মাঝ আকাশে হঠাৎ করে খুলে গিয়েছিল যাত্রীবাহী একটি বিমানের দরজা। যদিও এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে যাত্রীদের মধ্যে দেখা দিয়েছিল আতঙ্ক। পরে অবশ্য দ্রুতই ১৭১ জন যাত্রী বহন করা ওই বিমান জরুরি অবতরণ করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ঘটনা যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের। ঘটনাটি ঘটেছে আজ থেকে প্রায় ৩ মাসেরও বেশি সময় আগে। ঘটনার দিন অর্থাৎ স্থানীয় সময় আজ শনিবার অর্থাৎ ৬ অক্টোবর। আলাস্কা এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭-৯ ম্যাক্স ১৭১ জন যাত্রী ও ৬ জন ক্রু নিয়ে পোর্টল্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উড্ডয়ন করে। গন্তব্য ছিল ক্যালিফোর্নিয়ার অন্টারিও শহর।
উড্ডয়নের পরপরই কয়েক মিনিটের মাথায় বিমানটির দরজা হঠাৎ করে খুলে যায়। যাত্রীদের মধ্যে দেখা দেয় আতঙ্ক। অবশ্য এক যাত্রী সাহস করে সেই খুলে যাওয়া দরজার ভিডিও করেছেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হয়। ভিডিও থেকে দেখা যায়, বিমানের মাঝ বরাবর যাত্রীদের ওঠানামার জন্য যে দরজাটি ছিল, তা হঠাৎ করে খুলে যায় এবং বিমান থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে আলাস্কা এয়ারলাইনস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে বলেছে, ‘পোর্টল্যান্ড থেকে অন্টারিও যাওয়ার এএস-১২৮২ ফ্লাইটটি সন্ধ্যায় উড্ডয়নের পরপরই একটি দুর্ঘটনার সম্মুখীন হয়। পরে বিমানটি ১৭১ জন যাত্রী ও ছয়জন ক্রু সদস্য নিয়ে পোর্টল্যান্ড এয়ারপোর্টে নিরাপদে ফিরে আসে। কী ঘটেছে তা জানতে আমরা তদন্ত করছি। তদন্ত শেষে আমরা প্রাপ্ত ফলাফল সবাইকে জানাব।’
ইউএস ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এক্সে শেয়ার করা অপর এক পোস্টে বলেছে, তারা আলাস্কা এয়ারলাইনসের ফ্লাইট-১২৮১-এর ঘটনাটি তদন্ত করছে। ফ্লাইট মনিটরিং প্রতিষ্ঠান ফ্লাইটরাডার ২৪ জানিয়েছে, বিমানটি ১৬ হাজার ৩২৫ ফুট উচ্চতায় উঠে গিয়েছিল।
মাঝ আকাশে হঠাৎ করে খুলে গিয়েছিল যাত্রীবাহী একটি বিমানের দরজা। যদিও এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে যাত্রীদের মধ্যে দেখা দিয়েছিল আতঙ্ক। পরে অবশ্য দ্রুতই ১৭১ জন যাত্রী বহন করা ওই বিমান জরুরি অবতরণ করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ঘটনা যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের। ঘটনাটি ঘটেছে আজ থেকে প্রায় ৩ মাসেরও বেশি সময় আগে। ঘটনার দিন অর্থাৎ স্থানীয় সময় আজ শনিবার অর্থাৎ ৬ অক্টোবর। আলাস্কা এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭-৯ ম্যাক্স ১৭১ জন যাত্রী ও ৬ জন ক্রু নিয়ে পোর্টল্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উড্ডয়ন করে। গন্তব্য ছিল ক্যালিফোর্নিয়ার অন্টারিও শহর।
উড্ডয়নের পরপরই কয়েক মিনিটের মাথায় বিমানটির দরজা হঠাৎ করে খুলে যায়। যাত্রীদের মধ্যে দেখা দেয় আতঙ্ক। অবশ্য এক যাত্রী সাহস করে সেই খুলে যাওয়া দরজার ভিডিও করেছেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হয়। ভিডিও থেকে দেখা যায়, বিমানের মাঝ বরাবর যাত্রীদের ওঠানামার জন্য যে দরজাটি ছিল, তা হঠাৎ করে খুলে যায় এবং বিমান থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে আলাস্কা এয়ারলাইনস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে বলেছে, ‘পোর্টল্যান্ড থেকে অন্টারিও যাওয়ার এএস-১২৮২ ফ্লাইটটি সন্ধ্যায় উড্ডয়নের পরপরই একটি দুর্ঘটনার সম্মুখীন হয়। পরে বিমানটি ১৭১ জন যাত্রী ও ছয়জন ক্রু সদস্য নিয়ে পোর্টল্যান্ড এয়ারপোর্টে নিরাপদে ফিরে আসে। কী ঘটেছে তা জানতে আমরা তদন্ত করছি। তদন্ত শেষে আমরা প্রাপ্ত ফলাফল সবাইকে জানাব।’
ইউএস ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এক্সে শেয়ার করা অপর এক পোস্টে বলেছে, তারা আলাস্কা এয়ারলাইনসের ফ্লাইট-১২৮১-এর ঘটনাটি তদন্ত করছে। ফ্লাইট মনিটরিং প্রতিষ্ঠান ফ্লাইটরাডার ২৪ জানিয়েছে, বিমানটি ১৬ হাজার ৩২৫ ফুট উচ্চতায় উঠে গিয়েছিল।
গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্যে রওনা হওয়া ‘ফ্রিডম ফ্লোটিলা’ জোটের একটি জাহাজ আন্তর্জাতিক পানিসীমায় ড্রোন হামলার শিকার হয়েছে। আজ শুক্রবার এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, মাল্টার উপকূল থেকে ১৪ নটিক্যাল মাইল (প্রায় ২৫ কিলোমিটার) দূরে অবস্থান করা ওই জাহাজে দুটি ড্রোন হামলা চালানো হয়।
৪৪ মিনিট আগেমিয়ানমারের ইয়াঙ্গুনে নয়নাভিরাম ইনয়া লেকের ধারে অবস্থিত নোবেলজয়ী নেত্রী অং সান সু চির ঐতিহাসিক উপনিবেশ আমলের বাসভবনটি। বাড়িটি বিক্রি করার জন্য টানা চতুর্থবারের মতো নিলামে তোলা হলেও কোনো ক্রেতা পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগেঅস্ট্রিয়ার দানিউব নদীর উত্তরে অবস্থিত একটি পাহাড়ি গ্রামের গির্জার গুহায় শতাব্দীর পর শতাব্দী ধরে সংরক্ষিত একটি রহস্যময় মমি অবশেষে বিজ্ঞানের আলোয় উঠে এসেছে। ধারণা করা হতো, মমিটি ১৮ শতকের কোনো ধর্মযাজকের মরদেহ—যিনি সংক্রামক রোগে মারা গিয়েছিলেন এবং পরে কবর থেকে তুলে গির্জার গুহায় স্থানান্তর করা হয়।
২ ঘণ্টা আগেভারতের বেসরকারি বিদ্যুৎ উৎপাদক প্রতিষ্ঠান আদানি পাওয়ার জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ চুক্তির আওতায় বাংলাদেশ ইতিমধ্যেই বকেয়ার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে। কোম্পানিটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) দিলীপ ঝা আশা প্রকাশ করেছেন, বাকি প্রায় ৯০০ মিলিয়ন ডলারও আদায় হবে।
৪ ঘণ্টা আগে