Ajker Patrika

ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের কথা ভাবছেন ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ব্রাজিলে তৈরি পণ্যের ওপর ৫০ শতাংশ কর বসানোর পরিকল্পনা করছেন। এর মাধ্যমে লাতিন আমেরিকার এই দেশের সঙ্গে তাঁর চলমান দ্বন্দ্ব যেন আরও বাড়িয়ে তোলার ইঙ্গিত দিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ট্রাম্পের ‘শুল্ক চিঠিতে’ তিনি এই তথ্য প্রকাশ করেছেন।

চিঠিতে ট্রাম্প অভিযোগ করেছেন, ব্রাজিল যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ‘আক্রমণ’ চালাচ্ছে এবং দেশটির সাবেক কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জেইর বলসোনারোর বিরুদ্ধে ‘ডাইনি শিকার’ অভিযান চালাচ্ছে। ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচন বাতিলের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বলসোনারোর বিরুদ্ধে বিচার চলছে।

জবাবে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা সামাজিক মাধ্যমে শেয়ার করা এক পোস্টে জানান, ব্রাজিলের পণ্যের ওপর শুল্ক বাড়ানো হলে তার পাল্টা জবাব দেওয়া হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ব্রাজিলের বিচারব্যবস্থায় কোনো রকম হস্তক্ষেপ সহ্য করা হবে না।

এর আগে সপ্তাহের শুরুতে বলসোনারোর বিচার নিয়ে ট্রাম্প ও লুলার মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। সে সময় লুলা বলেছিলেন, ‘আমরা কারও হস্তক্ষেপ মেনে নেব না। কেউ আইনের ঊর্ধ্বে নয়।’

এদিকে, গতকাল বুধবার ট্রাম্প জানিয়েছেন, কপার বা তামার আমদানির ওপর ৫০ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত ১ আগস্ট থেকে কার্যকর হবে। জাতীয় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। চলতি সপ্তাহে ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের উদ্দেশে ২২টি চিঠি পাঠিয়েছেন, যেখানে জাপান, দক্ষিণ কোরিয়া ও শ্রীলঙ্কার মতো বাণিজ্য অংশীদার দেশগুলোকে জানানো হয়েছে, ১ আগস্ট থেকে তাদের পণ্যের ওপর নতুন শুল্ক কার্যকর হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘কলিজা ছেঁড়ার’ হুমকি সারজিসের: ৮ মিনিট বিদ্যুৎ-বিভ্রাটের কারণ জানাল নেসকো

যুক্তরাষ্ট্র ছাড়ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ দম্পতি অভিজিৎ ও দুফলো

তেল আবিবে মহাসমাবেশ: নেতানিয়াহুর নাম বলতেই মার্কিন দূতকে থামিয়ে দুয়োধ্বনি, ট্রাম্পের নামে স্লোগান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় জামায়াত-শিবির নেতা-কর্মীসহ সব আসামি খালাস

ট্রাম্পে আস্থা: গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাস কি জুয়া খেলছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত