আজকের পত্রিকা ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমতি নিয়েই তাঁর পছন্দের ছবি ঝোলানো হয়েছে কলোরাডো অঙ্গরাজ্যের পার্লামেন্ট কলোরাডো ক্যাপিটলের গ্যালারি অব প্রেসিডেন্টসের দেয়ালে। নতুন এই ছবিটি এঁকেছেন অ্যারিজোনার শিল্পী ভ্যানেসা হোরাবুয়েনা। হোয়াইট হাউসের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।
এর আগে, ২০১৯ সাল থেকে ডেনভার স্টেট ক্যাপিটল গ্যালারি অব প্রেসিডেন্টসের দেয়ালে ঝোলানো ছিল রঙ-তুলিতে আঁকা আরেকটি ছবি। ছবিটি এঁকেছিলেন ব্রিটিশ চিত্রশিল্পী সারাহ এ বোর্ডম্যান। গত বছর হঠাৎ ওই ছবিটির কঠোর সমালোচনা করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। ছবিটিকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে ওই পোস্টে তিনি লিখেন, ‘মিস বোর্ডম্যানের বয়স হয়ে গেছে। হয় তিনি ছবি আঁকার প্রতিভা হারিয়ে ফেলেছেন, না হয় ইচ্ছে করেই আমার ছবিটি বিকৃত করেছেন—এক কথায় এটি জঘন্য।’
এই পোস্টের একদিনের মাথায় ওই দেয়াল থেকে নামিয়ে ফেলা হয় বোর্ডম্যানের আঁকা ছবিটি। বর্তমানে ওই দেয়ালে যে ছবিটি শোভা পাচ্ছে সেটি প্রায় এক মাস আগে হোয়াইট হাউসের তরফ থেকে উপহার হিসেবে ক্যাপিটল ভবনে পাঠানো হয়। গত বৃহস্পতিবার ভবনের অ্যাডভাইজরি কমিটির বৈঠকে সেটি দেয়ালে ঝোলানোর সিদ্ধান্ত নেন কমিটির শিল্পকর্ম বাছাইয়ের দায়িত্বে থাকা লুইস কোর্ট।
লুইস কোর্ট বলেন, ‘এত দিন দেয়ালে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবির জায়গাটি খালি ছিল, যা দৃষ্টিকটু লাগছিল। হোয়াইট হাউস আমাদের কাছে বোর্ডম্যানের আঁকা ছবিটি পাঠিয়েছে প্রায় এক মাস আগে। এখন এটি ঝুলিয়ে দেওয়াই ছিল সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত।’
হোরাবুয়েনার আঁকা এই ছবিটির ভূয়সী প্রশংসা করে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন ট্রাম্প। এত সুন্দর একটি ছবি আঁকার জন্য ধন্যবাদ দেন তাঁকে।
তবে, গ্যালারি অব প্রেসিডেন্টসে প্রেসিডেন্টদের ছবি খুব শিগগিরই সরিয়ে ফেলা হতে পারে। ক্যাপিটল ভবন কর্তৃপক্ষ প্রেসিডেন্টদের ছবির বদলে কলোরাডোর গভর্নরদের ছবি ঝোলানোর কথা ভাবছে। কলোরাডো রাজ্যের দেড় শ বছর পূর্তি উপলক্ষে এই পরিবর্তন আনার কথা ভাবছে অ্যাডভাইজরি কমিটি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমতি নিয়েই তাঁর পছন্দের ছবি ঝোলানো হয়েছে কলোরাডো অঙ্গরাজ্যের পার্লামেন্ট কলোরাডো ক্যাপিটলের গ্যালারি অব প্রেসিডেন্টসের দেয়ালে। নতুন এই ছবিটি এঁকেছেন অ্যারিজোনার শিল্পী ভ্যানেসা হোরাবুয়েনা। হোয়াইট হাউসের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।
এর আগে, ২০১৯ সাল থেকে ডেনভার স্টেট ক্যাপিটল গ্যালারি অব প্রেসিডেন্টসের দেয়ালে ঝোলানো ছিল রঙ-তুলিতে আঁকা আরেকটি ছবি। ছবিটি এঁকেছিলেন ব্রিটিশ চিত্রশিল্পী সারাহ এ বোর্ডম্যান। গত বছর হঠাৎ ওই ছবিটির কঠোর সমালোচনা করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। ছবিটিকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে ওই পোস্টে তিনি লিখেন, ‘মিস বোর্ডম্যানের বয়স হয়ে গেছে। হয় তিনি ছবি আঁকার প্রতিভা হারিয়ে ফেলেছেন, না হয় ইচ্ছে করেই আমার ছবিটি বিকৃত করেছেন—এক কথায় এটি জঘন্য।’
এই পোস্টের একদিনের মাথায় ওই দেয়াল থেকে নামিয়ে ফেলা হয় বোর্ডম্যানের আঁকা ছবিটি। বর্তমানে ওই দেয়ালে যে ছবিটি শোভা পাচ্ছে সেটি প্রায় এক মাস আগে হোয়াইট হাউসের তরফ থেকে উপহার হিসেবে ক্যাপিটল ভবনে পাঠানো হয়। গত বৃহস্পতিবার ভবনের অ্যাডভাইজরি কমিটির বৈঠকে সেটি দেয়ালে ঝোলানোর সিদ্ধান্ত নেন কমিটির শিল্পকর্ম বাছাইয়ের দায়িত্বে থাকা লুইস কোর্ট।
লুইস কোর্ট বলেন, ‘এত দিন দেয়ালে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবির জায়গাটি খালি ছিল, যা দৃষ্টিকটু লাগছিল। হোয়াইট হাউস আমাদের কাছে বোর্ডম্যানের আঁকা ছবিটি পাঠিয়েছে প্রায় এক মাস আগে। এখন এটি ঝুলিয়ে দেওয়াই ছিল সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত।’
হোরাবুয়েনার আঁকা এই ছবিটির ভূয়সী প্রশংসা করে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন ট্রাম্প। এত সুন্দর একটি ছবি আঁকার জন্য ধন্যবাদ দেন তাঁকে।
তবে, গ্যালারি অব প্রেসিডেন্টসে প্রেসিডেন্টদের ছবি খুব শিগগিরই সরিয়ে ফেলা হতে পারে। ক্যাপিটল ভবন কর্তৃপক্ষ প্রেসিডেন্টদের ছবির বদলে কলোরাডোর গভর্নরদের ছবি ঝোলানোর কথা ভাবছে। কলোরাডো রাজ্যের দেড় শ বছর পূর্তি উপলক্ষে এই পরিবর্তন আনার কথা ভাবছে অ্যাডভাইজরি কমিটি।
স্থানীয় সূত্রগুলোর বরাতে রোববার রাতে বিবিসি জানিয়েছে, হামাস ও প্রতিদ্বন্দ্বী গোত্রগুলোর মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। এতে কয়েকজন নিহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক দিনের মধ্যেই এই অভ্যন্তরীণ সংঘাতের আশঙ্কা গভীর হচ্ছে।
৫ ঘণ্টা আগেনতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত। আফগান সরকারের দাবি, গতকাল শনিবার রাতে তাঁদের প্রতিশোধমূলক হামলায় পাকিস্তানের ৫৮ সেনাসদস্যকে হত্যা করা হয়েছে। পাকিস্তানের তরফে তাদের ২৩ সেনা নিহত ও ২৯ জন আহতের কথা স্বীকার করা হয়েছে। একই সঙ্গে দেশটি বলছে, তাদের পাল্টা অভিযানে ‘দুই শতাধিক...
৭ ঘণ্টা আগেভারত সফররত তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার পর এবার বিপরীত ঘটনা ঘটল। রোববার (১২ অক্টোবর) ভারতের নয়াদিল্লিতে আরও একটি সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন মুত্তাকি, যেখানে উপস্থিত ছিলেন নারী সাংবাদিকেরাও। শুধু তা-ই নয়, নারী নিয়ে তিনি বেশ...
৭ ঘণ্টা আগেছত্তিশগড়ের খৈরাগড় জেলার সারাগোন্ডি গ্রামের বৃদ্ধা দেবলা বাই। নিঃসন্তান এই নারী দুই দশক আগে নিজের উঠানে একটি ছোট অশ্বত্থগাছ লাগিয়েছিলেন। স্থানীয়দের ভাষ্য, তিনি গাছটিকে নিজের সন্তানের মতো যত্ন করতেন। নিয়মিত পানি দিতেন, পরিচর্যা করতেন। কিন্তু সম্প্রতি সেই গাছ কেটে ফেলা হয়েছে। ধারণা করা হচ্ছে...
৮ ঘণ্টা আগে