Ajker Patrika

টিকটক–উইচ্যাট থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

টিকটক–উইচ্যাট থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

ঢাকা: চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক ও মেসেজিং অ্যাপ উইচ্যাটের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার বাইডেন সরকার অ্যাপ দুটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। তবে অ্যাপগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকদের তথ্য পাচার হয়ে যাওয়ার উদ্বেগ থেকেই যাচ্ছে।

এ কারণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেও অ্যাপগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের তথ্য নিরাপত্তা যেন ক্ষতির মুখে না পড়ে সে জন্য অ্যাপগুলোর ওপর নজর রাখতে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।

যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে টিকটক কর্তৃপক্ষ। উইচ্যাটও এ নিয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য দেয়নি।

বাইডেন গতকাল বেশ কিছু নির্বাহী আদেশে ট্রাম্প আমলের কয়েকটি আদেশ বাতিল করে দিয়েছেন। এর মধ্যে অন্যতম ছিল এই দুটি চীনা অ্যাপের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার।

উল্লেখ্য, ক্ষমতায় থাকা কালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি চীনা প্রতিষ্ঠান ও সেসব প্রতিষ্ঠানে মার্কিন নাগরিকদের বিনিয়োগের বিষয়ে নিষেধাজ্ঞা দেন। জনপ্রিয় চীনা অ্যাপগুলোর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত