Ajker Patrika

ব্রাজিলে আমাজনের বন উজাড় বেড়েছে ২২ শতাংশ

ব্রাজিলে আমাজনের বন উজাড় বেড়েছে ২২ শতাংশ

আমাজন বিশ্বের বৃহত্তম রেইনফরেস্ট। দক্ষিণ আমেরিকার নয়টি দেশজুড়ে অবস্থিত বনটির সিংহভাগ ব্রাজিলে পড়েছে। গত এক বছরে গুরুত্বপূর্ণ বনটিতে ১৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি বন নিধন হয়েছে বলে ওঠে এসেছে ‘ব্রাজিল’স স্পেস রিসার্চ এজেন্সির (আইএনপিই) সাম্প্রতিক এক প্রতিবেদনে। 

এতে বলা হয়, ২০২০ সালের আগস্ট থেকে চলতি বছরের জুলাইয়ে আমাজনে বন নিধন আগের বছরের তুলনায় ২২ শতাংশ বেড়েছে, যা ২০০৬ সালের পর সর্বোচ্চ। ফলে ৫ হাজার ১১০ বর্গ কিলোমিটার জায়গা ফাঁকা হয়ে গেছে, যা আয়তনের দিক থেকে নিউ ইয়র্ক শহরের তুলনায় প্রায় ১৭ গুণ বড়। 

দেশটির পরিবেশ মন্ত্রী জোয়াকিম লেইট বলেন, ‘এটা আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ। বন নিধন অপরাধ। এসব অপরাধ থামাতে আমাদের আরও কঠোর হতে হবে।’ 

তথ্যমতে, আমাজনে প্রায় ৩০ লাখ প্রজাতির গাছ ও প্রাণী রয়েছে। সেখানে বসবাসকারী আদিবাসী মানুষের সংখ্যা প্রায় ১০ লাখ। কার্বন চুষে নেওয়ার আধার ও অক্সিজেনের এ ভান্ডার এভাবে ক্ষতিগ্রস্ত হলে জলবায়ু পরিবর্তন মোকাবিলা আরও কঠিন হবে বলে মনে করেন বিবিসির বিশ্লেষক কেটি ওয়াটসন। 

স্কটল্যান্ডে সদ্য সমাপ্ত জলবায়ু সম্মেলনে (কপ-২৬) বন নিধন বন্ধ করতে একটি চুক্তি হয়েছে। এতে সই করেছে ব্রাজিল। কিন্তু দেশটির বর্তমান প্রেসিডেন্ট জইর বোলসোনারো ২০১৯ সালে ক্ষমতায় আসার পর থেকে আমাজন বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা ছাড়া বোলসোনারো এবং আইএনপিইয়ের মধ্যে মতপার্থক্য ক্রমশ বাড়ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত