ভিন্স ম্যাকমোহনের ওয়ার্ল্ড রেসলিং কোম্পানি ডব্লিউডব্লিউই আরি ইমানুয়েলের এন্ডেভার গ্রুপ ইউএফসির কাছে বিক্রির কথা চলছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিষয়টির সঙ্গে পরিচিত ব্যক্তিরা রয়টার্সকে বলেছেন, এন্ডেভার একটি অল-স্টক চুক্তিতে ডব্লিউডব্লিউই অধিগ্রহণ করতে প্রস্তুত। বিষয়টি গোপনীয় হওয়ায় সূত্রগুলো নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে। চুক্তিটি এই সপ্তাহের প্রথম দিকে ঘোষণা করা হতে পারে।
একটি সূত্র সিএনবিসিকে জানিয়েছে, এন্ডেভার শেয়ারহোল্ডাররা যুদ্ধ ও বিনোদন কোম্পানির ৫১ শতাংশের মালিক হবেন, যেখানে ডব্লিউডব্লিউই শেয়ারহোল্ডাররা ৪৯ শতাংশ পাবে।
রয়টার্স জানিয়েছে, এই বছর ডব্লিউডব্লিউইয়ের শেয়ার ৩০ শতাংশের বেশি বেড়েছে। গত শুক্রবার ৯১ দশমিক ২৬ বিলিয়ন ডলারে এ থেমেছে, কোম্পানিটিকে ৬ দশমিক ৮ ডলার বিলিয়ন বাজার মূলধন দিয়েছে। এনডেভারের বর্তমান বাজার মূল্য ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার।
হলিউড পাওয়ার ব্রোকার অ্যারি ইমানুয়েলের নেতৃত্বে ইমানুয়েল এন্ডেভারকে একটি ক্রীড়া এবং বিনোদন পাওয়ার হাউসে রূপান্তরিত করার জন্য কাজ করেছেন। তার বিনিয়োগ ষাঁড় রাইডিং ইভেন্টে, ফ্যাশন-শো এবং মিয়ামি ওপেন এবং মাদ্রিদ ওপেন টেনিস প্রতিযোগিতায় কোম্পানিকে বৈচিত্র্যময় করার চেষ্টা করেছিল। যেটি চলচ্চিত্র এবং টেলিভিশন প্রতিভার প্রতিনিধিত্ব করার জন্য একটি উত্তরাধিকার থেকে বেড়ে উঠেছে।
এন্ডেভার ২০১৬ সালে বিশ্বের বৃহত্তম মার্শাল আর্ট সংস্থা আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপে ৪.২ বিলিয়ন ডলারের চুক্তিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং পাঁচ বছর পরে তার আইপিওসহ কোম্পানির অবশিষ্ট অংশ অধিগ্রহণ করে।
খেলাধুলা নিয়ন্ত্রকদের এন্ডেভার যুক্তি দেয়, এটি অন্য খেলাধুলার মতো সুলভ নয় কিন্তু জনপ্রিয়। সম্পদের মালিকানার ক্রমবর্ধমান মূল্য থেকে মানুষ উপকৃত হয়।
জানুয়ারিতে ডব্লিউডব্লিউই বলেছিল, এটি কৌশলগত বিকল্পগুলো ভেবে দেখবে সেটি কোম্পানি বিক্রিও হতে পারে। কোম্পানিতে ভিন্স ম্যাকমোহনের প্রত্যাবর্তনের পরপরই যা ঘটছে বলে প্রতীয়মান হচ্ছে। ডব্লিউডব্লিউই পর্যালোচনার জন্য রেইন গ্রুপ এবং আইন সংস্থা কার্কল্যান্ড অ্যান্ড এলিসকে তার উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছে।
ম্যাকমোহন তার কথিত অসদাচরণের তদন্তের পর গত বছরের জুলাইয়ে কোম্পানির সিইও এবং চেয়ারম্যানের পদ থেকে অবসর নেন। এরপর গত সপ্তাহে তিনি ফিরে আসলে তাঁর মেয়ে স্টেফানি ম্যাকমোহন কোম্পানির সহ-সিইও এবং চেয়ার পদ থেকে পদত্যাগ করেছেন।
ম্যাকমোহন কোম্পানির বেশির ভাগ স্টকের মালিক। তিনি কৌশলগত পর্যালোচনা শুরু করেছেন। প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বিক্রির আগে ‘স্মেকডাউন’-এর মতো প্রোগ্রামগুলোর জন্য ডব্লিউডব্লিউইর মিডিয়া অধিকারগুলো পুনরায় আলোচনা হবে।
ভিন্স ম্যাকমোহনের ওয়ার্ল্ড রেসলিং কোম্পানি ডব্লিউডব্লিউই আরি ইমানুয়েলের এন্ডেভার গ্রুপ ইউএফসির কাছে বিক্রির কথা চলছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিষয়টির সঙ্গে পরিচিত ব্যক্তিরা রয়টার্সকে বলেছেন, এন্ডেভার একটি অল-স্টক চুক্তিতে ডব্লিউডব্লিউই অধিগ্রহণ করতে প্রস্তুত। বিষয়টি গোপনীয় হওয়ায় সূত্রগুলো নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে। চুক্তিটি এই সপ্তাহের প্রথম দিকে ঘোষণা করা হতে পারে।
একটি সূত্র সিএনবিসিকে জানিয়েছে, এন্ডেভার শেয়ারহোল্ডাররা যুদ্ধ ও বিনোদন কোম্পানির ৫১ শতাংশের মালিক হবেন, যেখানে ডব্লিউডব্লিউই শেয়ারহোল্ডাররা ৪৯ শতাংশ পাবে।
রয়টার্স জানিয়েছে, এই বছর ডব্লিউডব্লিউইয়ের শেয়ার ৩০ শতাংশের বেশি বেড়েছে। গত শুক্রবার ৯১ দশমিক ২৬ বিলিয়ন ডলারে এ থেমেছে, কোম্পানিটিকে ৬ দশমিক ৮ ডলার বিলিয়ন বাজার মূলধন দিয়েছে। এনডেভারের বর্তমান বাজার মূল্য ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার।
হলিউড পাওয়ার ব্রোকার অ্যারি ইমানুয়েলের নেতৃত্বে ইমানুয়েল এন্ডেভারকে একটি ক্রীড়া এবং বিনোদন পাওয়ার হাউসে রূপান্তরিত করার জন্য কাজ করেছেন। তার বিনিয়োগ ষাঁড় রাইডিং ইভেন্টে, ফ্যাশন-শো এবং মিয়ামি ওপেন এবং মাদ্রিদ ওপেন টেনিস প্রতিযোগিতায় কোম্পানিকে বৈচিত্র্যময় করার চেষ্টা করেছিল। যেটি চলচ্চিত্র এবং টেলিভিশন প্রতিভার প্রতিনিধিত্ব করার জন্য একটি উত্তরাধিকার থেকে বেড়ে উঠেছে।
এন্ডেভার ২০১৬ সালে বিশ্বের বৃহত্তম মার্শাল আর্ট সংস্থা আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপে ৪.২ বিলিয়ন ডলারের চুক্তিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং পাঁচ বছর পরে তার আইপিওসহ কোম্পানির অবশিষ্ট অংশ অধিগ্রহণ করে।
খেলাধুলা নিয়ন্ত্রকদের এন্ডেভার যুক্তি দেয়, এটি অন্য খেলাধুলার মতো সুলভ নয় কিন্তু জনপ্রিয়। সম্পদের মালিকানার ক্রমবর্ধমান মূল্য থেকে মানুষ উপকৃত হয়।
জানুয়ারিতে ডব্লিউডব্লিউই বলেছিল, এটি কৌশলগত বিকল্পগুলো ভেবে দেখবে সেটি কোম্পানি বিক্রিও হতে পারে। কোম্পানিতে ভিন্স ম্যাকমোহনের প্রত্যাবর্তনের পরপরই যা ঘটছে বলে প্রতীয়মান হচ্ছে। ডব্লিউডব্লিউই পর্যালোচনার জন্য রেইন গ্রুপ এবং আইন সংস্থা কার্কল্যান্ড অ্যান্ড এলিসকে তার উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছে।
ম্যাকমোহন তার কথিত অসদাচরণের তদন্তের পর গত বছরের জুলাইয়ে কোম্পানির সিইও এবং চেয়ারম্যানের পদ থেকে অবসর নেন। এরপর গত সপ্তাহে তিনি ফিরে আসলে তাঁর মেয়ে স্টেফানি ম্যাকমোহন কোম্পানির সহ-সিইও এবং চেয়ার পদ থেকে পদত্যাগ করেছেন।
ম্যাকমোহন কোম্পানির বেশির ভাগ স্টকের মালিক। তিনি কৌশলগত পর্যালোচনা শুরু করেছেন। প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বিক্রির আগে ‘স্মেকডাউন’-এর মতো প্রোগ্রামগুলোর জন্য ডব্লিউডব্লিউইর মিডিয়া অধিকারগুলো পুনরায় আলোচনা হবে।
পাকিস্তানের স্বাধীনতা দিবসে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ওয়াশিংটন পাকিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ খনিজ ও হাইড্রোকার্বন খাতে সহযোগিতায় আগ্রহী। বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা গুরুত্বপূর্ণ খনিজ, হাইড্রোকার্বনসহ নতুন অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রগুলো খুঁজে দেখতে...
১ ঘণ্টা আগেকোকা-কোলা তাদের জনপ্রিয় কোমল পানীয় ‘অ্যাপলটাইজার’ বাজার থেকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। ধারণা করা হচ্ছে, বিপজ্জনক মাত্রার রাসায়নিক উপাদান থাকার আশঙ্কায় এমন নির্দেশনা দিয়েছে কোকা-কোলা। এ ছাড়া যুক্তরাজ্য ও ইউরোপের ক্রেতাদের এই পণ্য না খাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগেবিদেশি কোম্পানিগুলোকে বিরল খনিজ মজুত না করার নির্দেশ দিয়েছে চীন। বৈশ্বিক প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ এ খনিজের সরবরাহে প্রভাব বজায় রাখতে এবং সম্ভাব্য রপ্তানি সীমাবদ্ধতার মধ্যে বিদেশে মজুত রোধ করতে এ পদক্ষেপ নিয়েছে বেইজিং।
২ ঘণ্টা আগেভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক হুমায়ুনের সমাধিসৌধ চত্বরে একটি গম্বুজ ধসে পড়েছে। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে অনেকের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনার খবর পাওয়া যায়।
৩ ঘণ্টা আগে