Ajker Patrika

আট দিন পরও ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধারের আশা দেখছেন বাইডেন

আপডেট : ০২ জুলাই ২০২১, ১৫: ১৩
আট দিন পরও ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধারের আশা দেখছেন বাইডেন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামির উত্তরে গত সপ্তাহে ধসে পড়ে ১২তলা একটি ভবন। সেই ভবনের ধ্বংসাবশেষের নিচে এখনো জীবিত মানুষ পাওয়া সম্ভব বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভবনধসের ঘটনায় নিখোঁজ ও নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এমনটি বলেন।

মায়ামির ওই ভবনধসের ঘটনায় এ পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৪৫ জন নিখোঁজ রয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ধসে পড়া সেই ভবনে উদ্ধারকাজ ফের শুরু হয়েছে।

মায়ামি-ডাড শহরের মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা বলেছেন, কর্মকর্তারা ভবনের বাকি অংশটিও ভেঙে ফেলার পরিকল্পনা করছেন । এ জন্য অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং পদ্ধতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া দরকার।

ভবনধসের ঘটনায় নিখোঁজ ও নিহতদের পরিবারের সঙ্গে ব্যক্তিগত বৈঠকে বাইডেন শোক প্রকাশ করেন।  ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকর্মীদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি। ঘটনার আট দিন পার হলেও কী কারণে ওই ভবন ধসে পড়েছে, তা এখনো জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত