Ajker Patrika

রাশিয়ার নতুন মিডিয়া আইনের নিন্দা জানাল যুক্তরাষ্ট্র

আপডেট : ০৬ মার্চ ২০২২, ১১: ৩২
রাশিয়ার নতুন মিডিয়া আইনের নিন্দা জানাল যুক্তরাষ্ট্র

রুশ সেনাদের নিয়ে ‘ভুল খবর’ ছড়ালে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের বিধান রেখে গত শুক্রবার আইন পাস করে রাশিয়ার সংসদ। রাশিয়ার নতুন এই মিডিয়া আইনের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র এমিলি হর্ন এক বিবৃতিতে বলেছেন, ‘সাংবাদিকদের জন্য ১৫ বছর পর্যন্ত কারাদণ্ডের হুমকি দিয়ে একটি আইন অনুমোদন করেছে রাশিয়া। রাশিয়ান ফেডারেশন কাউন্সিলের এই পদক্ষেপের আমরা নিন্দা করছি।’

বিতর্কিত সেই আইনে বলা হয়েছে, সামরিক বাহিনী সম্পর্কে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রকাশ করা হলে জেল-জরিমানা হতে পারে। মিথ্যা তথ্যের কারণে গুরুতর পরিণতি হলে কঠোর শাস্তি পেতে হবে। 

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ গড়িয়েছে একাদশ দিনে। রাশিয়ার হামলায় অনেকটাই বিপর্যস্ত ইউক্রেন। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নিরাপত্তা, আর্থিক সহায়তা ও রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা অব্যাহত রাখার বিষয়ে ফোনে দীর্ঘ আলোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হোয়াইট হাউসের বরাত দিয়ে রোববার এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত