Ajker Patrika

পেলোসির এশিয়া সফরের তালিকায় নেই তাইওয়ান

আপডেট : ৩১ জুলাই ২০২২, ১৮: ৪২
পেলোসির এশিয়া সফরের তালিকায় নেই তাইওয়ান

তাইওয়ান নিয়ে চীনের সঙ্গে উত্তেজনার মধ্য়েই এশিয়া সফর শুরু করেছেন যুক্তরাষ্ট্রের সংসদের নিম্নকক্ষের স্পিকার ন্য়ান্সি পেলোসি। তবে সফর তালিকায় নেই তাইওয়ানের নাম। আজ রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। 

রোববার এক টুইট বার্তায় পেলোসি জানিয়েছেন, তিনি সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপানে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন। 

এশিয়া সফরের সময় পেলোসি তাইওয়ানের রাজধানী তাইপেতে অঘোষিত সফরে যেতে পারেন এমন আলোচনার মধ্য়েই এই টুইট করলেন তিনি। 

এদিকে পেলোসির তাইওয়ান সফরের আশঙ্কায় গত শনিবার তাইওয়ানের পাশের সমুদ্র অঞ্চলে সামরিক মহড়া শুরু করেছে চীন। 

 ১৯৪০ সাল থেকে তাইওয়ানের আলাদা সরকার রয়েছে। তবে দেশটিকে নিজেদের অংশ হিসেবে দাবি করে আসছে চীন। তাইওয়ানকে আলাদা রাষ্ট্র হিসেবে কূটনৈতিক স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করে আসছে দেশটি। 

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপে অংশ নেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের তাইওয়ান সফর বা দ্বীপটির স্বাধীনতার স্বীকৃতি দেওয়ার চেষ্টা নিয়ে সতর্ক করেন। বাইডেনকে তিনি বলেন, ‘আগুন নিয়ে যে খেলবে তাকে পুড়তে হবে।’ 

তাইওয়ানকে এখনো স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি যুক্তরাষ্ট্র। তবে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করে দেশটি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত