আজকের পত্রিকা ডেস্ক
চেলসির ক্লাব বিশ্বকাপ জয়ের উদ্যাপনে ভাগ বসালেন এক অপ্রত্যাশিত অতিথি—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে ট্রফি জিতে নেয় চেলসি। পরে চেলসি খেলোয়াড়দের হাতে যখন মাঠে ট্রফি তুলে দেওয়া হচ্ছিল, তখন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে হঠাৎই হাজির হন ট্রাম্প।
বিবিসির তথ্য অনুযায়ী, ট্রফি দেওয়ার পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ট্রাম্পকে মঞ্চ ছাড়ার অনুরোধ জানালেও তিনি কিছু সময় চেলসির ক্যাপ্টেন রিস জেমস ও গোলকিপার রবার্ট সানচেজের পাশে থেকে যান। শুধু তা-ই নয়, খেলোয়াড়েরা ট্রফি উঁচিয়ে ধরে যখন উদ্যাপন করছিলেন, তখন ট্রাম্পকেও উচ্ছ্বাসের সঙ্গে তাঁদের মধ্যে দাঁড়িয়ে করতালি দিতে দেখা যায়।
রীতি অনুযায়ী, ট্রফি নিয়ে বিজয়ী দল ছবি তুলবে, এটাই স্বাভাবিক। কিন্তু ট্রাম্পের অনাহূত উপস্থিতির ফলে চেলসির খেলোয়াড়েরা তাঁকে রেখেই ছবি তুলতে বাধ্য হন।
ম্যাচে দুটি গোল ও একটি অ্যাসিস্ট করে দলের জয়ে বড় ভূমিকা রাখা কোল পামার ট্রাম্পের অদ্ভুত উপস্থিতি নিয়ে বলেন, ‘জানতাম উনি মাঠে থাকবেন। কিন্তু ভাবিনি ট্রফি নেওয়ার সময় স্টেজে থাকবেন। তাই একটু বিভ্রান্ত লাগছিল।’
আরেক খেলোয়াড় লেভি কলউইল বলেন, ‘আমাকে বলা হয়েছিল, উনি ট্রফি তুলে দেবেন এবং তারপর মঞ্চ ছেড়ে যাবেন। কিন্তু উনি তো থেকে গেলেন!’
এই ব্যাপারে চেলসির অধিনায়ক রিস জেমস বলেন, ‘সত্যি বলতে চারপাশে এত আওয়াজ ছিল যে উনি কী বললেন, সবটা শুনতে পারিনি। তিনি শুধু অভিনন্দন জানালেন এবং এই মুহূর্তটা উপভোগ করতে বললেন।’
উল্লেখ্য, অনুষ্ঠানে উপস্থিত অনেক দর্শকই ইংল্যান্ড ও ফ্রান্স থেকে এসেছিলেন। ফলে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ওই মাঠে যখন ট্রাম্প প্রবেশ করেছিলেন, তখন দর্শকসারি থেকে প্রবলভাবে তাঁর উদ্দেশে দুয়োধ্বনি দেওয়া হয়।
চেলসির ক্লাব বিশ্বকাপ জয়ের উদ্যাপনে ভাগ বসালেন এক অপ্রত্যাশিত অতিথি—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে ট্রফি জিতে নেয় চেলসি। পরে চেলসি খেলোয়াড়দের হাতে যখন মাঠে ট্রফি তুলে দেওয়া হচ্ছিল, তখন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে হঠাৎই হাজির হন ট্রাম্প।
বিবিসির তথ্য অনুযায়ী, ট্রফি দেওয়ার পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ট্রাম্পকে মঞ্চ ছাড়ার অনুরোধ জানালেও তিনি কিছু সময় চেলসির ক্যাপ্টেন রিস জেমস ও গোলকিপার রবার্ট সানচেজের পাশে থেকে যান। শুধু তা-ই নয়, খেলোয়াড়েরা ট্রফি উঁচিয়ে ধরে যখন উদ্যাপন করছিলেন, তখন ট্রাম্পকেও উচ্ছ্বাসের সঙ্গে তাঁদের মধ্যে দাঁড়িয়ে করতালি দিতে দেখা যায়।
রীতি অনুযায়ী, ট্রফি নিয়ে বিজয়ী দল ছবি তুলবে, এটাই স্বাভাবিক। কিন্তু ট্রাম্পের অনাহূত উপস্থিতির ফলে চেলসির খেলোয়াড়েরা তাঁকে রেখেই ছবি তুলতে বাধ্য হন।
ম্যাচে দুটি গোল ও একটি অ্যাসিস্ট করে দলের জয়ে বড় ভূমিকা রাখা কোল পামার ট্রাম্পের অদ্ভুত উপস্থিতি নিয়ে বলেন, ‘জানতাম উনি মাঠে থাকবেন। কিন্তু ভাবিনি ট্রফি নেওয়ার সময় স্টেজে থাকবেন। তাই একটু বিভ্রান্ত লাগছিল।’
আরেক খেলোয়াড় লেভি কলউইল বলেন, ‘আমাকে বলা হয়েছিল, উনি ট্রফি তুলে দেবেন এবং তারপর মঞ্চ ছেড়ে যাবেন। কিন্তু উনি তো থেকে গেলেন!’
এই ব্যাপারে চেলসির অধিনায়ক রিস জেমস বলেন, ‘সত্যি বলতে চারপাশে এত আওয়াজ ছিল যে উনি কী বললেন, সবটা শুনতে পারিনি। তিনি শুধু অভিনন্দন জানালেন এবং এই মুহূর্তটা উপভোগ করতে বললেন।’
উল্লেখ্য, অনুষ্ঠানে উপস্থিত অনেক দর্শকই ইংল্যান্ড ও ফ্রান্স থেকে এসেছিলেন। ফলে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ওই মাঠে যখন ট্রাম্প প্রবেশ করেছিলেন, তখন দর্শকসারি থেকে প্রবলভাবে তাঁর উদ্দেশে দুয়োধ্বনি দেওয়া হয়।
নেপালের খ্যাতনামা চক্ষু বিশেষজ্ঞ ডা. সন্দুক রুইত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি তাঁর রোগীদের ছেড়ে মন্ত্রী হতে চান না। মঙ্গলবার সকালে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি কাঠমান্ডুর তিলগঙ্গা চক্ষু ইনস্টিটিউটে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশে পদ্মার রুপালি ইলিশ নামে পরিচিত হলেও উৎসবের মৌসুমে সীমান্ত পেরিয়ে কলকাতায় তা এখন সোনালি আশীর্বাদ। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে গতকাল বুধবার রাত থেকে সীমান্ত পেরিয়ে এ দেশে ঢুকতে শুরু করেছে ইলিশ। কয়েক দিন ধরেই জল্পনা চলছিল, দুর্গাপূজার সময়ে আদৌ কি পাওয়া যাবে পদ্মার ইলিশ, নাকি এ বছরেও আগের
১ ঘণ্টা আগেব্রিটিশ লেবার এমপি টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতেই বাংলাদেশে তাঁর বিরুদ্ধে একটি দুর্নীতির মামলা বিচারাধীন। অতীতে তিনি বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রও (এনআইডি) গ্রহণ করেছিলেন। ঢাকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এমন দাবির পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যভিত্তিক দ্য টাইমস বলেছে, টিউলিপ অতীতে যেসব...
২ ঘণ্টা আগেরক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ডের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বামপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে নতুন পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। গতকাল বুধবার ফ্যাসিবাদবিরোধী ‘অ্যান্টিফা’ আন্দোলনকে তিনি একটি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছেন।
৩ ঘণ্টা আগে