Ajker Patrika

ইরানে বোমা ফেলে গাজাকে বিশ্ববাসীর মন থেকে মুছতে চাইছেন নেতানিয়াহু: মার্কিন সিনেটর

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২১ জুন ২০২৫, ১৪: ০৩
এলিজাবেথ ওয়ারেন। ছবি: এএফপি
এলিজাবেথ ওয়ারেন। ছবি: এএফপি

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী আইনপ্রণেতা ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য থেকে নির্বাচিত সিনেটর এলিজাবেথ ওয়ারেন বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী ভেবেছেন, ইরানে হামলা করে গাজা থেকে বিশ্ববাসীর দৃষ্টি সরিয়ে নিতে পারবেন। কিন্তু তিনি সতর্ক করে বলেছেন, বিশ্ববাসী নেতানিয়াহুর ওপর নজর রাখছে।

তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি গ্লোবালের প্রতিবেদনে বলা হয়েছে, এলিজাবেথ ওয়ারেন স্থানীয় সময় আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে নেতানিয়াহুর উদ্দেশে এই সতর্কবার্তা দেন।

প্রতিবেদনে বলা হয়েছে, এলিজাবেথ ওয়ারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কড়া সমালোচনা করেছেন। তিনি ইরানের সঙ্গে যুদ্ধকে ব্যবহার করে গাজায় চলমান সংকট থেকে দৃষ্টি সরানোর চেষ্টা করছেন নেতানিয়াহু—বলে অভিযোগ তুলেছেন।

তিনি বলেছেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী হয়তো ভাবছেন, ইরানে বোমা ফেললেই কেউ আর গাজার দিকে নজর দেবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে, মানুষ সেখানে অনাহারে মরছে। ৫৫ হাজার মানুষ নিহত হয়েছে। সীমান্তে ত্রাণকর্মী ও চিকিৎসকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। খাদ্যের আশায় ছুটে আসা নিরীহ মানুষের ওপর গুলি চালানো হচ্ছে। বেনিয়ামিন নেতানিয়াহু, বিশ্ব আপনাকে দেখছে।’

এদিকে, ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা নিউজ জানিয়েছে, গতকাল শুক্রবার গাজা শহরের পশ্চিমাঞ্চলে ইসরায়েলি বোমা হামলায় ডজনখানেক ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন। ওয়াফা নিউজের সংবাদদাতা ঘটনাস্থল থেকে জানিয়েছেন, শহরের পশ্চিম পাশে দারাবিয়েহ চত্বরের কাছে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। এতে শুক্রবার বহু মানুষ নিহত ও আহত হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়, ভারী বোমা হামলার কারণে এলাকা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, আর রাস্তায় পড়ে আছে ছিন্নভিন্ন ও পুড়ে যাওয়া মরদেহ। এই হামলায় নিহতদের যোগ করলে শুক্রবার ভোর থেকে গাজায় অন্তত ৪৮ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় ওয়াকআউট করল কোন কোন দেশ, বাংলাদেশও কি ছিল

প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডির সঙ্গে ড. ইউনূস, পাশে মেয়ে দীনা

জুনেও যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম, এবার বাধা দেওয়ায় বিস্মিত হয়েছি: সোহেল তাজ

বিএনপির চোখ জামায়াত ও চরমোনাইয়ের দিকে

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: হাইব্রিড পদ্ধতির বিশ্ববিদ্যালয় চলবে দুপুর থেকে সন্ধ্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত