আশরাফ গনির সরকারকে হটিয়ে গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। এরপর থেকেই আফগানিস্তান থেকে নিজেদের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার কাজ শুরু করে বিভিন্ন দেশ। কূটনীতিকসহ বিদেশি নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ এখনো চলমান। নানান উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যেই এবার কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। রোববার (২২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কাবুল বিমানবন্দরে আইএসের সম্ভাব্য হামলার বিষয়ে আশঙ্কা প্রকাশ করলেও এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। কাবুল বিমানবন্দরে হামলার বিষয়ে প্রকাশ্যে কোনো ঘোষণা দেয়নি জঙ্গিগোষ্ঠী আইএস।
যুক্তরাষ্ট্র বলছে, কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে আইএসের আফগানিস্তান শাখা এই হামলা চালাতে পারে।
মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, আফগানিস্তানের পরিস্থিতির উন্নয়নে নজর রাখা হচ্ছে এবং নাগরিকদের সেখান থেকে ফেরাতে বিকল্প রুট খোঁজা হচ্ছে।
নাগরিকদের কাবুল বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়ে শনিবার (২১ আগস্ট) আফগানিস্তানের মার্কিন দূতাবাস একটি নিরাপত্তা সতর্কতা জারি করেছে। আফগানিস্তানের মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, আমরা মার্কিন নাগরিকদের পরামর্শ দিচ্ছি বিমানবন্দরে না যেতে। আফগানিস্তানে থাকা যে সব মার্কিন বাসিন্দা এখনো প্রত্যাবাসন সহায়তার আবেদন করেননি তাঁদের দ্রুত সেটি করার আহ্বান জানানো হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাবুল বিমানবন্দরে এখনো বিশৃঙ্খলা পরিস্থিতি রয়েছে। তালেবান বলছে, এই পরিস্থিতির জন্য তারা দায়ী নয়। পশ্চিমাদের অপরিকল্পিত উদ্ধার পরিকল্পনার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছর এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর থেকেই আফগানিস্তান দখলে নিতে শুরু করে তালেবান।
আশরাফ গনির সরকারকে হটিয়ে গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। এরপর থেকেই আফগানিস্তান থেকে নিজেদের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার কাজ শুরু করে বিভিন্ন দেশ। কূটনীতিকসহ বিদেশি নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ এখনো চলমান। নানান উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যেই এবার কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। রোববার (২২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কাবুল বিমানবন্দরে আইএসের সম্ভাব্য হামলার বিষয়ে আশঙ্কা প্রকাশ করলেও এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। কাবুল বিমানবন্দরে হামলার বিষয়ে প্রকাশ্যে কোনো ঘোষণা দেয়নি জঙ্গিগোষ্ঠী আইএস।
যুক্তরাষ্ট্র বলছে, কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে আইএসের আফগানিস্তান শাখা এই হামলা চালাতে পারে।
মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, আফগানিস্তানের পরিস্থিতির উন্নয়নে নজর রাখা হচ্ছে এবং নাগরিকদের সেখান থেকে ফেরাতে বিকল্প রুট খোঁজা হচ্ছে।
নাগরিকদের কাবুল বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়ে শনিবার (২১ আগস্ট) আফগানিস্তানের মার্কিন দূতাবাস একটি নিরাপত্তা সতর্কতা জারি করেছে। আফগানিস্তানের মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, আমরা মার্কিন নাগরিকদের পরামর্শ দিচ্ছি বিমানবন্দরে না যেতে। আফগানিস্তানে থাকা যে সব মার্কিন বাসিন্দা এখনো প্রত্যাবাসন সহায়তার আবেদন করেননি তাঁদের দ্রুত সেটি করার আহ্বান জানানো হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাবুল বিমানবন্দরে এখনো বিশৃঙ্খলা পরিস্থিতি রয়েছে। তালেবান বলছে, এই পরিস্থিতির জন্য তারা দায়ী নয়। পশ্চিমাদের অপরিকল্পিত উদ্ধার পরিকল্পনার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছর এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর থেকেই আফগানিস্তান দখলে নিতে শুরু করে তালেবান।
যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে অবশেষে খনিজ চুক্তি স্বাক্ষর হয়েই গেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যাপকভাবে এই চুক্তির পক্ষে উকালতি করেছেন। স্থানীয় সময় গতকাল বুধবার ইউক্রেন ও যুক্তরাষ্ট্র এই চুক্তিকে স্বাক্ষর করে। এই চুক্তির ফলে ইউক্রেনের খনিজ উত্তোলনে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার পাবে ও ইউক্রেন
১৫ মিনিট আগেপাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটি গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক। তিনি পাকিস্তানের দশম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে এই তথ্য জানান
১ ঘণ্টা আগেভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে টানা সপ্তম দিনের মতো গোলাগুলি হয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার গভীর রাতে কাশ্মীরে বিবদমান সীমান্তে এই গোলাগুলি হয়। এতে কেউ হতাহত হয়েছে কিনা জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগেকাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে যুদ্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তান। সীমান্তের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ছয় দিন ধরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটছে। সীমান্তে জোরদার করা হয়েছে সামরিক বাহিনীর উপস্থিতি। কূটনীতিক বহিষ্কারসহ...
৮ ঘণ্টা আগে