Ajker Patrika

নিউইয়র্কে অগ্নিকাণ্ডে দুই শিশুসহ নিহত ৫ 

আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১২: ৫২
নিউইয়র্কে অগ্নিকাণ্ডে দুই শিশুসহ নিহত ৫ 

যুক্তরাষ্ট্রের একটি বাড়িতে অগ্নিকাণ্ডে দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ছয়জন। স্থানীয় সময় শনিবার ভোরে নিউইয়র্কের স্প্রিং ভ্যালির একটি বাড়িতে আগুনের এ ঘটনা ঘটে। 

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, স্থানীয় সময় ভোর ৪টার দিকে ১১৮ লেক স্ট্রিটে দোতলা একটি আবাসিক বাসভবনে আগুন লাগে। পরে জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় রকল্যান্ড কাউন্টির ফায়ার সার্ভিস। 

রকল্যান্ড কাউন্টির ফায়ার সার্ভিসের কো-অর্ডিনেটর ক্রিস্টোফার কিয়ার বলেন, বাড়িটিতে প্রবেশের চেষ্টা চালানো হলেও আগুনের পরিস্থিতি ভয়াবহ থাকায় ভেতরে ঢোকা সম্ভব হয়নি। 

অগ্নিকাণ্ডের শিকার বাড়িটির ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েছে বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে এলেও ঝুঁকি বিবেচনায় বাড়ির ভেতরে আটকে পড়া লোকজনকে উদ্ধার করতে ব্যর্থ হন ফায়ার সার্ভিস সদস্যরা। পরে ভবন থেকে পাঁচটি মরদেহ বের করা হয়। 

এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। উদ্ধারকাজ পরিচালনার সময় ফায়ার সার্ভিসের এক সদস্যও আহত হন। তাঁকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়। আহত বাকি পাঁচজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি। 

এদিকে আগুন লাগার কারণ ও সূত্রপাত উদ্‌ঘাটনের চেষ্টা চালাচ্ছে স্থানীয় পুলিশ। স্প্রিং ভ্যালির পুলিশপ্রধান রিক ওলেসজুক বলেন, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে অচিরেই অগ্নিকাণ্ডের কারণ জানতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত