যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম স্পিকার হিসেবে অনাস্থা ভোটে পদচ্যুত হয়েছেন কেভিন ম্যাকার্থি। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার তাঁর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব ছোট্ট ব্যবধানে পাশ হয়। এর মধ্য দিয়ে দেশটির কংগ্রেসের ২৩৪ বছরের ইতিহাসে এখন পর্যন্ত একমাত্র স্পিকার হিসেবে পদচ্যুত হন ম্যাকার্থি। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কয়েক দিন আগেই নিজ দল রিপাবলিকান পার্টি কতিপয় কট্টর ডানপন্থী নেতার বিরুদ্ধে গিয়ে সরকারের অচলাবস্থা এড়াতে স্টপগ্যাপ বিল পাস করান স্পিকার কেভিন ম্যাকার্থি। সেই কট্টরপন্থীদের একজন ম্যাট গেটজ ম্যাকার্থির স্পিকার পদে থাকার বিপরীতে কংগ্রেসে অনাস্থা প্রস্তাব উত্থাপন করলে মঙ্গলবার তা ভোটে গড়ায়। প্রস্তাবটি ২১৬-২১০ ভোটে পাস হয়।
মার্কিন কংগ্রেসে বর্তমানে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান পার্টি সামান্য ব্যবধানে এগিয়ে আছে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি থেকে। দেশটির মধ্যবর্তী নির্বাচনের পর কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার নির্বাচন নিয়ে অচলাবস্থা দেখা দেয়। অবশেষে ১৫ দফা ভোটাভুটি শেষে কেভিন ম্যাকার্থি স্পিকার নির্বাচিত হন।
ধারণা করা হচ্ছে, এর মধ্য দিয়ে ম্যাকার্থির রাজনৈতিক ধারাবাহিকতায় একটি বিরতি আসতে যাচ্ছে। যদিও তিনি বারবার বলেছেন, তিনি কখনোই হাল ছাড়বেন না, কিন্তু তাঁর সামনে কোনো সুযোগই উন্মুক্ত রাখেনি তাঁর দলের কট্টর ডানপন্থী গোষ্ঠীটি। পাশাপাশি তিসি স্টপগ্যাপ বিল পাস করিয়ে ডেমোক্র্যাট সরকারকে অচল হওয়ার হাত থেকে বাঁচিয়ে দিলেও তারাও তাঁকে সমর্থন দেয়নি।
এদিকে ভোটাভুটি শেষে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ম্যাকার্থি। তিনি আইনপ্রণেতাদের বলেছেন, তিনি আর কখনোই স্পিকার পদের জন্য লড়বেন না। তবে স্পিকার না থাকায় পরবর্তী স্পিকার কে হবেন তা নিশ্চিত না হওয়া এবং দুই দলের মধ্যে আসন ব্যবধান খুবই সামান্য হওয়ায় পরবর্তী স্পিকার নির্বাচন নিয়ে দেশটি আবারও অচলাবস্থার মধ্যেই পড়তে যাচ্ছে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।
আপাতত আগামী সপ্তাহের জন্য হাউসের সব কার্যক্রম মুলতবি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম স্পিকার হিসেবে অনাস্থা ভোটে পদচ্যুত হয়েছেন কেভিন ম্যাকার্থি। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার তাঁর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব ছোট্ট ব্যবধানে পাশ হয়। এর মধ্য দিয়ে দেশটির কংগ্রেসের ২৩৪ বছরের ইতিহাসে এখন পর্যন্ত একমাত্র স্পিকার হিসেবে পদচ্যুত হন ম্যাকার্থি। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কয়েক দিন আগেই নিজ দল রিপাবলিকান পার্টি কতিপয় কট্টর ডানপন্থী নেতার বিরুদ্ধে গিয়ে সরকারের অচলাবস্থা এড়াতে স্টপগ্যাপ বিল পাস করান স্পিকার কেভিন ম্যাকার্থি। সেই কট্টরপন্থীদের একজন ম্যাট গেটজ ম্যাকার্থির স্পিকার পদে থাকার বিপরীতে কংগ্রেসে অনাস্থা প্রস্তাব উত্থাপন করলে মঙ্গলবার তা ভোটে গড়ায়। প্রস্তাবটি ২১৬-২১০ ভোটে পাস হয়।
মার্কিন কংগ্রেসে বর্তমানে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান পার্টি সামান্য ব্যবধানে এগিয়ে আছে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি থেকে। দেশটির মধ্যবর্তী নির্বাচনের পর কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার নির্বাচন নিয়ে অচলাবস্থা দেখা দেয়। অবশেষে ১৫ দফা ভোটাভুটি শেষে কেভিন ম্যাকার্থি স্পিকার নির্বাচিত হন।
ধারণা করা হচ্ছে, এর মধ্য দিয়ে ম্যাকার্থির রাজনৈতিক ধারাবাহিকতায় একটি বিরতি আসতে যাচ্ছে। যদিও তিনি বারবার বলেছেন, তিনি কখনোই হাল ছাড়বেন না, কিন্তু তাঁর সামনে কোনো সুযোগই উন্মুক্ত রাখেনি তাঁর দলের কট্টর ডানপন্থী গোষ্ঠীটি। পাশাপাশি তিসি স্টপগ্যাপ বিল পাস করিয়ে ডেমোক্র্যাট সরকারকে অচল হওয়ার হাত থেকে বাঁচিয়ে দিলেও তারাও তাঁকে সমর্থন দেয়নি।
এদিকে ভোটাভুটি শেষে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ম্যাকার্থি। তিনি আইনপ্রণেতাদের বলেছেন, তিনি আর কখনোই স্পিকার পদের জন্য লড়বেন না। তবে স্পিকার না থাকায় পরবর্তী স্পিকার কে হবেন তা নিশ্চিত না হওয়া এবং দুই দলের মধ্যে আসন ব্যবধান খুবই সামান্য হওয়ায় পরবর্তী স্পিকার নির্বাচন নিয়ে দেশটি আবারও অচলাবস্থার মধ্যেই পড়তে যাচ্ছে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।
আপাতত আগামী সপ্তাহের জন্য হাউসের সব কার্যক্রম মুলতবি করা হয়েছে।
কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে যুদ্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তান। সীমান্তের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ছয় দিন ধরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটছে। সীমান্তে জোরদার করা হয়েছে সামরিক বাহিনীর উপস্থিতি। কূটনীতিক বহিষ্কারসহ...
৭ ঘণ্টা আগেইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াইয়ের জন্য ১৫ হাজার সেনাসদস্য পাঠিয়েছে উত্তর কোরিয়া। তাঁদের মধ্যে এখন পর্যন্ত প্রায় ৬০০ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৪ সহস্রাধিক। সব মিলিয়ে মোট হতাহতের সংখ্যা ৪ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএসের এক গোপন...
৮ ঘণ্টা আগেপাকিস্তানের আকাশসীমা বন্ধের ঘটনায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে ভারতের বিমান সংস্থাগুলো। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই বলছে, এ ঘটনায় দেশটির এয়ারলাইনসগুলোর বাড়তি খরচ মাসে ৩০৭ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে।
৮ ঘণ্টা আগেভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান কোনো উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ নেবে না, তবে ভারত উসকানি দিলে তার দাঁতভাঙা জবাব দেবে।
১০ ঘণ্টা আগে