকে ধর্ষণ করেছিলেন। তবে এই অভিযোগ অস্বীকার করে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ক্যারলকে চেনেন না। এমনকি গত বছর ট্রাম্প তাঁর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ‘প্রতারণা’ ও ‘মিথ্যাচার’ ছাড়া আর কিছুই না।

মঙ্গলবার (৯ মে) ফেডারেল আদালতের বিচারক দল যৌন হয়রানির মামলায় ডোনাল্ড ট্রাম্পকে ৫০ লাখ ডলার জরিমানা করেছেন। জরিমানার এই অর্থ ক্যারলকে ক্ষতিপূরণ হিসেবে দিতে বলেছেন বিচারকেরা। বিচারকদের দলে ছয়জন পুরুষ ও তিনজন নারী ছিলেন। তাঁরা সবাই এই রায়ে একমত হয়েছেন।

রায়ে বলা হয়, ই জিন ক্যারলকে ধর্ষণের জন্য ট্রাম্পকে দায়ী করা হয়নি। তবে যৌন নিপীড়ন ও মানহানির দায়ে অভিযুক্ত করা হয়েছে তাঁকে। এরই পরিপ্রেক্ষিতে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।

ট্রাম্পের এক মুখপাত্র জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। যত দিন পর্যন্ত রায়টি আদালতে চ্যালেঞ্জ করা হচ্ছে, তত দিন ক্ষতিপূরণ দিতে হবে না।

এদিকে ট্রাম্প তাৎক্ষণিকভাবে ট্রুথ সোশ্যালে একটি ভিডিও পোস্ট করে তাঁর বিরুদ্ধে দেওয়া রায়কে ‘অসম্মানজনক’ হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে আবারও তিনি ক্যারলকে চেনেন না বলে জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত