Ajker Patrika

এবার ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বলল কিউবা

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ২২: ৪২
এবার ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বলল কিউবা

ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বলে অভিহিত করেছেন কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ ক্যানেল। গতকাল মঙ্গলবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। গাজা উপত্যকায় প্রায় আড়াই মাস ধরে চলমান ইসরায়েল-হামাস যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানান তিনি।

মিগেল পোস্টে বলেন, ‘গাজায় সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল যে গণহত্যা চালিয়েছে, তা সমগ্র মানবজাতির জন্য অপমানজনক। আর কত দিন এমন দায়মুক্ত পরিস্থিতি থাকবে! আর কত দিন এমন হত্যার পথ খোলা থাকবে! কিউবা কখনোই উদাসীনদের দলে থাকবে না। কিউবা বারবারই ফিলিস্তিনের পক্ষে কথা বলবে।’

দ্বীপরাষ্ট্রটি বারবার ফিলিস্তিনে সহিংসতার নিন্দা জানিয়েছে। এমনকি কিউবার পার্লামেন্টে ফিলিস্তিনি জনগণের সঙ্গে একাত্মতাও ঘোষণা করা হয়েছে। 

২০ ডিসেম্বর কিউবার কংগ্রেস গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের নির্বিচারে বোমাবর্ষণ করে গাজা উপত্যকায় হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যার নিন্দা জানিয়েছে, যাদের মধ্যে ৭০ শতাংশের বেশি শিশু এবং নারী। 

বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি ইসরায়েলের ৭৫ বছরের অবৈধ দখলদারি এবং উপনিবেশের ফল। এটি ফিলিস্তিনি জনগণের নিজস্ব ভূখণ্ডের অবিচ্ছেদ্য অধিকারের স্পষ্ট লঙ্ঘন। 

এ ছাড়া বিবৃতিতে এ গণহত্যার সঙ্গে মার্কিন সরকারের যোগসাজশের কথাও উল্লেখ করা হয়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র ভেটোর অগণতান্ত্রিক ও অপ্রচলিত ক্ষমতা ব্যবহার করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করছে এবং ইসরায়েলের সব বাড়াবাড়িকে সমর্থন দিচ্ছে। ইসরায়েল যে দায়মুক্তির সঙ্গে কাজ করে যাচ্ছে, এতে দেশটির এই আত্মবিশ্বাস প্রকাশ পায় যে মার্কিন সরকারের সমর্থন থাকলে কোনো পরিণতিই ভোগ করতে হবে না। 

সম্প্রতি বেশ কয়েকটি মিত্রদেশ ইসরায়েলকে সামরিক অভিযানের তীব্রতা কমাতে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়ার আহ্বান জানালেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করেছেন। 

গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালিয়ে ১ হাজার ২০০ মানুষকে হত্যা করার পর থেকেই গাজায় বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে অন্তত ২১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে, তাদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। এতে আরও প্রায় ৫৫ হাজার আহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। 

এ যুদ্ধে ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার ৬০ শতাংশ অবকাঠামো এবং প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। খাবার, সুপেয় পানি ও ওষুধের অভাবে ধুঁকছে গাজার লাখো মানুষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত