আজকের পত্রিকা ডেস্ক
ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান কোনো উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ নেবে না, তবে ভারত উসকানি দিলে তার দাঁতভাঙা জবাব দেবে।
আজ বুধবার (৩০ এপ্রিল) ইসলামাবাদে ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে তাঁরা প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা লাইন অব কন্ট্রোল (এলওসি) বরাবর ভারতের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত সংঘাত নিয়ে কথা বলেন এবং নয়াদিল্লির বিরুদ্ধে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ আনেন।
২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্ক তলানিতে নেমে গেছে। ওই হামলায় ২৬ জন নিহত হন, যাঁদের অধিকাংশই ছিলেন পর্যটক। ২০০০ সালের পর বিতর্কিত হিমালয় অঞ্চলে বেসামরিক নাগরিকদের ওপর এটি ছিল প্রাণঘাতী সশস্ত্র হামলাগুলোর মধ্যে অন্যতম।
হামলার পর কাশ্মীর রেজিস্ট্যান্স, যারা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামেও পরিচিত, প্রাথমিকভাবে দায় স্বীকার করলেও পরে ‘দ্ব্যর্থহীনভাবে’ জড়িত থাকার কথা অস্বীকার করে। কিন্তু এই ঘটনার পর নয়াদিল্লি কোনো প্রমাণ না দিয়েই ইঙ্গিত দেয়, পাকিস্তান হামলাকারীদের মদদ দিয়েছে। ভারতের এমন অভিযোগ ইসলামাবাদ দৃঢ়ভাবে অস্বীকার করেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পেহেলগাম হামলার পর ভারতের তৈরি করা ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উসকানিমূলক পরিবেশ’ সমগ্র অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। তিনি বলেন, ‘বিশ্বনেতারা সাম্প্রতিক দিনগুলোতে সংযমী হওয়ার অনুরোধ করে আসছেন। আমি সরকার এবং জাতির পক্ষ থেকে স্পষ্ট করে দিয়েছি, উত্তেজনা বাড়ে আগেই এমন কোনো পদক্ষেপ পাকিস্তান নেবে না। তবে ভারতের পক্ষ থেকে যেকোনো পদক্ষেপ নিলে আমরা শক্তিশালী জবাব দেব।’
ইসহাক দার আরও বলেন, ‘আমি আবারও বলতে চাই, পাকিস্তান সন্ত্রাসবাদের নিন্দা করে। কোনো কারণ বা উদ্দেশ্যে নিরীহ মানুষের জীবন কেড়ে নেওয়া আমাদের জাতীয় ও ইসলামিক নীতির বিরোধী। কোরআন অনুযায়ী একজন মানুষকে হত্যা করা সমগ্র মানবজাতিকে হত্যা করার সমতুল্য এবং একটি জীবন বাঁচানো সমগ্র মানবজাতিকে বাঁচানোর সমতুল্য।’
ইসহাক বলেন, ‘নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। বিশ্বের যেখানেই এমন ঘটনা ঘটছে, পাকিস্তান এই কথাই বলেছে। পেহেলগামের হামলায় প্রাণহানি নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা নিহতদের প্রতি সমবেদনা জানাই। আমরা নিজে সন্ত্রাসবাদের শিকার, আমরা বুঝি এর যন্ত্রণা কেমন।’
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন বাহিনীর প্রধান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন। ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, গতকালের ওই বৈঠকে ভারতের সশস্ত্র বাহিনীর সক্ষমতার ওপর পূর্ণ আস্থা জানিয়েছেন নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ভারতের পক্ষ থেকে জবাব দেওয়ার সময়, লক্ষ্যবস্তু নির্ধারণ এবং কোন প্রক্রিয়ায় জবাব দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর ‘পূর্ণ স্বাধীনতা’ রয়েছে।
আরও পড়ুন:
ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান কোনো উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ নেবে না, তবে ভারত উসকানি দিলে তার দাঁতভাঙা জবাব দেবে।
আজ বুধবার (৩০ এপ্রিল) ইসলামাবাদে ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে তাঁরা প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা লাইন অব কন্ট্রোল (এলওসি) বরাবর ভারতের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত সংঘাত নিয়ে কথা বলেন এবং নয়াদিল্লির বিরুদ্ধে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ আনেন।
২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্ক তলানিতে নেমে গেছে। ওই হামলায় ২৬ জন নিহত হন, যাঁদের অধিকাংশই ছিলেন পর্যটক। ২০০০ সালের পর বিতর্কিত হিমালয় অঞ্চলে বেসামরিক নাগরিকদের ওপর এটি ছিল প্রাণঘাতী সশস্ত্র হামলাগুলোর মধ্যে অন্যতম।
হামলার পর কাশ্মীর রেজিস্ট্যান্স, যারা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামেও পরিচিত, প্রাথমিকভাবে দায় স্বীকার করলেও পরে ‘দ্ব্যর্থহীনভাবে’ জড়িত থাকার কথা অস্বীকার করে। কিন্তু এই ঘটনার পর নয়াদিল্লি কোনো প্রমাণ না দিয়েই ইঙ্গিত দেয়, পাকিস্তান হামলাকারীদের মদদ দিয়েছে। ভারতের এমন অভিযোগ ইসলামাবাদ দৃঢ়ভাবে অস্বীকার করেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পেহেলগাম হামলার পর ভারতের তৈরি করা ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উসকানিমূলক পরিবেশ’ সমগ্র অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। তিনি বলেন, ‘বিশ্বনেতারা সাম্প্রতিক দিনগুলোতে সংযমী হওয়ার অনুরোধ করে আসছেন। আমি সরকার এবং জাতির পক্ষ থেকে স্পষ্ট করে দিয়েছি, উত্তেজনা বাড়ে আগেই এমন কোনো পদক্ষেপ পাকিস্তান নেবে না। তবে ভারতের পক্ষ থেকে যেকোনো পদক্ষেপ নিলে আমরা শক্তিশালী জবাব দেব।’
ইসহাক দার আরও বলেন, ‘আমি আবারও বলতে চাই, পাকিস্তান সন্ত্রাসবাদের নিন্দা করে। কোনো কারণ বা উদ্দেশ্যে নিরীহ মানুষের জীবন কেড়ে নেওয়া আমাদের জাতীয় ও ইসলামিক নীতির বিরোধী। কোরআন অনুযায়ী একজন মানুষকে হত্যা করা সমগ্র মানবজাতিকে হত্যা করার সমতুল্য এবং একটি জীবন বাঁচানো সমগ্র মানবজাতিকে বাঁচানোর সমতুল্য।’
ইসহাক বলেন, ‘নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। বিশ্বের যেখানেই এমন ঘটনা ঘটছে, পাকিস্তান এই কথাই বলেছে। পেহেলগামের হামলায় প্রাণহানি নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা নিহতদের প্রতি সমবেদনা জানাই। আমরা নিজে সন্ত্রাসবাদের শিকার, আমরা বুঝি এর যন্ত্রণা কেমন।’
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন বাহিনীর প্রধান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন। ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, গতকালের ওই বৈঠকে ভারতের সশস্ত্র বাহিনীর সক্ষমতার ওপর পূর্ণ আস্থা জানিয়েছেন নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ভারতের পক্ষ থেকে জবাব দেওয়ার সময়, লক্ষ্যবস্তু নির্ধারণ এবং কোন প্রক্রিয়ায় জবাব দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর ‘পূর্ণ স্বাধীনতা’ রয়েছে।
আরও পড়ুন:
বিশ্ব এখন ‘বহু মেরু যুগে’ প্রবেশ করছে, যেখানে আর কোনো একক শক্তি তাদের নিয়ম চাপিয়ে দিতে পারবে না। গতকাল বৃহস্পতিবার ভালদাই ফোরামে দেওয়া বক্তৃতায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ মন্তব্য করেন। তিনি ইউরোপকে সামরিকীকরণের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন। ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার জন্য
৬ মিনিট আগেগাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রায় ৪২ হাজার মানুষ জীবন বদলে দেওয়া আঘাতের শিকার হয়েছে। সহজ ভাষায় বললে, তাদের শরীরের অঙ্গ–প্রত্যঙ্গ এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যা আর কখনোই স্বাভাবিক অবস্থায় ফিরবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এত সাম্প্রতিক প্রতিবেদনে এই দুঃখজনক তথ্য প্রকাশিত হয়ে
২৯ মিনিট আগেগ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪৭০ জনেরও বেশি অধিকারকর্মীকে ফেরত পাঠানোর সব প্রস্তুতি নিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। টাইমস অব ইসরায়েলের খবর অনুযায়ী, ইসরায়েলি পুলিশ নিশ্চিত করেছে, এই বিশাল সংখ্যক অধিকারকর্মীকে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।
৪৩ মিনিট আগেসোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির আটক ফ্রিডম ফ্লোটিলা কর্মীদের ‘সন্ত্রাসী’ বলে তিরস্কার করছেন। ঘটনাটি ইসরায়েলের আশদোদ বন্দরে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। কুদস নিউজ নেটওয়ার্কের এক্স হ্যান্ডলে প্রকাশিত ভিডিওতে...
১ ঘণ্টা আগে