Ajker Patrika

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিশুসহ নিহত ৬ 

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১২: ৪৯
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিশুসহ নিহত ৬ 

যুক্তরাষ্ট্রে স্কুলে আবারও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলে একটি প্রাইমারি স্কুলে বন্দুক হামলায় অন্তত ছয়জনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে তিনটি শিশু রয়েছে। 

সিএনএনের প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় সোমবার (২৭ মার্চ) সকালে কোভেন্যান্ট স্কুলে ওই বন্দুক হামলার ঘটনা ঘটে। স্কুলে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায় বন্দুকধারী। এতে শিশুসহ ছয়জনের প্রাণহানি হয়। 

নিহত তিন শিশুই ৯ বছর বয়সী। হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত ঘোষণা করা হয়। এ ছাড়া প্রাপ্তবয়স্ক তিনজনের বয়স ৬০ বছরের ওপরে। তাঁরা ওই স্কুলের কর্মী ছিলেন। 

ন্যাশভিলের মেট্রোপলিটন পুলিশ বিভাগ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীর নাম অড্রি হেল, বয়স ২৮ বছর। তিনি ওই এলাকার বাসিন্দা। হেল ওই স্কুলের সাবেক শিক্ষার্থী। হামলার পরই তাঁকে গুলি করে হত্যা করেছে পুলিশ। 

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় মৃত্যুর বিষয়টি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। গেল মাসেই ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে গুলিতে প্রাণহানি হয় কয়েকজনের। চলতি বছর দেশটিতে শতাধিক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি হামলা হয়েছে স্কুলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

জোর করে বৃদ্ধের চুল কেটে দেওয়া বেআইনি ও সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন— ভাইরাল ভিডিও নিয়ে আসক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত