Ajker Patrika

ইরানের প্রেসিডেন্টের সাক্ষাৎকার নিয়ে পর্দায় আসছেন মার্কিন উপস্থাপক কার্লসন

অনলাইন ডেস্ক
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রক্ষণশীল টক শো উপস্থাপক টাকার কার্লসন। ছবি: সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রক্ষণশীল টক শো উপস্থাপক টাকার কার্লসন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রক্ষণশীল টক শো উপস্থাপক টাকার কার্লসন জানিয়েছেন, তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের একটি সাক্ষাৎকার নিয়েছেন, যা আগামী দু-এক দিনের মধ্যে সম্প্রচার করা হবে। শনিবার অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে কার্লসন বলেন, সাক্ষাৎকারটি দূর থেকে অনুবাদকের মাধ্যমে নেওয়া হয়েছে। সম্পাদনার কাজ শেষ হলেই তা প্রকাশ করা হবে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

কার্লসন বলেন, ‘আমি তাঁকে (প্রেসিডেন্ট পেজেশকিয়ান) কিছু সহজ প্রশ্ন করেছি, যেমন—আপনার লক্ষ্য কী? আপনি কি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চান? আপনি কি ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চান? ইত্যাদি।’ তবে কার্লসন জানান, কিছু প্রশ্ন ইচ্ছা করেই তিনি করেননি, যেগুলোর উত্তর ‘সত্য’ হবে বলে তিনি মনে করেন না। উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের বোমা হামলায় কি আপনাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে?— এমন প্রশ্ন আমি করিনি।’

কার্লসন জানান, এর পাশাপাশি তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাক্ষাৎকার নেওয়ার অনুরোধ করেছেন—এটি গত কয়েক মাসে তাঁর তৃতীয়বারের মতো অনুরোধ। নেতানিয়াহু আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন, যেখানে তিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। এ বৈঠকে ইরান ও গাজা যুদ্ধবিরতি ইস্যু আলোচনার শীর্ষে থাকবে বলে জানা গেছে।

শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ‘স্থায়ীভাবে পিছিয়ে গেছে’—যদিও তিনি স্বীকার করেন, ইরান ভিন্ন জায়গা থেকে তা আবার শুরু করতে পারে। ট্রাম্প আরও বলেন, ইরান এখন পর্যন্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শনের অনুমতি দেয়নি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি হয়নি।

ট্রাম্প বলেন, ‘আমি কখনোই তাদের পারমাণবিক কর্মসূচি আবার শুরু করতে দেব না।’ তবে তিনি দাবি করেন, ইরানি কর্মকর্তারা তাঁর সঙ্গে দেখা করতে আগ্রহ প্রকাশ করেছেন।

এর আগে গত মাসে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরান পারমাণবিক অস্ত্র বানাতে চায় না, তবে পারমাণবিক শক্তি ও গবেষণার অধিকার তারা ছাড়বে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খানসামায় ১১ বছর আগের ঘটনায় সাবেক জামায়াত নেতার মামলা

‘স্ত্রী পরিচয়ে’ নারীর সঙ্গে রেস্ট হাউসে থানার ওসি, খবর পেয়ে ছাত্রদল নেতার হাঙ্গামা

হুসাইন (রা.)-এর হত্যার পেছনে দায়ীদের মৃত্যু হয়েছিল যেভাবে

বিশেষ ফ্লাইটে ২৫০ জনকে সীমান্তে এনেছে ভারত, পাঠাবে বাংলাদেশে

হানিমুন থেকে ফিরেই মার্কিন আটককেন্দ্রে ১৪০ দিন, রাষ্ট্রহীন এক তরুণীর মর্মান্তিক অভিজ্ঞতা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত