আজকের পত্রিকা ডেস্ক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে এক বহুতল ভবনে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন নিউইয়র্ক পুলিশের এক কর্মকর্তা। তাঁর নাম দিদারুল ইসলাম। ৩৬ বছর বয়সী এই পুলিশ কর্মকর্তা ছিলেন বাংলাদেশি অভিবাসী। কর্তব্য পালন করতে গিয়ে জীবন উৎসর্গ করা এই পুলিশ কর্মকর্তাকে ‘নায়ক’ বলে আখ্যা দিয়েছেন নিউইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামস ও পুলিশ কমিশনার জেসিকা টিশ।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় গতকাল সোমবার। ঘটনাস্থল ছিল নিউইয়র্কের মিডটাউনের একটি অফিস টাওয়ার। পুলিশ জানিয়েছে, এক বন্দুকধারী হঠাৎ করে গুলি চালাতে শুরু করে। এতে দিদারুল ইসলামসহ মোট চারজন নিহত হন। পরে বন্দুকধারী নিজেই আত্মহত্যা করেন।
নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস গতকাল রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আরও একটি নিরর্থক বন্দুক হামলায় আমরা চারজনকে হারিয়েছি। তাঁদের একজন আমাদেরই পুলিশ কর্মকর্তা—অফিসার (দিদারুল) ইসলাম। তিনি জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের রক্ষা করছিলেন।’
মেয়র আরও বলেন, ‘তিনি নিউইয়র্ক শহরকে ভালোবাসতেন। তিনি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতেন। আমি তাঁর পরিবারের সঙ্গে দেখা করেছি। আমি তাঁদের বলেছি, দিদারুল ইসলাম একজন সত্যিকারের নায়ক। আমরা তাঁর আত্মত্যাগকে গভীর শ্রদ্ধা জানাই।’
পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেন, ঘটনার সময় অফিসার দিদারুল ইসলাম একটি বেতনভিত্তিক নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত ছিলেন। এই ধরনের দায়িত্বে পুলিশ অফিসারেরা ইউনিফর্ম পরে বিভিন্ন প্রতিষ্ঠানে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করেন। তিনি বলেন, অফিসার দিদারুল ইসলাম নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলে দায়িত্ব পালন করছিলেন। ঠান্ডা মাথায় তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে। এটা ছিল এক নিঃসন্দেহে নৃশংস হত্যাকাণ্ড।
কমিশনার জানান, দিদারুল ইসলাম ছিলেন একজন পারিবারিক মানুষ। তাঁর দুই শিশুসন্তান রয়েছে। তাঁর স্ত্রী বর্তমানে গর্ভবতী, তাঁদের তৃতীয় সন্তান পৃথিবীতে আসার অপেক্ষায়।
এদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ল এন্ডফোর্সমেন্ট অফিসার্স মেমোরিয়াল ফান্ডের তথ্যমতে, চলতি বছরের প্রথম ছয় মাসে দিদারুল ইসলামকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার অন্তত ৪২ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা দায়িত্ব পালনের সময় প্রাণ হারিয়েছেন।
এই ঘটনা নিউইয়র্ক শহর ও বাংলাদেশি অভিবাসী কমিউনিটিতে শোকের ছায়া ফেলেছে। অনেকে দিদারুল ইসলামের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন—একজন সাহসী পুলিশ কর্মকর্তা হিসেবে, যিনি অন্যদের জীবন বাঁচাতে নিজের জীবন দিয়ে গেছেন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে এক বহুতল ভবনে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন নিউইয়র্ক পুলিশের এক কর্মকর্তা। তাঁর নাম দিদারুল ইসলাম। ৩৬ বছর বয়সী এই পুলিশ কর্মকর্তা ছিলেন বাংলাদেশি অভিবাসী। কর্তব্য পালন করতে গিয়ে জীবন উৎসর্গ করা এই পুলিশ কর্মকর্তাকে ‘নায়ক’ বলে আখ্যা দিয়েছেন নিউইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামস ও পুলিশ কমিশনার জেসিকা টিশ।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় গতকাল সোমবার। ঘটনাস্থল ছিল নিউইয়র্কের মিডটাউনের একটি অফিস টাওয়ার। পুলিশ জানিয়েছে, এক বন্দুকধারী হঠাৎ করে গুলি চালাতে শুরু করে। এতে দিদারুল ইসলামসহ মোট চারজন নিহত হন। পরে বন্দুকধারী নিজেই আত্মহত্যা করেন।
নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস গতকাল রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আরও একটি নিরর্থক বন্দুক হামলায় আমরা চারজনকে হারিয়েছি। তাঁদের একজন আমাদেরই পুলিশ কর্মকর্তা—অফিসার (দিদারুল) ইসলাম। তিনি জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের রক্ষা করছিলেন।’
মেয়র আরও বলেন, ‘তিনি নিউইয়র্ক শহরকে ভালোবাসতেন। তিনি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতেন। আমি তাঁর পরিবারের সঙ্গে দেখা করেছি। আমি তাঁদের বলেছি, দিদারুল ইসলাম একজন সত্যিকারের নায়ক। আমরা তাঁর আত্মত্যাগকে গভীর শ্রদ্ধা জানাই।’
পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেন, ঘটনার সময় অফিসার দিদারুল ইসলাম একটি বেতনভিত্তিক নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত ছিলেন। এই ধরনের দায়িত্বে পুলিশ অফিসারেরা ইউনিফর্ম পরে বিভিন্ন প্রতিষ্ঠানে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করেন। তিনি বলেন, অফিসার দিদারুল ইসলাম নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলে দায়িত্ব পালন করছিলেন। ঠান্ডা মাথায় তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে। এটা ছিল এক নিঃসন্দেহে নৃশংস হত্যাকাণ্ড।
কমিশনার জানান, দিদারুল ইসলাম ছিলেন একজন পারিবারিক মানুষ। তাঁর দুই শিশুসন্তান রয়েছে। তাঁর স্ত্রী বর্তমানে গর্ভবতী, তাঁদের তৃতীয় সন্তান পৃথিবীতে আসার অপেক্ষায়।
এদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ল এন্ডফোর্সমেন্ট অফিসার্স মেমোরিয়াল ফান্ডের তথ্যমতে, চলতি বছরের প্রথম ছয় মাসে দিদারুল ইসলামকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার অন্তত ৪২ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা দায়িত্ব পালনের সময় প্রাণ হারিয়েছেন।
এই ঘটনা নিউইয়র্ক শহর ও বাংলাদেশি অভিবাসী কমিউনিটিতে শোকের ছায়া ফেলেছে। অনেকে দিদারুল ইসলামের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন—একজন সাহসী পুলিশ কর্মকর্তা হিসেবে, যিনি অন্যদের জীবন বাঁচাতে নিজের জীবন দিয়ে গেছেন।
যুক্তরাষ্ট্র ছাড়ছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী অর্থনীতিবিদ দম্পতি, নোবেলজয়ী এস্থার দুফলো ও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) ছেড়ে সুইজারল্যান্ডের জুরিখ বিশ্ববিদ্যালয়ে যোগ দিচ্ছেন। আগামী বছর জুলাই থেকে তাঁরা জুরিখের অর্থনীতি অনুষদে কাজ শুরু করবেন।
২ ঘণ্টা আগেপাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে দুই দেশের সশস্ত্রবাহিনীর মধ্যে তীব্র সংঘাত ছড়িয়ে পড়েছে। পাকিস্তান দাবি করেছে, তারা আফগানিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর ১৯টি চৌকি দখল করেছে। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন।
২ ঘণ্টা আগেগাজা সংকট নিয়ে মিসরের অবকাশযাপন কেন্দ্র শারম আল শেখে আগামীকাল সোমবার অনুষ্ঠিত হচ্ছে ‘শান্তি শীর্ষ সম্মেলন’। এতে সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। সেই সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
৪ ঘণ্টা আগেযুদ্ধবিরতি চুক্তির পর গতকাল শনিবার রাতে তেল আবিবে জিম্মি মুক্তির দাবিতে আয়োজিত এক বিশাল সমাবেশে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ। রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নাম উল্লেখ করতেই জনতা সমস্বরে দুয়োধ্বনি দিতে শুরু করে।
৪ ঘণ্টা আগে