আজকের পত্রিকা ডেস্ক
বিদায় নিতে যাচ্ছে ঘটনাবহুল ২০২৩ সাল। এই ১২ মাসে আন্তর্জাতিক রাজনৈতিক মঞ্চে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং অন্য বড় গণতান্ত্রিক দেশগুলো বেশ কিছু বিপত্তিতে পড়েছে, যা পশ্চিমাদের জন্য বেশ অস্বস্তিকর। তাতে এখন পর্যন্ত কেউই বড় ধরনের বিপর্যয়ে পড়েনি ঠিকই, কিন্তু এসব বিপত্তি যুক্তরাষ্ট্রের আধিপত্যময় ক্ষমতাকাঠামোর ভারসাম্যে চিড় ধরার ইঙ্গিত দিচ্ছে।
বেশ কয়েকটি দিক থেকেই পশ্চিমা স্বার্থের বিপক্ষে বাতাস বইতে শুরু করেছে। এর মধ্যে প্রথমেই আসে ইউক্রেনের বিষয়টি। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ‘সামরিক অভিযানের’ নামে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। কৃষ্ণসাগরে সম্প্রতি কিছু সাফল্য পেলেও ইউক্রেনের জন্য যুদ্ধ ভালো যাচ্ছে না। তার মানে এটা ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের জন্য সুখবর নয়, যারা ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টায় সব ধরনের সমর্থন দিয়েছে এবং দেশটির অর্থনীতি সচল রাখতে কয়েক শ বিলিয়ন ডলারের অর্থসহায়তার জোগান দিয়েছে। তারা মনে করেছিল তাদের দেওয়া অত্যাধুনিক সামরিক সরঞ্জাম এবং নিবিড় প্রশিক্ষণ ইউক্রেনকে বাড়তি সুবিধা দেবে। বাস্তবে হয়েছে উল্টোটা।
এদিকে পশ্চিমাদের জন্য আরেকটা অস্বস্তিকর বিষয় চলমান ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ। গত ৭ অক্টোবর হামাস হামলা চালানোর পরপরই ইসরায়েল গাজায় সব দিক থেকে ভয়াবহ হামলা চালায় এবং এতে প্রতিদিনই ফিলিস্তিনি মারা পড়ছে। এটাও যুক্তরাষ্ট্র, বিশেষ করে পশ্চিমাদের জন্য খারাপ। এটা ন্যাটোর ঘনিষ্ঠ মিত্র ইউক্রেন থেকে বৈশ্বিক মনোযোগ অন্যত্র সরিয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তাও কিয়েভ থেকে ইসরায়েলের দিকে প্রবাহিত করেছে।
আবার এ যুদ্ধের কারণে বেশির ভাগ মানুষ বিশেষ করে মুসলিমদের চোখে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ভিলেন হিসেবে হাজির হয়েছে। কারণ গাজা ইস্যুতে জাতিসংঘে আনা প্রস্তাবে তারা ইসরায়েলকেই সুরক্ষা দিয়েছে।
অন্যদিকে ইরান নিয়েও পশ্চিমাদের অস্বস্তি চরমে। গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির কারণে ইরান পশ্চিমাদের সন্দেহের তালিকায়, যা তারা বরাবরই অস্বীকার করে। এ ছাড়া পশ্চিমা জোরালো প্রচেষ্টা ও নজরদারি বাড়ানো সত্ত্বেও তারা ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন এবং গাজায় বিভিন্ন প্রক্সি গোষ্ঠীকে অর্থসহায়তা, অস্ত্র এবং প্রশিক্ষণ দিচ্ছে।
পশ্চিমাদের অস্বস্তি আছে পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চল নিয়েও। এই অঞ্চলের দেশগুলো একের পর এক সেনা অভ্যুত্থানে জর্জরিত। ফলে সেখান থেকে ইউরোপীয় শক্তিগুলোকে প্রত্যাহার করতে দেখা গেছে, যারা ওই অঞ্চলে জঙ্গি গোষ্ঠীগুলোকে দমনে সাহায্য করছিল।
চীন নিয়েও অস্বস্তি কাটেনি পশ্চিমাদের। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে সফল শীর্ষ সম্মেলনে এ বছর দুই দেশের উত্তেজনা কিছুটা প্রশমন হয়েছে। তবে চীন দক্ষিণ চীন সাগরের ওপর দাবির বিষয়ে পিছিয়ে আসার কোনো লক্ষণ দেখায়নি। কিংবা তাইওয়ানের দাবি থেকেও সরে আসেনি। এ ছাড়া উত্তর কোরিয়া নিয়ে তো অস্বস্তি আছেই।
বিদায় নিতে যাচ্ছে ঘটনাবহুল ২০২৩ সাল। এই ১২ মাসে আন্তর্জাতিক রাজনৈতিক মঞ্চে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং অন্য বড় গণতান্ত্রিক দেশগুলো বেশ কিছু বিপত্তিতে পড়েছে, যা পশ্চিমাদের জন্য বেশ অস্বস্তিকর। তাতে এখন পর্যন্ত কেউই বড় ধরনের বিপর্যয়ে পড়েনি ঠিকই, কিন্তু এসব বিপত্তি যুক্তরাষ্ট্রের আধিপত্যময় ক্ষমতাকাঠামোর ভারসাম্যে চিড় ধরার ইঙ্গিত দিচ্ছে।
বেশ কয়েকটি দিক থেকেই পশ্চিমা স্বার্থের বিপক্ষে বাতাস বইতে শুরু করেছে। এর মধ্যে প্রথমেই আসে ইউক্রেনের বিষয়টি। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ‘সামরিক অভিযানের’ নামে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। কৃষ্ণসাগরে সম্প্রতি কিছু সাফল্য পেলেও ইউক্রেনের জন্য যুদ্ধ ভালো যাচ্ছে না। তার মানে এটা ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের জন্য সুখবর নয়, যারা ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টায় সব ধরনের সমর্থন দিয়েছে এবং দেশটির অর্থনীতি সচল রাখতে কয়েক শ বিলিয়ন ডলারের অর্থসহায়তার জোগান দিয়েছে। তারা মনে করেছিল তাদের দেওয়া অত্যাধুনিক সামরিক সরঞ্জাম এবং নিবিড় প্রশিক্ষণ ইউক্রেনকে বাড়তি সুবিধা দেবে। বাস্তবে হয়েছে উল্টোটা।
এদিকে পশ্চিমাদের জন্য আরেকটা অস্বস্তিকর বিষয় চলমান ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ। গত ৭ অক্টোবর হামাস হামলা চালানোর পরপরই ইসরায়েল গাজায় সব দিক থেকে ভয়াবহ হামলা চালায় এবং এতে প্রতিদিনই ফিলিস্তিনি মারা পড়ছে। এটাও যুক্তরাষ্ট্র, বিশেষ করে পশ্চিমাদের জন্য খারাপ। এটা ন্যাটোর ঘনিষ্ঠ মিত্র ইউক্রেন থেকে বৈশ্বিক মনোযোগ অন্যত্র সরিয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তাও কিয়েভ থেকে ইসরায়েলের দিকে প্রবাহিত করেছে।
আবার এ যুদ্ধের কারণে বেশির ভাগ মানুষ বিশেষ করে মুসলিমদের চোখে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ভিলেন হিসেবে হাজির হয়েছে। কারণ গাজা ইস্যুতে জাতিসংঘে আনা প্রস্তাবে তারা ইসরায়েলকেই সুরক্ষা দিয়েছে।
অন্যদিকে ইরান নিয়েও পশ্চিমাদের অস্বস্তি চরমে। গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির কারণে ইরান পশ্চিমাদের সন্দেহের তালিকায়, যা তারা বরাবরই অস্বীকার করে। এ ছাড়া পশ্চিমা জোরালো প্রচেষ্টা ও নজরদারি বাড়ানো সত্ত্বেও তারা ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন এবং গাজায় বিভিন্ন প্রক্সি গোষ্ঠীকে অর্থসহায়তা, অস্ত্র এবং প্রশিক্ষণ দিচ্ছে।
পশ্চিমাদের অস্বস্তি আছে পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চল নিয়েও। এই অঞ্চলের দেশগুলো একের পর এক সেনা অভ্যুত্থানে জর্জরিত। ফলে সেখান থেকে ইউরোপীয় শক্তিগুলোকে প্রত্যাহার করতে দেখা গেছে, যারা ওই অঞ্চলে জঙ্গি গোষ্ঠীগুলোকে দমনে সাহায্য করছিল।
চীন নিয়েও অস্বস্তি কাটেনি পশ্চিমাদের। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে সফল শীর্ষ সম্মেলনে এ বছর দুই দেশের উত্তেজনা কিছুটা প্রশমন হয়েছে। তবে চীন দক্ষিণ চীন সাগরের ওপর দাবির বিষয়ে পিছিয়ে আসার কোনো লক্ষণ দেখায়নি। কিংবা তাইওয়ানের দাবি থেকেও সরে আসেনি। এ ছাড়া উত্তর কোরিয়া নিয়ে তো অস্বস্তি আছেই।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর বর্তমান স্ত্রী জিল বাইডেনের কন্যা অ্যাশলি বাইডেন তাঁর ১৩ বছরের দাম্পত্যজীবনের ইতি টানতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) ৪৪ বছর বয়সী অ্যাশলি ফিলাডেলফিয়ার কোর্ট অব কমন প্লিসে এই আবেদন দাখিল করেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে দেশটির প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম এক্স মাধ্যমে পরপর তিনটি পোস্ট দিয়েছেন। এসব পোস্টে তিনি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কৌশলগত সহযোগিতা জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেছেন।
২ ঘণ্টা আগেইউক্রেনের সীমানা জোর করে পরিবর্তন করা যাবে না বলে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। এই সতর্কতা এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ইউক্রেন ইস্যুতে আসন্ন আলাস্কা সম্মেলনের তিন দিন আগে।
২ ঘণ্টা আগেইউক্রেন যুদ্ধের কারণে শ্রমিকসংকট মোকাবিলায় হাজার হাজার উত্তর কোরিয়ানকে রাশিয়ায় পাঠানো হয়েছে। তবে বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে, রাশিয়ায় পৌঁছানোর পর দাসের মতো শর্তে কাজ করানো হচ্ছে উত্তর কোরিয়ার শ্রমিকদের।
৩ ঘণ্টা আগে