ঢাকা: বিজ্ঞানীরা মনে করেছিলেন এক শতাব্দীরও আগে চেলোনয়েডিস ফ্যান্টাস্টিকাস প্রজাতির দৈত্যাকার কচ্ছপ বিলুপ্ত হয়ে গেছে। তবে জেনেটিক পরীক্ষা করে জানা গেল, প্রশান্ত মহাসাগরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের ফার্নান্দিনা দ্বীপ থেকে ২০১৯ সালে উদ্ধার হওয়া বড় আকারের কচ্ছপটিও এ প্রজাতির। উদ্ধার হওয়া এ কচ্ছপটি নারী। কচ্ছপটির নমুনা একটি পুরুষের অবশেষের সঙ্গে তুলনা করে যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের জিন তত্ত্ববিদরা এ ফল জানান।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ক্যালিফোর্নিয়ার একাডেমি অব সায়েন্সের বিজ্ঞানীরা ২০১৯ সালে উদ্ভিদ ও প্রাণী জগতের ওপর বিস্তৃত সমীক্ষা চালানোর জন্য ২০১৯ সালে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে যান। সেখানেই তাঁরা দৈত্যাকার কচ্ছপ হিসেবে পরিচিত চেলোনয়েডিস ফ্যান্টাস্টিকাস প্রজাতির এ নারী কচ্ছপ দেখতে পান। কচ্ছপটি এনে তাঁরা পরীক্ষার ব্যবস্থা করেন।
সর্বশেষ ১৯০৬ সালে এ প্রজাতির কচ্ছপ দেখা যায়। বিজ্ঞানীরা ধরেই নিয়েছিলেন এ প্রজাতির কোনো সদস্য আর অবশিষ্ট নেই। এমন পরিস্থিতিতে কচ্ছপটি কিছুটা হলেও আশার আলো দেখাল। এ বিষয়ে টুইট করেছেন মার্কিন পরিবেশমন্ত্রী গুস্তাভো মানরিক। বলেছে, এটি প্রায় ১০০ বছর আগে বিলুপ্ত হয়ে গেছে বলে ধারণা করা হয়েছিল! এখনো আশা বেঁচে আছে।
তবে এ কচ্ছপটিও ১০০ বছরের বেশি বয়সী বলে ধারণা বিজ্ঞানীদের।
গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের একটি অংশ যুক্তরাষ্ট্র ও ইকুয়েডরের মধ্যে পড়েছে। এ সুখবরটি উদ্যাপন করেছে ইকুয়েডর। এ দৈত্যাকার নারী কচ্ছপটিকে বর্তমানে সান্তাক্রুজ দ্বীপের একটি প্রজনন কেন্দ্রে রাখা হয়েছে।
ফার্নান্দিনা দ্বীপে পায়ের ছাপ ও মল দেখে বিজ্ঞানীদের ধারণা, বনের মধ্যে এই প্রজাতির আরও কচ্ছপ রয়েছে। গ্যালাপাগোস জাতীয় উদ্যানের পরিচালক দানি রুইদার বরাত দিয়ে বিবিসি জানায়, এ প্রজাতির অন্য সদস্যদের সন্ধানে ফার্নান্দিনা দ্বীপে আবার অভিযান শুরু করা হবে।
ঢাকা: বিজ্ঞানীরা মনে করেছিলেন এক শতাব্দীরও আগে চেলোনয়েডিস ফ্যান্টাস্টিকাস প্রজাতির দৈত্যাকার কচ্ছপ বিলুপ্ত হয়ে গেছে। তবে জেনেটিক পরীক্ষা করে জানা গেল, প্রশান্ত মহাসাগরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের ফার্নান্দিনা দ্বীপ থেকে ২০১৯ সালে উদ্ধার হওয়া বড় আকারের কচ্ছপটিও এ প্রজাতির। উদ্ধার হওয়া এ কচ্ছপটি নারী। কচ্ছপটির নমুনা একটি পুরুষের অবশেষের সঙ্গে তুলনা করে যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের জিন তত্ত্ববিদরা এ ফল জানান।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ক্যালিফোর্নিয়ার একাডেমি অব সায়েন্সের বিজ্ঞানীরা ২০১৯ সালে উদ্ভিদ ও প্রাণী জগতের ওপর বিস্তৃত সমীক্ষা চালানোর জন্য ২০১৯ সালে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে যান। সেখানেই তাঁরা দৈত্যাকার কচ্ছপ হিসেবে পরিচিত চেলোনয়েডিস ফ্যান্টাস্টিকাস প্রজাতির এ নারী কচ্ছপ দেখতে পান। কচ্ছপটি এনে তাঁরা পরীক্ষার ব্যবস্থা করেন।
সর্বশেষ ১৯০৬ সালে এ প্রজাতির কচ্ছপ দেখা যায়। বিজ্ঞানীরা ধরেই নিয়েছিলেন এ প্রজাতির কোনো সদস্য আর অবশিষ্ট নেই। এমন পরিস্থিতিতে কচ্ছপটি কিছুটা হলেও আশার আলো দেখাল। এ বিষয়ে টুইট করেছেন মার্কিন পরিবেশমন্ত্রী গুস্তাভো মানরিক। বলেছে, এটি প্রায় ১০০ বছর আগে বিলুপ্ত হয়ে গেছে বলে ধারণা করা হয়েছিল! এখনো আশা বেঁচে আছে।
তবে এ কচ্ছপটিও ১০০ বছরের বেশি বয়সী বলে ধারণা বিজ্ঞানীদের।
গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের একটি অংশ যুক্তরাষ্ট্র ও ইকুয়েডরের মধ্যে পড়েছে। এ সুখবরটি উদ্যাপন করেছে ইকুয়েডর। এ দৈত্যাকার নারী কচ্ছপটিকে বর্তমানে সান্তাক্রুজ দ্বীপের একটি প্রজনন কেন্দ্রে রাখা হয়েছে।
ফার্নান্দিনা দ্বীপে পায়ের ছাপ ও মল দেখে বিজ্ঞানীদের ধারণা, বনের মধ্যে এই প্রজাতির আরও কচ্ছপ রয়েছে। গ্যালাপাগোস জাতীয় উদ্যানের পরিচালক দানি রুইদার বরাত দিয়ে বিবিসি জানায়, এ প্রজাতির অন্য সদস্যদের সন্ধানে ফার্নান্দিনা দ্বীপে আবার অভিযান শুরু করা হবে।
আজ শুক্রবার বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। আদেশে বলা হয়, আট মাসের অন্তঃসত্ত্বা সোনালি বিবিসহ ওই দুই পরিবারের ছয় সদস্যকে চার সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনতে হবে।
২৮ মিনিট আগেযুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার গাজায় যুদ্ধবিরতি হলে একটি অন্তর্বর্তী কর্তৃপক্ষ চালুর আলোচনা করছেন। এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এমনকি, ওয়াশিংটনে এমন একটি প্রস্তাবও সমর্থন পেয়েছে যেখানে বলা হয়েছে, টনি ব্লেয়ার নিজেই এই কর্তৃপক্ষের নেতৃত্ব দিতে পারেন।
১ ঘণ্টা আগেক্লাউড কম্পিউটিং সফটওয়্যার ব্যবহার করে লাখ লাখ বেসামরিক ফিলিস্তিনিদের ওপর নজরদারির অভিযোগে ইসরায়েলি সামরিক বাহিনীর পরিষেবা সীমিত করছে মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট। গতকাল বৃহস্পতিবার, এক ব্লগ পোস্টে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট এবং ভাইস চেয়ার ব্র্যাড স্মিথ।
১ ঘণ্টা আগেএবার ট্রাম্পের রোষানলে পড়লেন মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন—এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমি। মিথ্যা তথ্য দেওয়া ও বিচার প্রক্রিয়ায় বাধা সৃষ্টির অভিযোগে তাঁর বিরুদ্ধে আদালতে দুটি অভিযোগ গঠন করেছে ভার্জিনিয়ার একটি ফেডারেল গ্র্যান্ড জুরি।
৩ ঘণ্টা আগে