Ajker Patrika

মধ্যবর্তী নির্বাচনে ‘বিশৃঙ্খলা’ নিয়ে বাইডেনের সতর্ক বার্তা

মধ্যবর্তী নির্বাচনে ‘বিশৃঙ্খলা’ নিয়ে বাইডেনের সতর্ক বার্তা

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে মধ্যবর্তী নির্বাচন। এ নির্বাচনে যারা পরাজিত হবেন, তারা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে পারেন বলে সতর্ক বার্তা উচ্চারণ করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সহিংসতা রোধে যুক্তরাজ্যের নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।

প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ‘সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর সমর্থকেরা ষড়যন্ত্র করছেন এবং বিদ্বেষ ছড়াচ্ছেন।’ তবে সমর্থকেরা বলেছেন, ‘বাইডেন জাতিকে বিভক্ত করতে চাচ্ছেন।’ 

বিবিসি জানিয়েছে, কংগ্রেসের উভয় কক্ষ এবং সরকারের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা আগামী ৮ নভেম্বরের নির্বাচনের ওপর নির্ভর করছে। বেশির ভাগ পূর্বাভাস থেকে জানা যাচ্ছে, কংগ্রেসের প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ থাকবে রিপাবলিকানদের হাতে।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় বাইডেন বলেন, ‘২০২০ সালের নির্বাচনের ফল উল্টে দেওয়ার জন্য ট্রামের সমর্থকেরা রাস্তা থেকে উঠে এসে ক্যাপিটল হিলে হামলা করেছিল।’ এরপর তিনি ট্রাম্পের নাম উচ্চারণ না করে ‘সাবেক পরাজিত প্রেসিডেন্ট’ উল্লেখ করে বলেন, ‘আগামী সপ্তাহের নির্বাচনে কিছু রিপাবলিকান হেরে গেলে, তারা সাবেক প্রেসিডেন্টের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে হুমকি সৃষ্টি করতে পারেন।’ 

বাইডেন আরও বলেন, ‘ট্রাম্পের সবচেয়ে বড় মিথ্যাচার হচ্ছে, ২০২০ সালের নির্বাচনে কারচুপি হয়েছে বলে প্রচার করা। এ ছাড়া ক্যাপিটল হিলে হামলা এবং স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী ৮২ বছর বয়সী পল পেলোসির ওপর হামলার পেছনে ট্রাম্পের ইন্ধন রয়েছে।’ 

জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দুই বছর পর আগামী ৮ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্টের চার বছর মেয়াদের মাঝামাঝি সময়ে যেহেতু এই নির্বাচন হয়, তাই একে মধ্যবর্তী নির্বাচন বলা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত