আজকের পত্রিকা ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রক্ষণশীল টক শো উপস্থাপক টাকার কার্লসন জানিয়েছেন, তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের একটি সাক্ষাৎকার নিয়েছেন, যা আগামী দু-এক দিনের মধ্যে সম্প্রচার করা হবে। শনিবার অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে কার্লসন বলেন, সাক্ষাৎকারটি দূর থেকে অনুবাদকের মাধ্যমে নেওয়া হয়েছে। সম্পাদনার কাজ শেষ হলেই তা প্রকাশ করা হবে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
কার্লসন বলেন, ‘আমি তাঁকে (প্রেসিডেন্ট পেজেশকিয়ান) কিছু সহজ প্রশ্ন করেছি, যেমন—আপনার লক্ষ্য কী? আপনি কি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চান? আপনি কি ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চান? ইত্যাদি।’ তবে কার্লসন জানান, কিছু প্রশ্ন ইচ্ছা করেই তিনি করেননি, যেগুলোর উত্তর ‘সত্য’ হবে বলে তিনি মনে করেন না। উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের বোমা হামলায় কি আপনাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে?— এমন প্রশ্ন আমি করিনি।’
কার্লসন জানান, এর পাশাপাশি তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাক্ষাৎকার নেওয়ার অনুরোধ করেছেন—এটি গত কয়েক মাসে তাঁর তৃতীয়বারের মতো অনুরোধ। নেতানিয়াহু আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন, যেখানে তিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। এ বৈঠকে ইরান ও গাজা যুদ্ধবিরতি ইস্যু আলোচনার শীর্ষে থাকবে বলে জানা গেছে।
শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ‘স্থায়ীভাবে পিছিয়ে গেছে’—যদিও তিনি স্বীকার করেন, ইরান ভিন্ন জায়গা থেকে তা আবার শুরু করতে পারে। ট্রাম্প আরও বলেন, ইরান এখন পর্যন্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শনের অনুমতি দেয়নি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি হয়নি।
ট্রাম্প বলেন, ‘আমি কখনোই তাদের পারমাণবিক কর্মসূচি আবার শুরু করতে দেব না।’ তবে তিনি দাবি করেন, ইরানি কর্মকর্তারা তাঁর সঙ্গে দেখা করতে আগ্রহ প্রকাশ করেছেন।
এর আগে গত মাসে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরান পারমাণবিক অস্ত্র বানাতে চায় না, তবে পারমাণবিক শক্তি ও গবেষণার অধিকার তারা ছাড়বে না।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রক্ষণশীল টক শো উপস্থাপক টাকার কার্লসন জানিয়েছেন, তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের একটি সাক্ষাৎকার নিয়েছেন, যা আগামী দু-এক দিনের মধ্যে সম্প্রচার করা হবে। শনিবার অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে কার্লসন বলেন, সাক্ষাৎকারটি দূর থেকে অনুবাদকের মাধ্যমে নেওয়া হয়েছে। সম্পাদনার কাজ শেষ হলেই তা প্রকাশ করা হবে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
কার্লসন বলেন, ‘আমি তাঁকে (প্রেসিডেন্ট পেজেশকিয়ান) কিছু সহজ প্রশ্ন করেছি, যেমন—আপনার লক্ষ্য কী? আপনি কি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চান? আপনি কি ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চান? ইত্যাদি।’ তবে কার্লসন জানান, কিছু প্রশ্ন ইচ্ছা করেই তিনি করেননি, যেগুলোর উত্তর ‘সত্য’ হবে বলে তিনি মনে করেন না। উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের বোমা হামলায় কি আপনাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে?— এমন প্রশ্ন আমি করিনি।’
কার্লসন জানান, এর পাশাপাশি তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাক্ষাৎকার নেওয়ার অনুরোধ করেছেন—এটি গত কয়েক মাসে তাঁর তৃতীয়বারের মতো অনুরোধ। নেতানিয়াহু আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন, যেখানে তিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। এ বৈঠকে ইরান ও গাজা যুদ্ধবিরতি ইস্যু আলোচনার শীর্ষে থাকবে বলে জানা গেছে।
শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ‘স্থায়ীভাবে পিছিয়ে গেছে’—যদিও তিনি স্বীকার করেন, ইরান ভিন্ন জায়গা থেকে তা আবার শুরু করতে পারে। ট্রাম্প আরও বলেন, ইরান এখন পর্যন্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শনের অনুমতি দেয়নি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি হয়নি।
ট্রাম্প বলেন, ‘আমি কখনোই তাদের পারমাণবিক কর্মসূচি আবার শুরু করতে দেব না।’ তবে তিনি দাবি করেন, ইরানি কর্মকর্তারা তাঁর সঙ্গে দেখা করতে আগ্রহ প্রকাশ করেছেন।
এর আগে গত মাসে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরান পারমাণবিক অস্ত্র বানাতে চায় না, তবে পারমাণবিক শক্তি ও গবেষণার অধিকার তারা ছাড়বে না।
ওড়িশার ভুবনেশ্বরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে মুর্শিদাবাদের আটজন শ্রমিক নৃশংস হামলার শিকার হয়েছেন। ঘটনা ঘটেছে গত ২৪ আগস্ট গভীর রাতে। শ্রমিকেরা মহাবীরনগরের একটি প্রজেক্টে সারা দিনের কাজ শেষে ঘুমিয়ে ছিলেন। স্থানীয় কিছু দুষ্কৃতকারী তাঁদের ওপর চড়াও হয়ে লাঠি, বাঁশ ও লোহার রড দিয়ে আক্রমণ চালায়...
৩২ মিনিট আগেপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা বেশির ভাগ শুল্ককে ‘অবৈধ’ বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত। এই রায় ট্রাম্পের বৈদেশিক নীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
২ ঘণ্টা আগেভারতের কর্ণাটক রাজ্যে ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। কালাবুরগি জেলার মেলাকুন্ডা গ্রামে নিজের মেয়েকে হত্যা করেছেন এক বাবা। কারণ, মেয়েটি ভিন্ন জাতের এক তরুণের সঙ্গে ের সম্পর্কে জড়িয়ে পড়েছিল।
২ ঘণ্টা আগেভারতের উত্তর প্রদেশ রাজ্যের সাম্ভল জেলায় গত বছরের নভেম্বরে সংঘটিত সহিংসতার তদন্ত কমিশনের প্রতিবেদন ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। গতকাল শুক্রবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রতিবেদনটি প্রকাশ করে দাবি করেন...
২ ঘণ্টা আগে