যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বন্দুক হামলায় নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় ১১ বছর বয়সী এক মেয়ে শিশু আহত হয়েছে। আহত ওই শিশুর শরীরে সাতটি গুলি লেগেছে। গতকাল রোববার ফ্লোরিডার পোল্ক শহরে ঘটনাটি ঘটে। পোল্ক শহরের শেরিফ (প্রধান আইন কর্মকর্তা) গ্র্যাডি জাড সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান। খবর আল জাজিরার।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুকধারী ওই ব্যক্তির নাম ব্রায়ান রিলে। তাঁর বয়স ৩৩ বছর। তিনি ইরাক ও আফগানিস্তানে যুদ্ধের সময় দেহরক্ষী ও নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করেন।
গ্র্যাডি জাড বলেন, গত শনিবার রাতে ওই বন্দুকধারী বাসভবনে প্রবেশ করে ৪০ বছর বয়সী এক ব্যক্তি, তাঁর স্ত্রী (৩৩) এবং তিন মাস বয়সী এক শিশুকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় ১১ বছর বয়সী এক মেয়ে শিশু আহত হয়। তিনজনকে হত্যা করার পর ওই বাসভবন থেকে বের হওয়ার সময় পাশের একটি বাড়ির ৬২ বছর বয়সী এক বৃদ্ধাকেও গুলি করে হত্যা করেন রিলে। ধারণা করা হচ্ছে, ওই বৃদ্ধা সম্পর্কে মৃত ওই নারীর মা। রিলে শুধু চারজন মানুষকেই হত্যা করেননি তিনি ওই পরিবারের কুকুরটিকেও হত্যা করেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে রিলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন। পুলিশও পাল্টা গুলি ছুড়লে রিলে গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
এমন নৃশংস ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে, হামলাকারী ওই ব্যক্তি মানসিক চাপ ও হতাশায় ভুগছিলেন। তাঁর বান্ধবী তদন্তকারীদের এ কথা জানিয়েছেন। তাঁর বান্ধবী জানান, গত প্রায় এক সপ্তাহ আগে রিলের মানসিক অবস্থার অবনতি হয়। হামলার কয়েক দিন আগে রিলে বলেছিলেন, তিনি ঈশ্বরের সঙ্গে কথা বলেন।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বন্দুক হামলায় নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় ১১ বছর বয়সী এক মেয়ে শিশু আহত হয়েছে। আহত ওই শিশুর শরীরে সাতটি গুলি লেগেছে। গতকাল রোববার ফ্লোরিডার পোল্ক শহরে ঘটনাটি ঘটে। পোল্ক শহরের শেরিফ (প্রধান আইন কর্মকর্তা) গ্র্যাডি জাড সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান। খবর আল জাজিরার।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুকধারী ওই ব্যক্তির নাম ব্রায়ান রিলে। তাঁর বয়স ৩৩ বছর। তিনি ইরাক ও আফগানিস্তানে যুদ্ধের সময় দেহরক্ষী ও নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করেন।
গ্র্যাডি জাড বলেন, গত শনিবার রাতে ওই বন্দুকধারী বাসভবনে প্রবেশ করে ৪০ বছর বয়সী এক ব্যক্তি, তাঁর স্ত্রী (৩৩) এবং তিন মাস বয়সী এক শিশুকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় ১১ বছর বয়সী এক মেয়ে শিশু আহত হয়। তিনজনকে হত্যা করার পর ওই বাসভবন থেকে বের হওয়ার সময় পাশের একটি বাড়ির ৬২ বছর বয়সী এক বৃদ্ধাকেও গুলি করে হত্যা করেন রিলে। ধারণা করা হচ্ছে, ওই বৃদ্ধা সম্পর্কে মৃত ওই নারীর মা। রিলে শুধু চারজন মানুষকেই হত্যা করেননি তিনি ওই পরিবারের কুকুরটিকেও হত্যা করেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে রিলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন। পুলিশও পাল্টা গুলি ছুড়লে রিলে গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
এমন নৃশংস ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে, হামলাকারী ওই ব্যক্তি মানসিক চাপ ও হতাশায় ভুগছিলেন। তাঁর বান্ধবী তদন্তকারীদের এ কথা জানিয়েছেন। তাঁর বান্ধবী জানান, গত প্রায় এক সপ্তাহ আগে রিলের মানসিক অবস্থার অবনতি হয়। হামলার কয়েক দিন আগে রিলে বলেছিলেন, তিনি ঈশ্বরের সঙ্গে কথা বলেন।
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে কোকা-কোলা বর্জনের ঢেউ উঠেছিল। সেই ঢেউয়ের ধাক্কা লেগেছে এবার ইউরোপের দেশ ডেনমার্কেও। দেশটিতে কোকা-কোলা বাজারজাতকারী কোম্পানি কার্লসবার্গ জানিয়েছে, ডেনিশ ভোক্তারা কোকা-কোলা বর্জন করছেন।
৪ ঘণ্টা আগেগাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কয়েকগুণ বেড়েছে ইহুদি ও ইসলামবিদ্বেষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুটি টাস্কফোর্সের অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য।
৫ ঘণ্টা আগেপ্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা দেখার পর তাঁকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন তরুণী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। ম্যাডিসন রুকার্ট নামে ২৩ বছরের ওই তরুণী ঘুমের মধ্যেই তাঁর প্রেমিক জোনাথন মিলারকে গুলি করে হত্যা করেন। এই ঘটনায় ম্যাডিসনের ৩৫ বছরের সাজা হয়েছে।
৫ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মধ্যকার বিবদমান কাশ্মীর সীমান্তের (নিয়ন্ত্রণ রেখা—লাইন অব কন্ট্রোল বা এলওসি) কাছে টহল দিচ্ছিল ভারতীয় রাফাল যুদ্ধবিমান। সেই বিমানগুলো ধাওয়া দিয়ে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
৫ ঘণ্টা আগে