মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর সবচেয়ে ক্ষমতাবান উপদেষ্টা ইলন মাস্কের নেতৃত্বে আমেরিকার আমলাতন্ত্র ঢেলে সাজানোর কাজ চলছে। এর অংশ হিসেবে ৯ হাজার ৫০০-এরও বেশি ফেডারেল কর্মকর্তা-কর্মচারীকে এরই মধ্যে বরখাস্ত করা হয়েছে। এই কর্মীরা ফেডারেল ভূমি ব্যবস্থাপনা, সামরিক ভেটেরানদের দেখাশোনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। এই বরখাস্তের তালিকায় মূলত সেসব কর্মীই রয়েছেন, যাদের চাকরির বয়স বড়জোর এক বছর হয়েছে বা যাদের চাকরির সুরক্ষা কম।
বার্তা সংস্থা রয়টার্স এবং অন্যান্য মার্কিন গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী, এই বরখাস্তের পাশাপাশি প্রায় ৭৫ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এই সংখ্যা মার্কিন সরকারের ২৩ লাখ বেসামরিক কর্মিবাহিনীর প্রায় ৩ শতাংশ। ট্রাম্পের মতে, ফেডারেল সরকারের আমলাতন্ত্রের আকার অস্বাভাবিক বেড়েছে। এতে অপচয় ও প্রতারণার মাধ্যমে প্রচুর অর্থ অপচয় হচ্ছে। সরকারের প্রায় ৩৬ ট্রিলিয়ন ডলার ঋণ রয়েছে এবং গত বছর ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার বাজেট ঘাটতি ছিল।
এই সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রধান দুই দলই একমত। তবে কংগ্রেসে ডেমোক্র্যাটরা মনে করেন, ট্রাম্প সংবিধান প্রদত্ত ফেডারেল ব্যয় সংক্রান্ত আইনসভার কর্তৃত্ব লঙ্ঘন করছেন।
ইলন মাস্কের এই ব্যাপক ছাঁটাই প্রচেষ্টার গতি ও ব্যাপকতা ট্রাম্পের কিছু সহযোগীর মধ্যেও হতাশা সৃষ্টি করেছে। বিশেষ করে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি উইলসের বিষয়টি নিয়ে বিব্রত। এই ছাঁটাইয়ের পাশাপাশি ট্রাম্প ও মাস্ক ক্যারিয়ার কর্মকর্তাদের জন্য সিভিল সার্ভিস সুরক্ষা কমানোর চেষ্টা করছেন, বেশির ভাগ মার্কিন বৈদেশিক সহায়তা বন্ধ করে দিয়েছেন এবং কিছু সরকারি সংস্থা যেমন ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এবং কনজিউমার ফাইন্যান্সিয়াল প্রোটেকশন ব্যুরো প্রায় পুরোপুরি বন্ধ করার চেষ্টা করছেন।
এই ব্যাপকভিত্তিক ছাঁটাইয়ের ফলে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা সংকটের মুখে পড়েছে বলে উদ্বেগ বাড়ছে। উদাহরণস্বরূপ, লস অ্যাঞ্জেলেসে দাবানলের এক মাস পরেও ফেডারেল সংস্থা ও কর্মসূচির আওতায় ঋতুকালীন ফায়ার ফাইটার নিয়োগ বন্ধ করে দিয়েছে এবং অগ্নি ঝুঁকি কমানোর জন্য বন থেকে মৃত গাছ অপসারণের কাজ বন্ধ করে দিয়েছে।
ইলন মাস্কের এই কঠোর কৌশলের ব্যাপক সমালোচনা হচ্ছে। বিশেষ করে তাঁর তরুণ প্রকৌশলীদের দল, যাদের সরকারি কাজের অভিজ্ঞতা একেবারেই কম, তাঁরাই মূলত মাস্কের অধীন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) কাজ করছেন। বাজেট বিশেষজ্ঞদের মতে, এই ছাঁটাইয়ের পেছনে যতটা না খরচ কমানোর উদ্দেশ্য, তার চেয়ে আদর্শিক কারণ বেশি গুরুত্ব পাচ্ছে।
বরখাস্ত হওয়া ফেডারেল কর্মচারীরা হতাশ হয়েছেন। সেনাবাহিনীতে এবং প্রতিরক্ষা বিভাগে মোট ১৭ বছর কাজ করার পর ইউএসডিএর ইকোনমিক রিসার্চ সার্ভিসে যোগ দিয়েছিলেন নিক গিওয়া। তিনি বলেন, ‘আমি আমার দেশের জন্য অনেক কিছু করেছি এবং একজন ভেটেরান হিসেবে আমি মনে করি আমার দেশ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে!’
ন্যাশনাল ফেডারেশন অব ফেডারেল এমপ্লয়িজ ইউনিয়নের নির্বাহী পরিচালক স্টিভ লেনকার্ট বলেন, তিনি আশা করছেন, মাস্ক ও ট্রাম্প প্রশাসন শিল্প ও অর্থনীতিকে নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর দিকে মনোযোগ দেবেন। এটাই আসল উদ্দেশ্য হওয়া উচিত। শিল্প এবং অতি ধনীদের খপ্পর থেকে থেকে সরকারকে মুক্ত করতে হবে।
অবশ্য কিছু ক্ষেত্রে সরকারি কর্মচারীদের বরখাস্তের চেষ্টা ফেডারেল জজ বা পুনর্বিবেচনার কারণে বাধাগ্রস্ত হয়েছে। জ্বালানি বিভাগের ১ হাজার ২০০ থেকে ২ হাজার কর্মীকে বরখাস্ত করা হয়েছিল, যাদের মধ্যে ৩২৫ জন ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন। তবে এই বরখাস্তের আদেশ ‘আংশিক প্রত্যাহার’ করা হয়েছে, যাতে অত্যাবশ্যকীয় নিউক্লিয়ার নিরাপত্তা কর্মীদের চাকরিতে বহাল রাখা যায়।
ফেডারেল কর্মচারীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়নগুলো এই ছাঁটাই পরিকল্পনা ঠেকাতে এরই মধ্যে মামলা করেছে। তিনজন ফেডারেল জজের এজলাসে ডিওজিইর বিরুদ্ধে গোপনীয়তা মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে, যেখানে মাস্কের দলকে ট্রেজারি ডিপার্টমেন্টের পেমেন্ট সিস্টেম এবং মার্কিন স্বাস্থ্য, ভোক্তা সুরক্ষা ও শ্রম সংস্থাগুলোর সংবেদনশীল ডেটায় প্রবেশাধিকার দেওয়া উচিত কি না, তা নিয়ে আলোচনা করা হয়েছে। নিউইয়র্কের একজন ফেডারেল জজ ডিওজিইকে ট্রেজারি ডিপার্টমেন্টের সিস্টেমে প্রবেশের অনুমতি দেওয়ার ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা বর্ধিত করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর সবচেয়ে ক্ষমতাবান উপদেষ্টা ইলন মাস্কের নেতৃত্বে আমেরিকার আমলাতন্ত্র ঢেলে সাজানোর কাজ চলছে। এর অংশ হিসেবে ৯ হাজার ৫০০-এরও বেশি ফেডারেল কর্মকর্তা-কর্মচারীকে এরই মধ্যে বরখাস্ত করা হয়েছে। এই কর্মীরা ফেডারেল ভূমি ব্যবস্থাপনা, সামরিক ভেটেরানদের দেখাশোনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। এই বরখাস্তের তালিকায় মূলত সেসব কর্মীই রয়েছেন, যাদের চাকরির বয়স বড়জোর এক বছর হয়েছে বা যাদের চাকরির সুরক্ষা কম।
বার্তা সংস্থা রয়টার্স এবং অন্যান্য মার্কিন গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী, এই বরখাস্তের পাশাপাশি প্রায় ৭৫ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এই সংখ্যা মার্কিন সরকারের ২৩ লাখ বেসামরিক কর্মিবাহিনীর প্রায় ৩ শতাংশ। ট্রাম্পের মতে, ফেডারেল সরকারের আমলাতন্ত্রের আকার অস্বাভাবিক বেড়েছে। এতে অপচয় ও প্রতারণার মাধ্যমে প্রচুর অর্থ অপচয় হচ্ছে। সরকারের প্রায় ৩৬ ট্রিলিয়ন ডলার ঋণ রয়েছে এবং গত বছর ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার বাজেট ঘাটতি ছিল।
এই সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রধান দুই দলই একমত। তবে কংগ্রেসে ডেমোক্র্যাটরা মনে করেন, ট্রাম্প সংবিধান প্রদত্ত ফেডারেল ব্যয় সংক্রান্ত আইনসভার কর্তৃত্ব লঙ্ঘন করছেন।
ইলন মাস্কের এই ব্যাপক ছাঁটাই প্রচেষ্টার গতি ও ব্যাপকতা ট্রাম্পের কিছু সহযোগীর মধ্যেও হতাশা সৃষ্টি করেছে। বিশেষ করে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি উইলসের বিষয়টি নিয়ে বিব্রত। এই ছাঁটাইয়ের পাশাপাশি ট্রাম্প ও মাস্ক ক্যারিয়ার কর্মকর্তাদের জন্য সিভিল সার্ভিস সুরক্ষা কমানোর চেষ্টা করছেন, বেশির ভাগ মার্কিন বৈদেশিক সহায়তা বন্ধ করে দিয়েছেন এবং কিছু সরকারি সংস্থা যেমন ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এবং কনজিউমার ফাইন্যান্সিয়াল প্রোটেকশন ব্যুরো প্রায় পুরোপুরি বন্ধ করার চেষ্টা করছেন।
এই ব্যাপকভিত্তিক ছাঁটাইয়ের ফলে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা সংকটের মুখে পড়েছে বলে উদ্বেগ বাড়ছে। উদাহরণস্বরূপ, লস অ্যাঞ্জেলেসে দাবানলের এক মাস পরেও ফেডারেল সংস্থা ও কর্মসূচির আওতায় ঋতুকালীন ফায়ার ফাইটার নিয়োগ বন্ধ করে দিয়েছে এবং অগ্নি ঝুঁকি কমানোর জন্য বন থেকে মৃত গাছ অপসারণের কাজ বন্ধ করে দিয়েছে।
ইলন মাস্কের এই কঠোর কৌশলের ব্যাপক সমালোচনা হচ্ছে। বিশেষ করে তাঁর তরুণ প্রকৌশলীদের দল, যাদের সরকারি কাজের অভিজ্ঞতা একেবারেই কম, তাঁরাই মূলত মাস্কের অধীন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) কাজ করছেন। বাজেট বিশেষজ্ঞদের মতে, এই ছাঁটাইয়ের পেছনে যতটা না খরচ কমানোর উদ্দেশ্য, তার চেয়ে আদর্শিক কারণ বেশি গুরুত্ব পাচ্ছে।
বরখাস্ত হওয়া ফেডারেল কর্মচারীরা হতাশ হয়েছেন। সেনাবাহিনীতে এবং প্রতিরক্ষা বিভাগে মোট ১৭ বছর কাজ করার পর ইউএসডিএর ইকোনমিক রিসার্চ সার্ভিসে যোগ দিয়েছিলেন নিক গিওয়া। তিনি বলেন, ‘আমি আমার দেশের জন্য অনেক কিছু করেছি এবং একজন ভেটেরান হিসেবে আমি মনে করি আমার দেশ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে!’
ন্যাশনাল ফেডারেশন অব ফেডারেল এমপ্লয়িজ ইউনিয়নের নির্বাহী পরিচালক স্টিভ লেনকার্ট বলেন, তিনি আশা করছেন, মাস্ক ও ট্রাম্প প্রশাসন শিল্প ও অর্থনীতিকে নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর দিকে মনোযোগ দেবেন। এটাই আসল উদ্দেশ্য হওয়া উচিত। শিল্প এবং অতি ধনীদের খপ্পর থেকে থেকে সরকারকে মুক্ত করতে হবে।
অবশ্য কিছু ক্ষেত্রে সরকারি কর্মচারীদের বরখাস্তের চেষ্টা ফেডারেল জজ বা পুনর্বিবেচনার কারণে বাধাগ্রস্ত হয়েছে। জ্বালানি বিভাগের ১ হাজার ২০০ থেকে ২ হাজার কর্মীকে বরখাস্ত করা হয়েছিল, যাদের মধ্যে ৩২৫ জন ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন। তবে এই বরখাস্তের আদেশ ‘আংশিক প্রত্যাহার’ করা হয়েছে, যাতে অত্যাবশ্যকীয় নিউক্লিয়ার নিরাপত্তা কর্মীদের চাকরিতে বহাল রাখা যায়।
ফেডারেল কর্মচারীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়নগুলো এই ছাঁটাই পরিকল্পনা ঠেকাতে এরই মধ্যে মামলা করেছে। তিনজন ফেডারেল জজের এজলাসে ডিওজিইর বিরুদ্ধে গোপনীয়তা মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে, যেখানে মাস্কের দলকে ট্রেজারি ডিপার্টমেন্টের পেমেন্ট সিস্টেম এবং মার্কিন স্বাস্থ্য, ভোক্তা সুরক্ষা ও শ্রম সংস্থাগুলোর সংবেদনশীল ডেটায় প্রবেশাধিকার দেওয়া উচিত কি না, তা নিয়ে আলোচনা করা হয়েছে। নিউইয়র্কের একজন ফেডারেল জজ ডিওজিইকে ট্রেজারি ডিপার্টমেন্টের সিস্টেমে প্রবেশের অনুমতি দেওয়ার ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা বর্ধিত করেছেন।
ওয়াশিংটনে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে দেশটির কাছে আবারও নিজেদের তৈরি উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সুযোগ দেওয়া হতে পারে।
৪ ঘণ্টা আগেইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ বছরের শিশু টিম হ্রিশচুক কল্পনাও করেনি, তার স্কুলজীবনের প্রথম দিনটি কাটাতে হবে ভূগর্ভস্থ আশ্রয়ে। ২ সেপ্টেম্বর সকালে যখন বিমান হামলার সাইরেন বাজল, তখন সে এবং তার সহপাঠীরা ক্লাসরুম ছেড়ে সোজা চলে যায় বাংকারে।
৫ ঘণ্টা আগেপ্রায় ৬০ বছর পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিলেন সিরিয়ার কোনো নেতা। এ নেতা আর কেউ নন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা। তাঁর এ যাত্রা এক অপ্রত্যাশিত মাইলফলক। একসময় আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত শারা ছিলেন সিরিয়ার আল-কায়েদা শাখার নেতা।
৫ ঘণ্টা আগেব্যবসার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে কফি জায়ান্ট স্টারবাকস। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, তাদের কয়েক শ ক্যাফে বন্ধ করে দেওয়া হবে এবং সদর দপ্তরে নতুন করে ছাঁটাই করা হবে। এসব উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও ব্রায়ান নিকোলের নেতৃত্বে।
৬ ঘণ্টা আগে