অনলাইন ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমতি নিয়েই তাঁর পছন্দের ছবি ঝোলানো হয়েছে কলোরাডো অঙ্গরাজ্যের পার্লামেন্ট কলোরাডো ক্যাপিটলের গ্যালারি অব প্রেসিডেন্টসের দেয়ালে। নতুন এই ছবিটি এঁকেছেন অ্যারিজোনার শিল্পী ভ্যানেসা হোরাবুয়েনা। হোয়াইট হাউসের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।
এর আগে, ২০১৯ সাল থেকে ডেনভার স্টেট ক্যাপিটল গ্যালারি অব প্রেসিডেন্টসের দেয়ালে ঝোলানো ছিল রঙ-তুলিতে আঁকা আরেকটি ছবি। ছবিটি এঁকেছিলেন ব্রিটিশ চিত্রশিল্পী সারাহ এ বোর্ডম্যান। গত বছর হঠাৎ ওই ছবিটির কঠোর সমালোচনা করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। ছবিটিকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে ওই পোস্টে তিনি লিখেন, ‘মিস বোর্ডম্যানের বয়স হয়ে গেছে। হয় তিনি ছবি আঁকার প্রতিভা হারিয়ে ফেলেছেন, না হয় ইচ্ছে করেই আমার ছবিটি বিকৃত করেছেন—এক কথায় এটি জঘন্য।’
এই পোস্টের একদিনের মাথায় ওই দেয়াল থেকে নামিয়ে ফেলা হয় বোর্ডম্যানের আঁকা ছবিটি। বর্তমানে ওই দেয়ালে যে ছবিটি শোভা পাচ্ছে সেটি প্রায় এক মাস আগে হোয়াইট হাউসের তরফ থেকে উপহার হিসেবে ক্যাপিটল ভবনে পাঠানো হয়। গত বৃহস্পতিবার ভবনের অ্যাডভাইজরি কমিটির বৈঠকে সেটি দেয়ালে ঝোলানোর সিদ্ধান্ত নেন কমিটির শিল্পকর্ম বাছাইয়ের দায়িত্বে থাকা লুইস কোর্ট।
লুইস কোর্ট বলেন, ‘এত দিন দেয়ালে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবির জায়গাটি খালি ছিল, যা দৃষ্টিকটু লাগছিল। হোয়াইট হাউস আমাদের কাছে বোর্ডম্যানের আঁকা ছবিটি পাঠিয়েছে প্রায় এক মাস আগে। এখন এটি ঝুলিয়ে দেওয়াই ছিল সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত।’
হোরাবুয়েনার আঁকা এই ছবিটির ভূয়সী প্রশংসা করে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন ট্রাম্প। এত সুন্দর একটি ছবি আঁকার জন্য ধন্যবাদ দেন তাঁকে।
তবে, গ্যালারি অব প্রেসিডেন্টসে প্রেসিডেন্টদের ছবি খুব শিগগিরই সরিয়ে ফেলা হতে পারে। ক্যাপিটল ভবন কর্তৃপক্ষ প্রেসিডেন্টদের ছবির বদলে কলোরাডোর গভর্নরদের ছবি ঝোলানোর কথা ভাবছে। কলোরাডো রাজ্যের দেড় শ বছর পূর্তি উপলক্ষে এই পরিবর্তন আনার কথা ভাবছে অ্যাডভাইজরি কমিটি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমতি নিয়েই তাঁর পছন্দের ছবি ঝোলানো হয়েছে কলোরাডো অঙ্গরাজ্যের পার্লামেন্ট কলোরাডো ক্যাপিটলের গ্যালারি অব প্রেসিডেন্টসের দেয়ালে। নতুন এই ছবিটি এঁকেছেন অ্যারিজোনার শিল্পী ভ্যানেসা হোরাবুয়েনা। হোয়াইট হাউসের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।
এর আগে, ২০১৯ সাল থেকে ডেনভার স্টেট ক্যাপিটল গ্যালারি অব প্রেসিডেন্টসের দেয়ালে ঝোলানো ছিল রঙ-তুলিতে আঁকা আরেকটি ছবি। ছবিটি এঁকেছিলেন ব্রিটিশ চিত্রশিল্পী সারাহ এ বোর্ডম্যান। গত বছর হঠাৎ ওই ছবিটির কঠোর সমালোচনা করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। ছবিটিকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে ওই পোস্টে তিনি লিখেন, ‘মিস বোর্ডম্যানের বয়স হয়ে গেছে। হয় তিনি ছবি আঁকার প্রতিভা হারিয়ে ফেলেছেন, না হয় ইচ্ছে করেই আমার ছবিটি বিকৃত করেছেন—এক কথায় এটি জঘন্য।’
এই পোস্টের একদিনের মাথায় ওই দেয়াল থেকে নামিয়ে ফেলা হয় বোর্ডম্যানের আঁকা ছবিটি। বর্তমানে ওই দেয়ালে যে ছবিটি শোভা পাচ্ছে সেটি প্রায় এক মাস আগে হোয়াইট হাউসের তরফ থেকে উপহার হিসেবে ক্যাপিটল ভবনে পাঠানো হয়। গত বৃহস্পতিবার ভবনের অ্যাডভাইজরি কমিটির বৈঠকে সেটি দেয়ালে ঝোলানোর সিদ্ধান্ত নেন কমিটির শিল্পকর্ম বাছাইয়ের দায়িত্বে থাকা লুইস কোর্ট।
লুইস কোর্ট বলেন, ‘এত দিন দেয়ালে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবির জায়গাটি খালি ছিল, যা দৃষ্টিকটু লাগছিল। হোয়াইট হাউস আমাদের কাছে বোর্ডম্যানের আঁকা ছবিটি পাঠিয়েছে প্রায় এক মাস আগে। এখন এটি ঝুলিয়ে দেওয়াই ছিল সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত।’
হোরাবুয়েনার আঁকা এই ছবিটির ভূয়সী প্রশংসা করে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন ট্রাম্প। এত সুন্দর একটি ছবি আঁকার জন্য ধন্যবাদ দেন তাঁকে।
তবে, গ্যালারি অব প্রেসিডেন্টসে প্রেসিডেন্টদের ছবি খুব শিগগিরই সরিয়ে ফেলা হতে পারে। ক্যাপিটল ভবন কর্তৃপক্ষ প্রেসিডেন্টদের ছবির বদলে কলোরাডোর গভর্নরদের ছবি ঝোলানোর কথা ভাবছে। কলোরাডো রাজ্যের দেড় শ বছর পূর্তি উপলক্ষে এই পরিবর্তন আনার কথা ভাবছে অ্যাডভাইজরি কমিটি।
সাধারণত এপ্রিল-মে মাসের দিকে এই পোকাগুলো তাদের সঙ্গীর সঙ্গে মিলিত হয়। কিন্তু ব্যাপারটা তাদের জন্য রোমান্টিক হলেও এই পোকাদের ভিড়ে এখন রীতিমতো নাকাল রাজধানী ও পার্শ্ববর্তী এলাকাগুলো।
২ ঘণ্টা আগেইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি শহর সিনজিল এখন কার্যত একটি খোলা কারাগার। কারণ, শহরটির পূর্ব প্রান্তে পাঁচ মিটার উঁচু ধাতব বেড়া দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। আর এই বেড়ার একটি মাত্র প্রবেশপথ খুলে রেখে সবদিক সিল করে দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেআর্সেনালের সাবেক ফুটবলার থমাস পার্টের বিরুদ্ধে পাঁচটি ধর্ষণ এবং একটি যৌন নিপীড়নের অভিযোগ গঠন করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে এসব ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
৪ ঘণ্টা আগেবাংলাদেশি অনুপ্রবেশ, ধর্মান্তর ও আদিবাসী জনসংখ্যার হ্রাস—এই তিন ইস্যু সামনে রেখে ঝাড়খন্ডে তিন বছরব্যাপী এক বৃহৎ পদযাত্রা শুরু করতে যাচ্ছে বিজেপি। রাজ্যের প্রতিটি মহকুমায় ধাপে ধাপে চলবে এই কর্মসূচি, সপ্তাহে তিন থেকে চার দিন যাত্রা হবে রাজ্যের প্রান্তিক ও আদিবাসী অঞ্চলগুলোতে।
৬ ঘণ্টা আগে