Ajker Patrika

অভ্যুত্থানের উদ্দেশ্যে ক্যাপিটাল হিল দাঙ্গা ঘটিয়েছিলেন ট্রাম্প: তদন্ত 

অভ্যুত্থানের উদ্দেশ্যে ক্যাপিটাল হিল দাঙ্গা ঘটিয়েছিলেন ট্রাম্প: তদন্ত 

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘অভ্যুত্থানের’ উদ্দেশ্যেই গত বছর ক্যাপিটাল হিল দাঙ্গা ঘটিয়েছিলেন। সম্প্রতি ওই দাঙ্গার বিষয়ে কংগ্রেসের একটি তদন্ত কমিটির শুনানিতে এই তথ্য উঠে এসেছে। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। 

কংগ্রেসের ওই তদন্ত কমিটির ভাইস-চেয়ারম্যান ও রিপাবলিকান দলের কংগ্রেসওমেন লিজ চেনি বলেছেন, ‘ট্রাম্প এই হামলায় উসকানি দিয়েছিলেন।’ কমিটির আরেক সদস্য ও ডেমোক্র্যাট দলের সদস্য বেনি থম্পসন বলেছেন, ওই দাঙ্গা আমেরিকার গণতন্ত্রকে হুমকির মুখে ফেলে দিয়েছিল। 
 
এর আগে, ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের আইনসভায় হামলা চালিয়েছিল। 

প্রায় এক বছর এই বিষয়ে তদন্ত চালিয়ে ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ হাউস অব কমনসের সিলেক্ট কমিটি এই মামলার বিষয়ে কথা বলতে সামনে এসেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কমিটি ট্রাম্পের ঘনিষ্ঠ কয়েকজনের সাক্ষাৎকারের ভিডিও ক্লিপ প্রকাশ করে। 

সম্প্রচারিত ওই ভিডিও থেকে দেখা যায়, যুক্তরাষ্ট্রের তৎকালীন অ্যাটর্নি জেনারেল বিল বার বলছেন—তিনি বারবার ট্রাম্পকে বলেছেন যে, ট্রাম্প নির্বাচনে হেরে গিয়েছেন এবং নির্বাচনে জালিয়াতি হয়েছে এই অভিযোগ ভুয়া। 

বিল বার বলেন, ‘আমরা এমন কোনো দুনিয়ায় বাস করতে পারি না যেখানে ক্ষমতাসীন প্রশাসন কোনো তথ্যপ্রমাণ ছাড়াই নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে ক্ষমতায় টিকে থাকতে পারে।’ 

ওই শুনানিতে ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের বক্তব্যও রয়েছে। যেখানে ট্রাম্পের মেয়ে বলেছেন, তিনিও তৎকালীন অ্যাটর্নি জেনারেলের মতো তাঁর বাবার নির্বাচন জালিয়াতির অভিযোগটি পরে প্রত্যাখ্যান করেছিলেন। এবং তিনি বিল বারের সঙ্গে একমত হয়েছিলেন। 

তদন্ত কমিটির ভাইস চেয়ারম্যান লিজ চেনি বলেছেন, ‘যারা আমাদের রাজধানীতে হামলা করেছিল এবং কয়েক ঘণ্টা ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে লড়াই করেছে তাঁরা সবাই ট্রাম্পের দাবি—নির্বাচনে কারচুপি হয়েছে এবং তিনিই যুক্তরাষ্ট্রের বৈধ প্রেসিডেন্ট—দ্বারা উদ্বুদ্ধ হয়েই আক্রমণ করেছিল।’ 

লিজ চেনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প জনতাকে ডেকে এনেছিলেন, সংগঠিত করেছিলেন এবং তাঁদের মধ্যে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিলেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত