অনলাইন ডেস্ক
ভারত আমেরিকান মদে ১৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। শুধু মদ নয়, আমেরিকান বিভিন্ন কৃষিপণ্যের ওপরও ভারত ১০০ শতাংশ শুল্ক আরোপ করেছে বলে অভিযোগ করেন লেভিট। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে লেভিট বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারস্পরিক ন্যায্য বাণিজ্যনীতিতে বিশ্বাস করেন এবং তিনি চান, আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় ভারসাম্য আসুক। শুধু ভারত নয়, জাপানও আমাদের কৃষিপণ্যের ওপর উচ্চ হারে শুল্ক আরোপ করেছে, যেমন জাপান মার্কিন চালের ওপর ৭০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে। কিন্তু আপনারা চিন্তা করবেন না। মার্কিন ব্যবসায়ী ও শ্রমিকদের স্বার্থরক্ষার জন্য আমাদের একজন প্রেসিডেন্ট রয়েছেন।’
শুধু ভারত নয়, কানাডার বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তুলেছেন লেভিট। তিনি বলেন, ‘কানাডা বহু বছর ধরে আমেরিকাকে শোষণ করেছে। তারা আমাদের দুগ্ধজাত পণ্যের ওপর প্রায় ৩০০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যা অন্যায্য।’
ট্রাম্প প্রশাসনের মতে, কানাডা, মেক্সিকো ও চীন দীর্ঘদিন ধরে শুল্কনীতির মাধ্যমে মার্কিন অর্থনীতি ও ব্যবসায়ীদের বিপাকে ফেলছে। ফলে ট্রাম্প সরকার এসব দেশের ওপর নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে।
সম্প্রতি এক ভাষণে ট্রাম্প দাবি করেছেন, উচ্চ শুল্কের কারণে ভারতে কিছুই বিক্রি করা যায় না। তবে তিনি বলেন, ভারত এখন শুল্ক কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। কারণ, ট্রাম্প প্রশাসন প্রথমবারের মতো এ ইস্যুতে বন্ধু মোদির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে।
ট্রাম্প ইতিমধ্যে কানাডা ও মেক্সিকোর ওপর নতুন শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ভবিষ্যতে এই শুল্ক আরও বাড়তে পারে। তাঁর মতে, ‘বহু বছর ধরে বৈশ্বিক শক্তিগুলো আমেরিকাকে শোষণ করেছে, কিন্তু এখন সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার সময় এসেছে।’
বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্প প্রশাসনের নতুন বাণিজ্যনীতি মার্কিন ব্যবসায়ীদের জন্য কিছুটা স্বস্তির হলেও আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে। এই ইস্যুর ফলে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ভিন্ন দিকে মোড় নিতে পারে।
ভারত আমেরিকান মদে ১৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। শুধু মদ নয়, আমেরিকান বিভিন্ন কৃষিপণ্যের ওপরও ভারত ১০০ শতাংশ শুল্ক আরোপ করেছে বলে অভিযোগ করেন লেভিট। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে লেভিট বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারস্পরিক ন্যায্য বাণিজ্যনীতিতে বিশ্বাস করেন এবং তিনি চান, আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় ভারসাম্য আসুক। শুধু ভারত নয়, জাপানও আমাদের কৃষিপণ্যের ওপর উচ্চ হারে শুল্ক আরোপ করেছে, যেমন জাপান মার্কিন চালের ওপর ৭০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে। কিন্তু আপনারা চিন্তা করবেন না। মার্কিন ব্যবসায়ী ও শ্রমিকদের স্বার্থরক্ষার জন্য আমাদের একজন প্রেসিডেন্ট রয়েছেন।’
শুধু ভারত নয়, কানাডার বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তুলেছেন লেভিট। তিনি বলেন, ‘কানাডা বহু বছর ধরে আমেরিকাকে শোষণ করেছে। তারা আমাদের দুগ্ধজাত পণ্যের ওপর প্রায় ৩০০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যা অন্যায্য।’
ট্রাম্প প্রশাসনের মতে, কানাডা, মেক্সিকো ও চীন দীর্ঘদিন ধরে শুল্কনীতির মাধ্যমে মার্কিন অর্থনীতি ও ব্যবসায়ীদের বিপাকে ফেলছে। ফলে ট্রাম্প সরকার এসব দেশের ওপর নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে।
সম্প্রতি এক ভাষণে ট্রাম্প দাবি করেছেন, উচ্চ শুল্কের কারণে ভারতে কিছুই বিক্রি করা যায় না। তবে তিনি বলেন, ভারত এখন শুল্ক কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। কারণ, ট্রাম্প প্রশাসন প্রথমবারের মতো এ ইস্যুতে বন্ধু মোদির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে।
ট্রাম্প ইতিমধ্যে কানাডা ও মেক্সিকোর ওপর নতুন শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ভবিষ্যতে এই শুল্ক আরও বাড়তে পারে। তাঁর মতে, ‘বহু বছর ধরে বৈশ্বিক শক্তিগুলো আমেরিকাকে শোষণ করেছে, কিন্তু এখন সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার সময় এসেছে।’
বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্প প্রশাসনের নতুন বাণিজ্যনীতি মার্কিন ব্যবসায়ীদের জন্য কিছুটা স্বস্তির হলেও আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে। এই ইস্যুর ফলে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ভিন্ন দিকে মোড় নিতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
১ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
২ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৩ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
৫ ঘণ্টা আগে