অনলাইন ডেস্ক
উড়োজাহাজে অতিরিক্ত মদ্যপান করে উচ্ছৃঙ্খল আচরণ করছিলেন টিকটকে জনপ্রিয় মা-মেয়ে জুটি। তাঁদের আচরণ এতটাই অসহনীয় ছিল যে জরুরি অবতরণ করতে বাধ্য হন পাইলট। তাঁদের আটক করা হয়েছে। টিইউআই এয়ারলাইনসের একটি উড়োজাহাজে এ ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী অ্যাট দ্য রেট অ্যাঞ্জেল ট্রিপল সেভেন নাইন এইট সেভেন (@angel 777987) নামের একটি টিকটক অ্যাকাউন্ট চালান তাঁরা। ভ্রমণের শুরু থেকেই দুজনে খুবই ফুর্তির মেজাজে ছিলেন। উড়োজাহাজ উড্ডয়নের পরপরই অতিমাত্রায় মদ্যপান শুরু করেন বলে অভিযোগ অন্য যাত্রীদের। তাঁরা বলছেন, মদ্যপ অবস্থায় ফ্লাইটের যাত্রীদের গালাগাল শুরু করেন মা-মেয়ে। কেবিন ক্রুদের সঙ্গেও অশোভনীয় আচরণ করতে শুরু করেন। একপর্যায়ে উড়োজাহাজ থেকে নেমে যেতে চান বলে চিৎকার শুরু করেন মেয়েটি।
পরে বাধ্য হয়ে উড়োজাহাজটি কানাডায় জরুরি অবতরণ করে। অবতরণের পর পুলিশ মা ও মেয়েকে আটক করে নিয়ে যায়। তখন ফ্লাইটে থাকা যাত্রীরা করতালি দিয়ে উল্লাস প্রকাশ করেন। ভিডিও ফুটেজে দেখা যায়, মা বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে উচ্চস্বরে তর্ক করছেন, আর মেয়ে যাত্রীদের উদ্দেশে ‘বিদায়’ বলে হাত নাড়িয়ে হাসছেন।
উল্লেখ্য, উড়োজাহাজটি যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে ছেড়ে যাচ্ছিল। গন্তব্য ছিল জ্যামাইকা। ঘটনার জেরে ফ্লাইটটিকে নির্ধারিত সময়ের ছয় ঘণ্টা পর জ্যামাইকায় পৌঁছাতে হয়।
ফ্লাইটে থাকা এক যাত্রী ম্যান্ডি, ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইনকে বলেন, ‘বিমানকর্মীরা বারবার তাঁদের শান্ত হতে বলেন, কিন্তু মেয়েটি আসনে বসতেই রাজি হচ্ছিল না। শেষে তাকে পেছনের সারিতে নিয়ে গিয়ে সিটবেল্ট বেঁধে বসিয়ে রাখতে হয়। পরে হাতকড়াও পরানো হয়।’
উল্লেখ্য, বিমানে উচ্ছৃঙ্খল আচরণ শুরুর ঠিক আগেই টিকটক অ্যাকাউন্টটি থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। ওই ভিডিওতে মা-মেয়েকে ম্যানচেস্টার বিমানবন্দরে মদ্যপান করতে দেখা যায়। ক্যাপশনে লেখা ছিল, ‘ম্যানি এয়ারপোর্টে আমি আর মা—স্বর্গে যাচ্ছি।’
এই ঘটনার পর ওই টিকটক অ্যাকাউন্টটি বন্ধ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও টিইউআই সাড়া দেয়নি। বিমানে নিরাপত্তা বিঘ্নিত হওয়া এবং অন্য যাত্রীদের ভোগান্তির ঘটনা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উড়োজাহাজে অতিরিক্ত মদ্যপান করে উচ্ছৃঙ্খল আচরণ করছিলেন টিকটকে জনপ্রিয় মা-মেয়ে জুটি। তাঁদের আচরণ এতটাই অসহনীয় ছিল যে জরুরি অবতরণ করতে বাধ্য হন পাইলট। তাঁদের আটক করা হয়েছে। টিইউআই এয়ারলাইনসের একটি উড়োজাহাজে এ ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী অ্যাট দ্য রেট অ্যাঞ্জেল ট্রিপল সেভেন নাইন এইট সেভেন (@angel 777987) নামের একটি টিকটক অ্যাকাউন্ট চালান তাঁরা। ভ্রমণের শুরু থেকেই দুজনে খুবই ফুর্তির মেজাজে ছিলেন। উড়োজাহাজ উড্ডয়নের পরপরই অতিমাত্রায় মদ্যপান শুরু করেন বলে অভিযোগ অন্য যাত্রীদের। তাঁরা বলছেন, মদ্যপ অবস্থায় ফ্লাইটের যাত্রীদের গালাগাল শুরু করেন মা-মেয়ে। কেবিন ক্রুদের সঙ্গেও অশোভনীয় আচরণ করতে শুরু করেন। একপর্যায়ে উড়োজাহাজ থেকে নেমে যেতে চান বলে চিৎকার শুরু করেন মেয়েটি।
পরে বাধ্য হয়ে উড়োজাহাজটি কানাডায় জরুরি অবতরণ করে। অবতরণের পর পুলিশ মা ও মেয়েকে আটক করে নিয়ে যায়। তখন ফ্লাইটে থাকা যাত্রীরা করতালি দিয়ে উল্লাস প্রকাশ করেন। ভিডিও ফুটেজে দেখা যায়, মা বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে উচ্চস্বরে তর্ক করছেন, আর মেয়ে যাত্রীদের উদ্দেশে ‘বিদায়’ বলে হাত নাড়িয়ে হাসছেন।
উল্লেখ্য, উড়োজাহাজটি যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে ছেড়ে যাচ্ছিল। গন্তব্য ছিল জ্যামাইকা। ঘটনার জেরে ফ্লাইটটিকে নির্ধারিত সময়ের ছয় ঘণ্টা পর জ্যামাইকায় পৌঁছাতে হয়।
ফ্লাইটে থাকা এক যাত্রী ম্যান্ডি, ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইনকে বলেন, ‘বিমানকর্মীরা বারবার তাঁদের শান্ত হতে বলেন, কিন্তু মেয়েটি আসনে বসতেই রাজি হচ্ছিল না। শেষে তাকে পেছনের সারিতে নিয়ে গিয়ে সিটবেল্ট বেঁধে বসিয়ে রাখতে হয়। পরে হাতকড়াও পরানো হয়।’
উল্লেখ্য, বিমানে উচ্ছৃঙ্খল আচরণ শুরুর ঠিক আগেই টিকটক অ্যাকাউন্টটি থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। ওই ভিডিওতে মা-মেয়েকে ম্যানচেস্টার বিমানবন্দরে মদ্যপান করতে দেখা যায়। ক্যাপশনে লেখা ছিল, ‘ম্যানি এয়ারপোর্টে আমি আর মা—স্বর্গে যাচ্ছি।’
এই ঘটনার পর ওই টিকটক অ্যাকাউন্টটি বন্ধ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও টিইউআই সাড়া দেয়নি। বিমানে নিরাপত্তা বিঘ্নিত হওয়া এবং অন্য যাত্রীদের ভোগান্তির ঘটনা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
২ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
২ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৩ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
৬ ঘণ্টা আগে