Ajker Patrika

ট্রাম্পের সমর্থকদের দাঙ্গার আশঙ্কায় নিউইয়র্কে নিরাপত্তা জোরদার

আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৪: ৪৮
ট্রাম্পের সমর্থকদের দাঙ্গার আশঙ্কায় নিউইয়র্কে নিরাপত্তা জোরদার

পর্নো স্টার স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে অর্থ প্রদান মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন হতে পারে। আর এই অভিযোগে গ্রেপ্তার হতে পারেন বলে এরই মধ্যে আশঙ্কা জানিয়েছেন ট্রাম্প।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ম্যানহাটন আদালতের বিচারকেরা সোমবার (২০ মার্চ) ট্রাম্পের মামলার বিষয়ে শুনানি করেন। এ সপ্তাহেই ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠনের কথা রয়েছে।

এমন পরিস্থিতিতে ম্যানহাটনের আদালত এলাকাসহ নিউইয়র্কের বিভিন্ন স্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন এলাকায় পুলিশের গাড়ি থেকে ব্যারিকেডসহ মিছিলে বাধা দেওয়ার বিভিন্ন সরঞ্জাম নামাতে দেখা গেছে। তবে এখনো পর্যন্ত বিক্ষোভের কোনো খবর পাওয়া যায়নি। 

নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বলেছেন, পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করছে এবং শহরে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে চারদিকে নজর রাখছে। তবে এখনো পর্যন্ত কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ বিভাগ। 

ম্যানহাটনের আদালত এলাকাসহ নিউইয়র্কের বিভিন্ন স্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছেএর আগে গত শনিবার ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, মঙ্গলবার নাগাদ তাঁকে গ্রেপ্তার করা হতে পারে। তেমন কিছু হলে সমর্থকদের বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসার আহ্বানও জানান তিনি। একই সঙ্গে ট্রাম্প সতর্ক করে বলেন, তাঁকে গ্রেপ্তার করা হলে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে যে সহিংসতার সৃষ্টি হয়েছিল, তার পুনরাবৃত্তি ঘটতে পারে। 

ট্রাম্প গ্রেপ্তার হলে এটি হবে কোনো মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রথম ফৌজদারি মামলা। দেশটির আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার যে স্বপ্ন ট্রাম্প দেখছেন, তার ওপরও এটি ‍গুরুতর প্রভাব ফেলবে। 

পর্নো স্টার স্টর্মি ড্যানিয়েলসের অভিযোগ, তাঁর সঙ্গে ট্রাম্পের যৌন সম্পর্কের বিষয়ে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে মুখ না খুলতে বড় অঙ্কের অর্থ দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেন তিনি। স্টর্মি ড্যানিয়েলসের মামলা ছাড়াও ৭৬ বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগের তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত