Ajker Patrika

ডাচ গ্যালারি থেকে চুরি গেল মহামূল্যবান মার্কিন শিল্পকর্ম

ছবি: বিবিসি
ছবি: বিবিসি

আমেরিকান শিল্পী অ্যান্ডি ওয়ারহোলের দুটি শিল্পকর্ম নেদারল্যান্ডসের একটি গ্যালারি থেকে চুরি হয়ে গেছে। শুক্রবার রাতে বিবিসি জানিয়েছে, নেদারল্যান্ডসের নর্থ ব্রাবান্ট প্রদেশের এমপিভি গ্যালারি থেকে রাতের বেলায় ওই দুটি শিল্পকর্ম চুরি হয়ে যায়।

গ্যালারির মালিক ডাচ সম্প্রচারমাধ্যম এনওএসকে জানিয়েছেন, চোরেরা ওয়ারহোলের রেইনিং কুইন্স সিরিজের চারটি সিল্কস্ক্রিন চুরি করেছিল। তবে এর মধ্যে দুটি তাঁরা কাছাকাছি এলাকায় ফেলে রেখে গেছে।

রেইনিং কুইন্স সিরিজের যে দুটি শিল্পকর্ম চুরি হয়েছে তার একটিতে ফুটিয়ে চিত্রায়ণ করা হয়েছিল প্রয়াত ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথকে। অন্যটিতে ছিলেন চলতি বছরের শুরুর দিকে পদত্যাগ করা ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গ্রেথ।

চুরির ঘটনাটি নিয়ে তদন্ত করা স্থানীয় পুলিশ জানিয়েছে, চুরি করতে গিয়ে চোরেরা সম্ভবত বিস্ফোরণের মতো ঘটনা ঘটিয়েছে। এতে গ্যালারি এবং আশপাশের ভবনগুলোর অনেক ক্ষতি হয়েছে। পরে গাড়িতে চড়ে পালিয়ে যায় তারা।

ডাচ সম্প্রচারমাধ্যম এনওএস জানিয়েছে, চোরেরা যে দুটি শিল্পকর্ম ফেলে রেখে গেছে, তার একটিতে চিত্রায়ণ করা হয়েছে নেদারল্যান্ডসের রানি বিট্রিক্সকে এবং অন্যটিতে চিত্রায়ণ করা হয়েছে এসওয়াতিনির রানি এনটোম্বি টিফওয়ালাকে। ধারণা করা হচ্ছে, গাড়িতে স্থান সংকুলান না হওয়ার কারণেই ওই দুটি শিল্পকর্ম নিয়ে যেতে পারেনি চোর।

বিবিসি জানিয়েছে, চলতি মাসের শেষদিকে অনুষ্ঠিত হবে আমস্টারডাম আর্ট ফেয়ার। এই আয়োজনকে সামনে রেখেই চিত্রকর্মগুলো গ্যালারিতে রাখা হয়েছিল। আর্ট ফেয়ারে ওই চারটি ছবি একটি সেট হিসেবে বিক্রির পরিকল্পনা ছিল। ১৬টি সিল্ক পর্দায় আঁকা চার রানির ওই সিরিজটি মৃত্যুর দুই বছর আগে ১৯৮৫ সালে এঁকেছিলেন ওয়ারহোল। তাঁকে বিংশ শতকের অন্যতম সেরা শিল্পী হিসাবে বিবেচনা করা হয়।

২০২২ সালে সোথেবির নিলাম হাউসে ওয়ারহোলের কাজ করা রানি দ্বিতীয় এলিজাবেথের দুটি শিল্পকর্মের একেকটি ৫ লাখ পাউন্ডে বিক্রি হয়েছিল। বাংলাদেশি মুদ্রার হিসেবে ওই শিল্পকর্ম দুটির একেকটির মূল্য ছিল প্রায় পৌনে ৮ কোটি টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত