Ajker Patrika

স্পাইওয়্যার নিয়ে মার্কিন নিষেধাজ্ঞা: ইসরায়েল ও ভারতসহ যেসব দেশে প্রভাব পড়বে

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯: ২৮
স্পাইওয়্যার নিয়ে মার্কিন নিষেধাজ্ঞা: ইসরায়েল ও ভারতসহ যেসব দেশে প্রভাব পড়বে

বাণিজ্যিক স্পাইওয়্যার বা নজরদারি সামগ্রীর অপব্যবহার ঠেকাতে নতুন ভিসানীতি ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বা পররাষ্ট্র দপ্তর। এর আওতায় বাণিজ্যিক স্পাইওয়্যারের অপব্যবহারে জড়িতদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা যাবে। গতকাল সোমবার পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ ঘোষণা দেয়।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, যুক্তরাষ্ট্রের পদক্ষেপের ফলে ইসরায়েল, ভারত, জর্ডান ও হাঙ্গেরিসহ প্রধান মিত্র দেশগুলোর উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। বাণিজ্যিক স্পাইওয়্যারের অপব্যবহার রোধে যুক্তরাষ্ট্রের ব্যাপক প্রচেষ্টার সাম্প্রতিকতম পদক্ষেপ এই নতুন নীতি। এর আগেও বাণিজ্যিক স্পাইওয়্যার ব্যবহার নিষিদ্ধ করতে নির্বাহী আদেশ জারি করে মার্কিন সরকার।

ইসরায়েলের এনএসও গ্রুপকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের কালো তালিকাভুক্ত করা হয় তিন বছর আগে। মার্কিন জাতীয় নিরাপত্তা ও কাউন্টার ইন্টেলিজেন্স ক্ষমতার জন্য বড় হুমকি হিসেবে চিহ্নিত অস্ত্র হিসেবে ব্যবহৃত এসব বাণিজ্যিক স্পাইওয়্যারের বিস্তার ঠেকাতে বাইডেন প্রশাসন যে নাছোড়বান্দা তা এই নতুন নীতির মধ্য দিয়ে প্রমাণিত হলো। এসব স্পাইওয়্যার বিশ্বজুড়ে সরকারগুলি রাজনৈতিক ভিন্নমতাবলম্বী, মানবাধিকার আইনজীবী, সাংবাদিক ও আইনজীবীদের বিরুদ্ধে ব্যবহার করছে।

বিবৃতিতে বলা হয়, বিশ্বজুড়ে বাণিজ্যিক স্পাইওয়্যারের ক্রমবর্ধমান অপব্যবহার নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। কারণ এর মাধ্যমে সহজে দমন-পীড়ন চালানো যায়, তথ্যের অবাধ প্রবাহ সীমিত করা যায় এবং মানবাধিকার লঙ্ঘন করা হয়। ব্যক্তির গোপনীয়তা ও মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ ও মেলামেশাকে হুমকির মুখে ফেলে।

ইসরায়েলের এনএসও গ্রুপকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের কালো তালিকাভুক্ত করার এবং মার্কিন সরকারের নিজস্ব বাণিজ্যিক স্পাইওয়্যার ব্যবহার নিষিদ্ধ করে নির্বাহী আদেশ জারির তিন বছর পর এই পদক্ষেপ এল। বিশ্বের বাণিজ্যিক স্পাইওয়্যারের সিংহভাহ উৎপাদন করে ইসরায়েলি কোম্পানিগুলি। দুই মিত্র দেশের মধ্যে তিক্ত কূটনৈতিক পরিস্থিতির মধ্যে ইসরায়েলি কোম্পানির বিরুদ্ধে কঠোর অবস্থান নিল যুক্তরাষ্ট্র।

কোনো লক্ষ্যের বিরুদ্ধে সফলভাবে ব্যবহার করতে পারলে এনএসওর পেগাসাসের মতো স্পাইওয়্যার ব্যবহারকারীর অজান্তেই যে কোনো ফোনে অনুপ্রবেশ করতে পারে। পেগাসাসের মতো স্পাইওয়্যার ব্যবহার করে গোয়েন্দা বা অন্যান্য সরকারি সংস্থা নীরবে ব্যবহারকারীর মোবাইল ফোনের ছবি, কথোপকথন, টেক্সট এবং হোয়াটসঅ্যাপ ও সিগন্যালের মতো এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে শেয়ার করা বার্তার দখল নিতে পারে। এমনকি এটাকে দূরবর্তী শোনার ডিভাইস হিসাবেও ব্যবহার করা যেতে পারে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেন, ‘নির্বিচার আটক, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সবচেয়ে গুরুতর ঘটনায়’ বাণিজ্যিক স্পাইওয়্যারের অপব্যবহার জড়িত।

এই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দিয়ে ব্লিঙ্কেন সুনির্দিষ্ট কোন প্রসঙ্গকে ইঙ্গিত করেছেন, তা পুরো স্পষ্ট নয়। তবে ২০১৮ সালের অক্টোবরে ইস্তাম্বুলে সৌদি দূতাবাসের ভেতরে সৌদি এজেন্টদের হাতে সৌদি সাংবাদিক জামাল খাশোগি খুন হওয়ার আগে ইসরায়েলি স্পাইওয়্যার ‘পেগাসাস’ ব্যবহার করে যে তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের টার্গেট করে তাঁদের ফোন হ্যাক করা হয়, সেবিষয়ে গার্ডিয়ানসহ একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

যদিও সাংবাদিক জামাল খাশোগি হত্যার সঙ্গে নিজেদের কোনো স্পাইওয়্যার জড়িত থাকার অভিযোগ অভিযোগ অস্বীকার করে আসছে এনএসও।

ঘনিষ্ঠ মিত্ররা ব্যবহার করলেও এই স্পাইওয়্যারের বিস্তার বছরের পর বছর ধরে মার্কিন সরকারের জন্য নিরাপত্তা হুমকি হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে বিদেশে অবস্থানরত মার্কিন সরকারের কর্মকর্তা, কূটনীতিক গোয়েন্দা কর্মকর্তাদের উপর নজরদারি করা হয়। বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গত সোমবার গার্ডিয়ানকে বলেন, সাম্প্রতিক বছরগুলিতে ১০টি দেশ ও ৩টি মহাদেশে ৫০ জনের বেশি মার্কিন কর্মী স্পাইওয়্যার আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছেন।

স্পাইওয়্যার কোম্পানি ও অত্যাধুনিক এই প্রযুক্তির ফোনকে সংক্রামিত করার চেষ্টা প্রতিহত করার চেষ্টায় রত বিশেষজ্ঞদের মধ্যে যে ইঁদুর-বেড়াল খেলা চলছে, তাতে শুধু অ্যাপলের মতো কোম্পানি কিছু বিজয় পেয়েছে। হ্যাকিং বিষয়ে গবেষকরা বলছেন, অ্যাপলের ‘লকডাউন’ সুরক্ষা ফিচার ব্যবহার করে তাঁরা স্পাইওয়্যার সংক্রমণ থেকে বেঁচে গেছেন।

জর্ডানে এটি একটি প্রধান সমস্যা হিসেবে রয়ে গেছে। এই দেশে অ্যাক্সেস নাও নামে এক অ্যাডভোকেসি গ্রুপ সম্প্রতি পেগাসাসের তিন ডজন আক্রমণের তথ্য দিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর সোমবার বলেছে, ইইউ ও ইসরায়েলসহ যেসব দেশের ব্যক্তিদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ভিসার প্রয়োজন হয় না, তাদের ক্ষেত্রেও ভিসা নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। এটা যেহেতু বৈশ্বিক ভিসা নিষেধাজ্ঞা, সেহেতু ওই সব দেশের ব্যক্তিদের সম্ভাব্য নিষেধাজ্ঞার কথা জানানো হবে। তারা ভিসামুক্ত ভ্রমণের যোগ্য থাকবে না। তবে তারা চাইলে মার্কিন কনস্যুলেটে ভিসার জন্য আবেদন করতে পারবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেন, বাণিজ্যিক স্পাইওয়্যারের অপব্যবহারকারী এবং তাদের ঘনিষ্ট পরিবারের থেকে আর্থিক সুবিধা পেতে পারে বলে প্রতীয়মান ব্যক্তিদের ওপরও ভিসা নিষেধাজ্ঞা আরোপিত হতে পারে।

ভিসা নিষেধাজ্ঞা স্পাইওয়্যার শিল্পের সাথে জড়িত মার্কিন আর্থিক প্রতিষ্ঠান বা বিনিয়োগকারীদের সরাসরি প্রভাবিত না করলেও বাইডেন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এই পদক্ষেপ এই শিল্পের সঙ্গে জড়িতদের কাছে ঝুঁকি নিয়ে ‘গুরুত্বপূর্ণ সংকেত’ দেবে।

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও জাতীয় আইনের ধারা ২১২ (এ) (৩) (সি) অনুসারে স্পাইওয়্যার ব্যবহার করে সাংবাদিক, অ্যাকটিভিস্ট, ভিন্নমতাবলম্বী হিসেবে বিবেচিত অন্যান্য ব্যক্তি, প্রান্তিক সম্প্রদায়ের সদস্য বা দুর্বল জনগোষ্ঠী বা ভুক্তভোগীর পরিবারের কাউকে লক্ষ্যবস্তু করে নির্বিচারে বেআইনিভাবে নজরদারি, হয়রানি, দমন বা ভয় দেখানোর জন্য কেউ প্রমাণিত হলে তাঁর ওপর ভিসা নীতি আরোপ করতে পারবে স্টেট ডিপার্টমেন্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত