হত্যা করতে সক্ষম এমন রোবট ব্যবহার করতে পুলিশকে অনুমতি দেওয়ার পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরের বোর্ড অব সুপারভাইজার। এর ফলে এখন থেকে শহরটির পুলিশ বিপজ্জনক পরিস্থিতি মোকাবিলায় বিস্ফোরকবাহী রোবট মোতায়েন করতে পারবে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্টপ কিলার রোবটস গ্রুপের কর্মকর্তা ক্যাথরিন কনোলি বলেছেন, এই পদক্ষেপ মানুষকে হত্যা থেকে দূরে রাখার সবচেয়ে খারাপ উপায়। সান ফ্রান্সিসকোর পুলিশ বিভাগ (এসএফপিডি) বিবিসিকে বলেছে, তারা বর্তমানে প্রাণঘাতী অস্ত্র দিয়ে সজ্জিত কোনো রোবট পরিচালনা করে না। তবে ভবিষ্যতে বিশেষ পরিস্থিতি মোকাবিলায় তারা প্রাণঘাতী অস্ত্রসজ্জিত রোবট ব্যবহার করতে পারে।
সান ফ্রান্সিসকো পুলিশের একজন মুখপাত্র বলেছেন, সহিংস, সশস্ত্র বা বিপজ্জনক পরিস্থিতি মোকাবিলার জন্য রোবটগুলোকে বিস্ফোরক দিয়ে সজ্জিত করা হতে পারে। রোবটগুলো সহিংস, সশস্ত্র, বিপজ্জনক ও জীবনের জন্য হুমকি হতে পারে এমন ব্যক্তিকে চিহ্নিত করে তাকে নিষ্ক্রিয় করতে পারে। আইনজীবীরা বলছেন, এই রোবটগুলো শুধু চরম পরিস্থিতিতেই ব্যবহার করা হবে।
তবে বিরোধীরা এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাঁরা বলেছেন, এই পদক্ষেপ পুলিশ বাহিনীকে আরও সামরিকীকরণের দিকে নিয়ে যাবে।
গত মঙ্গলবার নতুন এই ব্যবস্থা অনুমোদনের সময় একটি সংশোধনীও জুড়ে দেওয়া হয়েছে। সংশোধনীতে বলা হয়েছে, কেবল অনন্যোপায় হলেই পুলিশ প্রাণঘাতী এসব রোবট ব্যবহার করতে পারবে। এ ছাড়া অল্প কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাই কেবল এ ধরনের রোবট ব্যবহারের অনুমতি দিতে পারবেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের প্রাণঘাতী রোবট ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরেও ব্যবহার করা হয়েছে। এর আগে ২০১৬ সালে টেক্সাসের ডালাসে পুলিশ একজন স্নাইপারকে হত্যা করতে সি-ফোর বিস্ফোরক দিয়ে সজ্জিত একটি রোবট ব্যবহার করেছিল।
পুলিশের একজন মুখপাত্র বলেছেন, কোন পরিস্থিতি কখন কতটা চরম আকার ধারণ করতে পারে, তা কোনো নীতি দিয়েই অনুমান করা যায় না। এ জন্য পুলিশকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে।
ফেডারেল সরকার স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাহায্য করার জন্য দীর্ঘদিন ধরে সামরিক সরঞ্জাম, ছদ্মবেশী ইউনিফর্ম, বেয়নেট ও সাঁজোয়া যান সরবরাহ করছে। তবে এ বছর ক্যালিফোর্নিয়া প্রশাসনের পাস করা আইনে বলা হয়েছে, নগর পুলিশকে সামরিক সরঞ্জাম সরবরাহ করার কথা বলা হয়েছে।
হত্যা করতে সক্ষম এমন রোবট ব্যবহার করতে পুলিশকে অনুমতি দেওয়ার পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরের বোর্ড অব সুপারভাইজার। এর ফলে এখন থেকে শহরটির পুলিশ বিপজ্জনক পরিস্থিতি মোকাবিলায় বিস্ফোরকবাহী রোবট মোতায়েন করতে পারবে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্টপ কিলার রোবটস গ্রুপের কর্মকর্তা ক্যাথরিন কনোলি বলেছেন, এই পদক্ষেপ মানুষকে হত্যা থেকে দূরে রাখার সবচেয়ে খারাপ উপায়। সান ফ্রান্সিসকোর পুলিশ বিভাগ (এসএফপিডি) বিবিসিকে বলেছে, তারা বর্তমানে প্রাণঘাতী অস্ত্র দিয়ে সজ্জিত কোনো রোবট পরিচালনা করে না। তবে ভবিষ্যতে বিশেষ পরিস্থিতি মোকাবিলায় তারা প্রাণঘাতী অস্ত্রসজ্জিত রোবট ব্যবহার করতে পারে।
সান ফ্রান্সিসকো পুলিশের একজন মুখপাত্র বলেছেন, সহিংস, সশস্ত্র বা বিপজ্জনক পরিস্থিতি মোকাবিলার জন্য রোবটগুলোকে বিস্ফোরক দিয়ে সজ্জিত করা হতে পারে। রোবটগুলো সহিংস, সশস্ত্র, বিপজ্জনক ও জীবনের জন্য হুমকি হতে পারে এমন ব্যক্তিকে চিহ্নিত করে তাকে নিষ্ক্রিয় করতে পারে। আইনজীবীরা বলছেন, এই রোবটগুলো শুধু চরম পরিস্থিতিতেই ব্যবহার করা হবে।
তবে বিরোধীরা এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাঁরা বলেছেন, এই পদক্ষেপ পুলিশ বাহিনীকে আরও সামরিকীকরণের দিকে নিয়ে যাবে।
গত মঙ্গলবার নতুন এই ব্যবস্থা অনুমোদনের সময় একটি সংশোধনীও জুড়ে দেওয়া হয়েছে। সংশোধনীতে বলা হয়েছে, কেবল অনন্যোপায় হলেই পুলিশ প্রাণঘাতী এসব রোবট ব্যবহার করতে পারবে। এ ছাড়া অল্প কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাই কেবল এ ধরনের রোবট ব্যবহারের অনুমতি দিতে পারবেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের প্রাণঘাতী রোবট ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরেও ব্যবহার করা হয়েছে। এর আগে ২০১৬ সালে টেক্সাসের ডালাসে পুলিশ একজন স্নাইপারকে হত্যা করতে সি-ফোর বিস্ফোরক দিয়ে সজ্জিত একটি রোবট ব্যবহার করেছিল।
পুলিশের একজন মুখপাত্র বলেছেন, কোন পরিস্থিতি কখন কতটা চরম আকার ধারণ করতে পারে, তা কোনো নীতি দিয়েই অনুমান করা যায় না। এ জন্য পুলিশকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে।
ফেডারেল সরকার স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাহায্য করার জন্য দীর্ঘদিন ধরে সামরিক সরঞ্জাম, ছদ্মবেশী ইউনিফর্ম, বেয়নেট ও সাঁজোয়া যান সরবরাহ করছে। তবে এ বছর ক্যালিফোর্নিয়া প্রশাসনের পাস করা আইনে বলা হয়েছে, নগর পুলিশকে সামরিক সরঞ্জাম সরবরাহ করার কথা বলা হয়েছে।
ভারত ও পাকিস্তানের সম্পর্ক আবারও উত্তেজনার কেন্দ্রে এসে দাঁড়িয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবস্থানকালে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের একটি মন্তব্যকে ঘিরে এই উত্তেজনা চরম আকার ধারণ করেছে। আসিম মুনির প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনার কথা তুলেছেন, যার কড়া জবাব দিয়েছে ভারত।
১৭ মিনিট আগেপূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্কের বিস্তৃত অঞ্চল নিয়ে গঠিত ডনবাস। এই অঞ্চলটি নিয়ে রাশিয়া ও ইউক্রেনের সংঘাত তীব্র থেকে তীব্রতর হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ডনবাস হারালে তা ইউক্রেনের জন্য ‘বিধ্বংসী পরিণতি’ বয়ে আনতে পারে।
২৫ মিনিট আগেআদালত নির্দেশ দিয়েছেন, প্রত্যেকের নামের সঙ্গে বাদ দেওয়ার কারণও উল্লেখ করতে হবে, যাতে সাধারণ মানুষ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। এর পাশাপাশি আধার কার্ডকে ভোটার তালিকা সংশোধনের বৈধ প্রমাণপত্র হিসেবে স্বীকৃতি দিয়ে একটি আলাদা বিজ্ঞপ্তি জারি করতে হবে। এর মাধ্যমে প্যান, রেশন, ভোটার কার্ডসহ মোট ১১টি বৈ
১ ঘণ্টা আগেট্রাম্প-পুতিন বৈঠকের আগে আলোচনায় এসেছে তাঁদের ‘বৈঠকের স্থান’। বার্তা সংস্থা এপি বলছে, স্নায়ুযুদ্ধের সময় সাবেক সোভিয়েত ইউনিয়নের হুমকি মোকাবিলায় ব্যবহৃত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে পুতিনের সঙ্গে বৈঠক করতে চলেছেন ট্রাম্প।
২ ঘণ্টা আগে