অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদ শেষ করার পর তাঁর ছেলে এরিক ট্রাম্প বা পরিবারের অন্য কেউ পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারেন।
দ্য ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা ইঙ্গিত দিয়েছেন এরিক নিজেই, যাঁকে এত দিন রাজনীতি থেকে দূরেই দেখা গেছে।
সাক্ষাৎকারে ট্রাম্প অর্গানাইজেশনের এই নির্বাহী সহসভাপতি বলেছেন, তিনি যদি তাঁর বাবার পথ অনুসরণ করে হোয়াইট হাউসে যাওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে সেই পথ তাঁর জন্য ‘সহজ’ হবে।
ডোনাল্ড ট্রাম্পের তৃতীয় সন্তান এরিকের সাক্ষাৎকার আজ শনিবার তুলে ধরেছে দ্য গার্ডিয়ান।
সেখানে তিনি বলেন, ‘মূল প্রশ্ন হচ্ছে, “আপনি কি আপনার পরিবারের অন্য সদস্যদের এ কাজে যুক্ত করতে চান? ...আমি কি চাই আমার সন্তানেরা গত দশকে আমি যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি, তা তাদেরও হোক।
‘উত্তর যদি ‘‘হ্যাঁ’’ হয়, তাহলে রাজনীতি করার পথটা সহজ হয়। অর্থাৎ আমি মনে করি, আমি এটা করতে পারি। তা ছাড়া আমি মনে করি, আমাদের পরিবারের অন্য সদস্যরাও এটা করতে পারে।’
ডোনাল্ড ট্রাম্পের অন্য দুই সন্তান ডোনাল্ড জুনিয়র ও ইভাঙ্কা ট্রাম্প বাবার রাজনীতির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করলেও ৪১ বছর বয়সী এরিক বরাবরই রাজনীতি থেকে নিজেকে দূরে রেখেছেন। পারিবারিক ব্যবসায় বরং ঝোঁক তাঁর।
তবে দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের সঙ্গে এরিকের কথোপকথনে মনে হয়েছে, ২০১৭ সালে তাঁর বাবা প্রেসিডেন্ট হওয়ার পর সরাসরি রাজনীতিতে অংশ না নিলেও এর খবরাখবর তিনি রাখতেন।
সাক্ষাৎকারে এরিক বলেন, ‘আমার দেশের অর্ধেক রাজনীতিকের কর্মকাণ্ডে আমি একেবারেই সন্তুষ্ট নই। আমি মনে করি, এই কাজ আমি খুব দক্ষতার সঙ্গে করতে সক্ষম।’
ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগামী দিনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে শীর্ষে থাকার সম্ভাব্য দুই নাম বলে ধারণা করা হচ্ছে।
সেই হিসেবে ২০২৪ সালেই কি ব্যালট পেপারে ট্রাম্প পরিবারের শেষ উপস্থিতি ছিল—এ প্রশ্নের জবাবে এরিক বলেন, ‘আমি জানি না। সময়ই তা বলে দেবে।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদ শেষ করার পর তাঁর ছেলে এরিক ট্রাম্প বা পরিবারের অন্য কেউ পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারেন।
দ্য ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা ইঙ্গিত দিয়েছেন এরিক নিজেই, যাঁকে এত দিন রাজনীতি থেকে দূরেই দেখা গেছে।
সাক্ষাৎকারে ট্রাম্প অর্গানাইজেশনের এই নির্বাহী সহসভাপতি বলেছেন, তিনি যদি তাঁর বাবার পথ অনুসরণ করে হোয়াইট হাউসে যাওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে সেই পথ তাঁর জন্য ‘সহজ’ হবে।
ডোনাল্ড ট্রাম্পের তৃতীয় সন্তান এরিকের সাক্ষাৎকার আজ শনিবার তুলে ধরেছে দ্য গার্ডিয়ান।
সেখানে তিনি বলেন, ‘মূল প্রশ্ন হচ্ছে, “আপনি কি আপনার পরিবারের অন্য সদস্যদের এ কাজে যুক্ত করতে চান? ...আমি কি চাই আমার সন্তানেরা গত দশকে আমি যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি, তা তাদেরও হোক।
‘উত্তর যদি ‘‘হ্যাঁ’’ হয়, তাহলে রাজনীতি করার পথটা সহজ হয়। অর্থাৎ আমি মনে করি, আমি এটা করতে পারি। তা ছাড়া আমি মনে করি, আমাদের পরিবারের অন্য সদস্যরাও এটা করতে পারে।’
ডোনাল্ড ট্রাম্পের অন্য দুই সন্তান ডোনাল্ড জুনিয়র ও ইভাঙ্কা ট্রাম্প বাবার রাজনীতির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করলেও ৪১ বছর বয়সী এরিক বরাবরই রাজনীতি থেকে নিজেকে দূরে রেখেছেন। পারিবারিক ব্যবসায় বরং ঝোঁক তাঁর।
তবে দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের সঙ্গে এরিকের কথোপকথনে মনে হয়েছে, ২০১৭ সালে তাঁর বাবা প্রেসিডেন্ট হওয়ার পর সরাসরি রাজনীতিতে অংশ না নিলেও এর খবরাখবর তিনি রাখতেন।
সাক্ষাৎকারে এরিক বলেন, ‘আমার দেশের অর্ধেক রাজনীতিকের কর্মকাণ্ডে আমি একেবারেই সন্তুষ্ট নই। আমি মনে করি, এই কাজ আমি খুব দক্ষতার সঙ্গে করতে সক্ষম।’
ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগামী দিনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে শীর্ষে থাকার সম্ভাব্য দুই নাম বলে ধারণা করা হচ্ছে।
সেই হিসেবে ২০২৪ সালেই কি ব্যালট পেপারে ট্রাম্প পরিবারের শেষ উপস্থিতি ছিল—এ প্রশ্নের জবাবে এরিক বলেন, ‘আমি জানি না। সময়ই তা বলে দেবে।’
রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিমতীর দখলের মডেল নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। এই পরিকল্পনা অনুযায়ী—রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর দখলের পর সেখানে শাসন কায়েম করেছে ইসরায়েল।
৯ ঘণ্টা আগেট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে ভালো আলোচনা করেছেন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি বাড়ি ফিরে দেখি, কোনো রকেট গিয়ে একটি নার্সিং হোম বা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। আর রাস্তায় লাশ পড়ে আছে।’
৯ ঘণ্টা আগেসৌরশক্তিচালিত বিমানে মানব অভিযাত্রীদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইজারল্যান্ডের অভিযাত্রী রাফায়েল ডমজান। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের সিওন শহর থেকে উড্ডয়ন করে তিনি আল্পস পর্বতমালা অতিক্রম করেন এবং ৯ হাজার ৫২১ মিটার (৩১,২৩৪ ফুট) উচ্চতায় পৌঁছান।
১১ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের পর দক্ষিণ ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মাখোঁ। এ সময় তাঁর পাশে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
১২ ঘণ্টা আগে