Ajker Patrika

ইউক্রেনে আড়াই শতাধিক ক্ষেপণাস্ত্র মেরেছে রাশিয়া: যুক্তরাষ্ট্র

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ২২: ৫২
ইউক্রেনে আড়াই শতাধিক ক্ষেপণাস্ত্র মেরেছে রাশিয়া: যুক্তরাষ্ট্র

স্থানীয় সময় শনিবার সকাল পর্যন্ত রুশ সেনাবাহিনী ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অন্তত আড়াই শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা শনিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বিষয়টি নিশ্চিত করেছে। 

মার্কিন ওই কর্মকর্তা বলেছেন, ‘শনিবার সকাল পর্যন্ত ইউক্রেনে রাশিয়ার সৈন্যরা অন্তত ২৫০ টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।’ রুশ বাহিনী নিক্ষেপিত ক্ষেপণাস্ত্রগুলোর বেশির ভাগই স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। ওই কর্মকর্তা আরও বলেছেন, ‘ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের বেসামরিক অবকাঠামো ও আবাসিক এলাকায়ও প্রভাব ফেলছে।’ 

তিনি বলেন, ‘আমরা এই মুহূর্তে বলতে পারছি না যে—অবস্থানগুলোকে ইচ্ছাকৃতভাবেই টার্গেট করা হয়েছিল কি না। তবে আমাদের মনে কোনো সন্দেহ নেই যে, বেসামরিক অবকাঠামো ও আবাসিক এলাকাগুলো এ সব ক্ষেপণাস্ত্রের আঘাত ক্ষতিগ্রস্ত হচ্ছে।’ 

ওই কর্মকর্তা আরও জানান, রুশ হামলার ফলে ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে এবং দেশটির ইন্টারনেট ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে। 

তবে শনিবার সকাল পর্যন্ত রাশিয়া ইউক্রেনের কোন কোন এলাকা দখলে নিয়েছে সে বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন। 

এ দিকে ইউক্রেনকে ৩৫ কোটি ডলারের সামরিক সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। এই সহায়তার আওতায় যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অ্যান্টি আর্মার এবং অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেমসহ আরও বেশ কিছু প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহ করবে। শনিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

বাইডেন প্রশাসনের ওই কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ওই সহায়তার আওতায় অ্যান্টি-আর্মার, অ্যান্টি-এয়ারক্রাফট সিস্টেম, বিভিন্ন ছোট অস্ত্র, বিভিন্ন ক্যালিবারের গোলাবারুদ, বডি আর্মার এবং রুশ আক্রমণ মোকাবিলায় সৈন্যদের ব্যক্তিগত সুরক্ষার জন্য প্রয়োজনীয় অ্যান্টি-আরমার এবং অ্যান্টি-এয়ারক্রাফট সিস্টেম, ছোট অস্ত্র এবং বিভিন্ন ক্যালিবার যুদ্ধাস্ত্র, বডি আর্মার, এবং রাশিয়ার বিনা প্ররোচনামূলক আক্রমণের মুখোমুখি ইউক্রেনের ফ্রন্ট-লাইন ডিফেন্ডারদের সমর্থনে সম্পর্কিত সরঞ্জাম সরবরাহ করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেঘমল্লারের জবাবের পর ডাকসু ও বাংলাদেশের রাজনীতি নিয়ে যা লিখলেন শশী থারুর

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের আবেদন করবেন যেভাবে

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন ফখরুল

শ্বশুরবাড়ি যাওয়া হলো না জাবি শিক্ষক মৌমিতার

অনিয়মের অভিযোগ এনে জাকসু নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত