নিজ বাসভবনে মৃত অবস্থায় পাওয়া গেছে দুবারের অস্কারজয়ী মার্কিন অভিনেতা জিন হ্যাকম্যান ও তাঁর স্ত্রী বেটসি আরাকাওয়ার মৃতদেহ। স্থানীয় সময় বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সান্তা ফের বাড়িতে তাঁদের মৃতদেহ পাওয়া যায়। ৯৫ বছর বয়সী হ্যাকম্যান ও ৬৪ বছর বয়সী আরাকাওয়ার সঙ্গে তাঁদের একটি পালিত কুকুরকেও মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সান্তা ফে কাউন্টির শেরিফ আদান মেনডোজা বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবিসি শেরিফ আদান মেনডোজার বরাত দিয়ে জানিয়েছে, তাঁদের মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। শেরিফ আদান মেনডোজা বিবিসিকে বলেন, ‘সানসেট ট্রেইলে নিজ বাড়িতে জিন হ্যাকম্যান ও তাঁর স্ত্রীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আমরা তদন্ত করছি। তবে এই মুহূর্তে আমরা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাইনি।’
তিনি আরও বলেন, ‘আমরা প্রাথমিক তদন্ত করছি। সার্চ ওয়ারেন্টের অনুমতি পেলে আরও বিস্তারিত তদন্ত করা হবে।’
সিনেমা জগতে হ্যাকম্যানের কর্মজীবন চার দশকের বেশি সময়জুড়ে বিস্তৃত ছিল। তিনি ১৯৭১ সালে ‘দা ফ্রেঞ্চ কানেকশন’ ছবিতে জিমি ‘পপেয়ি’ ডয়েল চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে অস্কার জেতেন। এরপর ১৯৯২ সালে ‘আনফরগিভেন’ সিনেমায় লিটল বিল ড্যাগেট চরিত্রে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পান।
এ ছাড়া, ‘বনি অ্যান্ড ক্লাইড’ (১৯৬৭), ‘দা কনভারসেশন’ (১৯৭৪) এবং ‘সুপারম্যান’ সিরিজে লেক্স লুথর চরিত্রে তাঁর অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। ২০০৪ সালে অভিনয় থেকে অবসর নেওয়ার পর তিনি লেখালেখিতে মনোনিবেশ করেন এবং বেশ কয়েকটি উপন্যাস রচনা করেন।
হ্যাকম্যানের বেটসি আরাকাওয়া ছিলেন একজন ক্লাসিক্যাল পিয়ানোবাদক। ১৯৯১ সালে হ্যাকম্যানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এই দম্পতি ১৯৮০-এর দশক থেকে সান্তা ফেতে বসবাস করছিলেন।
নিজ বাসভবনে মৃত অবস্থায় পাওয়া গেছে দুবারের অস্কারজয়ী মার্কিন অভিনেতা জিন হ্যাকম্যান ও তাঁর স্ত্রী বেটসি আরাকাওয়ার মৃতদেহ। স্থানীয় সময় বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সান্তা ফের বাড়িতে তাঁদের মৃতদেহ পাওয়া যায়। ৯৫ বছর বয়সী হ্যাকম্যান ও ৬৪ বছর বয়সী আরাকাওয়ার সঙ্গে তাঁদের একটি পালিত কুকুরকেও মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সান্তা ফে কাউন্টির শেরিফ আদান মেনডোজা বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবিসি শেরিফ আদান মেনডোজার বরাত দিয়ে জানিয়েছে, তাঁদের মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। শেরিফ আদান মেনডোজা বিবিসিকে বলেন, ‘সানসেট ট্রেইলে নিজ বাড়িতে জিন হ্যাকম্যান ও তাঁর স্ত্রীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আমরা তদন্ত করছি। তবে এই মুহূর্তে আমরা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাইনি।’
তিনি আরও বলেন, ‘আমরা প্রাথমিক তদন্ত করছি। সার্চ ওয়ারেন্টের অনুমতি পেলে আরও বিস্তারিত তদন্ত করা হবে।’
সিনেমা জগতে হ্যাকম্যানের কর্মজীবন চার দশকের বেশি সময়জুড়ে বিস্তৃত ছিল। তিনি ১৯৭১ সালে ‘দা ফ্রেঞ্চ কানেকশন’ ছবিতে জিমি ‘পপেয়ি’ ডয়েল চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে অস্কার জেতেন। এরপর ১৯৯২ সালে ‘আনফরগিভেন’ সিনেমায় লিটল বিল ড্যাগেট চরিত্রে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পান।
এ ছাড়া, ‘বনি অ্যান্ড ক্লাইড’ (১৯৬৭), ‘দা কনভারসেশন’ (১৯৭৪) এবং ‘সুপারম্যান’ সিরিজে লেক্স লুথর চরিত্রে তাঁর অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। ২০০৪ সালে অভিনয় থেকে অবসর নেওয়ার পর তিনি লেখালেখিতে মনোনিবেশ করেন এবং বেশ কয়েকটি উপন্যাস রচনা করেন।
হ্যাকম্যানের বেটসি আরাকাওয়া ছিলেন একজন ক্লাসিক্যাল পিয়ানোবাদক। ১৯৯১ সালে হ্যাকম্যানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এই দম্পতি ১৯৮০-এর দশক থেকে সান্তা ফেতে বসবাস করছিলেন।
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
৩ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
৪ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগে