Ajker Patrika

ইউক্রেনের সহায়তায় ৪ হাজার কোটি ডলারের প্যাকেজ অনুমোদন যুক্তরাষ্ট্রের

আপডেট : ১১ মে ২০২২, ১০: ৫২
ইউক্রেনের সহায়তায় ৪ হাজার কোটি ডলারের প্যাকেজ অনুমোদন যুক্তরাষ্ট্রের

ইউক্রেনের সহায়তায় ৪ হাজার কোটি ডলারের প্যাকেজ অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ৩৬৮-৫৭ ভোটের ব্যবধানে এই প্যাকেজটি মার্কিন কংগ্রেসে পাস হয়। আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। 

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সহায়তা প্যাকেজ প্রস্তাব অনুমোদনের জন্য পক্ষে রায় দিয়েছেন ডেমোক্র্যাটদের সবাই। আর রিপাবলিকান পার্টির প্রতি চারজনের মধ্যে তিনজনই প্রস্তাবের পক্ষে রায় দিয়েছেন।

এর আগে মার্কিন কংগ্রেস গত মার্চে ইউক্রেনকে সহায়তার জন্য ১ হাজার ৩৬০ বিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দেয়। নতুন সহায়তা প্যাকেজ পাস হওয়ায় দুই দফায় ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সহায়তার পরিমাণ দাঁড়াল ৫ হাজার ৩৬০ বিলিয়ন ডলারে।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল ইউক্রেনকে যুদ্ধকালীন সহায়তা হিসেবে কংগ্রেসের কাছে ৩ হাজার ৩০০ কোটি ডলার চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্র রাশিয়া আক্রমণ করছে না, বরং ইউক্রেনকে সামরিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তা দিচ্ছে।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত