যুক্তরাষ্ট্রের একটি বাড়িতে অগ্নিকাণ্ডে দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ছয়জন। স্থানীয় সময় শনিবার ভোরে নিউইয়র্কের স্প্রিং ভ্যালির একটি বাড়িতে আগুনের এ ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, স্থানীয় সময় ভোর ৪টার দিকে ১১৮ লেক স্ট্রিটে দোতলা একটি আবাসিক বাসভবনে আগুন লাগে। পরে জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় রকল্যান্ড কাউন্টির ফায়ার সার্ভিস।
রকল্যান্ড কাউন্টির ফায়ার সার্ভিসের কো-অর্ডিনেটর ক্রিস্টোফার কিয়ার বলেন, বাড়িটিতে প্রবেশের চেষ্টা চালানো হলেও আগুনের পরিস্থিতি ভয়াবহ থাকায় ভেতরে ঢোকা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডের শিকার বাড়িটির ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েছে বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে এলেও ঝুঁকি বিবেচনায় বাড়ির ভেতরে আটকে পড়া লোকজনকে উদ্ধার করতে ব্যর্থ হন ফায়ার সার্ভিস সদস্যরা। পরে ভবন থেকে পাঁচটি মরদেহ বের করা হয়।
এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। উদ্ধারকাজ পরিচালনার সময় ফায়ার সার্ভিসের এক সদস্যও আহত হন। তাঁকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়। আহত বাকি পাঁচজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
এদিকে আগুন লাগার কারণ ও সূত্রপাত উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে স্থানীয় পুলিশ। স্প্রিং ভ্যালির পুলিশপ্রধান রিক ওলেসজুক বলেন, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে অচিরেই অগ্নিকাণ্ডের কারণ জানতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
যুক্তরাষ্ট্রের একটি বাড়িতে অগ্নিকাণ্ডে দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ছয়জন। স্থানীয় সময় শনিবার ভোরে নিউইয়র্কের স্প্রিং ভ্যালির একটি বাড়িতে আগুনের এ ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, স্থানীয় সময় ভোর ৪টার দিকে ১১৮ লেক স্ট্রিটে দোতলা একটি আবাসিক বাসভবনে আগুন লাগে। পরে জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় রকল্যান্ড কাউন্টির ফায়ার সার্ভিস।
রকল্যান্ড কাউন্টির ফায়ার সার্ভিসের কো-অর্ডিনেটর ক্রিস্টোফার কিয়ার বলেন, বাড়িটিতে প্রবেশের চেষ্টা চালানো হলেও আগুনের পরিস্থিতি ভয়াবহ থাকায় ভেতরে ঢোকা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডের শিকার বাড়িটির ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েছে বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে এলেও ঝুঁকি বিবেচনায় বাড়ির ভেতরে আটকে পড়া লোকজনকে উদ্ধার করতে ব্যর্থ হন ফায়ার সার্ভিস সদস্যরা। পরে ভবন থেকে পাঁচটি মরদেহ বের করা হয়।
এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। উদ্ধারকাজ পরিচালনার সময় ফায়ার সার্ভিসের এক সদস্যও আহত হন। তাঁকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়। আহত বাকি পাঁচজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
এদিকে আগুন লাগার কারণ ও সূত্রপাত উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে স্থানীয় পুলিশ। স্প্রিং ভ্যালির পুলিশপ্রধান রিক ওলেসজুক বলেন, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে অচিরেই অগ্নিকাণ্ডের কারণ জানতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের প্রথম প্রান্তিকে দেশের অর্থনীতি সংকুচিত হওয়ার জন্য দায়ী করেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে। নতুন শুল্ক আরোপের আগেই আমদানির চাপ, সরকারি ব্যয়ে কাটছাঁট এবং অর্থনৈতিক অনিশ্চয়তা— এই বাস্তব কারণগুলো উপেক্ষা করে তিনি বারবার দায় দিচ্ছেন বাইডেন প্রশাসন
৫ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ১০০ দিন পেরোতেই তাঁর প্রশাসনে প্রথম বড় ধাক্কা লাগল। পদত্যাগ করলেন রিপাবলিকান সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। ট্রাম্প প্রশাসন থেকে ওয়াল্টজের সরে দাঁড়ানোর ঘটনায় হোয়াইট হাউসের অভ্যন্তরীণ গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
৫ ঘণ্টা আগেকাশ্মীরে সাম্প্রতিক সহিংসতার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। এরই মধ্যে ভারতীয় হামলার আশঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সব মাদ্রাসা ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তারা বলছে, নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে নিরীহ শিক্ষার্থীরা কোনো ঝুঁকিতে না...
৬ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায় দিয়ে আসছে নয়াদিল্লি। তবে পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করেছে। হামলার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয়। জবাবে পাকিস্তানও ভারতীয় বিমানগুলোর জন্য তাদের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ
৯ ঘণ্টা আগে