আজকের পত্রিকা ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গে কোনো ধরনের কথা বলছেন না এবং দেশটিকে তিনি কোনো প্রস্তাবও দিচ্ছেন না। তিনি দাবি করেন, চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ‘পুরোপুরি ধ্বংস’ করে দিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে বলা হয়েছে, ট্রাম্প স্থানীয় সময় আজ সোমবার সকালে তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই কথাগুলো পোস্ট করেছেন। এর আগে কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ট্রাম্প প্রশাসন ইরানকে বেসামরিক বিদ্যুৎ উৎপাদনের জন্য পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে ৩০ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে।
এমন কোনো উদ্যোগ বাস্তবায়িত হলে সেটি ট্রাম্পের আগের নীতির পুরোপুরি বিপরীত হবে। কারণ, ২০১৮ সালে তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় করা ইরান পরমাণু চুক্তি (জেসিপিওএ) থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, ওই চুক্তির আওতায় নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সম্পদ মুক্ত করার মাধ্যমে ইরানকে ‘অর্থের লাইফলাইন’ দেওয়া হয়েছিল।
ট্রাম্প লিখেছেন, ‘ভুয়া ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনসকে বলো, আমি ইরানকে কিছুই দিচ্ছি না। ওবামার মতো না, যে পারমাণবিক অস্ত্রের পথ খুলে দেওয়া জেসিপিওএর আওতায় ইরানকে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়েছিল (যেটার মেয়াদ এখন শেষ হয়ে যেত)। আমি ইরানের সঙ্গে কোনো আলাপ করছি না, কারণ, আমরা তাদের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করে দিয়েছি।’
প্রসঙ্গত, ডেমোক্র্যাট দলের সিনেটর ক্রিস কুনস সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য। গত সপ্তাহে তিনি এমএসএনবিসি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নিয়ে এখনই কোনো চূড়ান্ত মন্তব্য করা সময়োপযোগী নয়।
কুনস বলেন, ‘আমাদের গোয়েন্দা সংস্থার পেশাদারদের কাজকে রাজনীতির হাতিয়ার বানানো ঠিক হবে না। প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে সঙ্গে সঙ্গে বলে দিলেন যে, পুরো কর্মসূচি ধ্বংস হয়ে গেছে, সেটা আমার কাছে যথেষ্ট অগ্রহণযোগ্য ও সময়ের আগের দাবি মনে হয়েছে।’
কুনস আরও বলেন, ‘কোন কোন স্থাপনা ও সক্ষমতা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা নিয়ে আরও নির্ভুল ও বিস্তারিত তথ্য জানা প্রয়োজন।’
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গে কোনো ধরনের কথা বলছেন না এবং দেশটিকে তিনি কোনো প্রস্তাবও দিচ্ছেন না। তিনি দাবি করেন, চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ‘পুরোপুরি ধ্বংস’ করে দিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে বলা হয়েছে, ট্রাম্প স্থানীয় সময় আজ সোমবার সকালে তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই কথাগুলো পোস্ট করেছেন। এর আগে কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ট্রাম্প প্রশাসন ইরানকে বেসামরিক বিদ্যুৎ উৎপাদনের জন্য পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে ৩০ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে।
এমন কোনো উদ্যোগ বাস্তবায়িত হলে সেটি ট্রাম্পের আগের নীতির পুরোপুরি বিপরীত হবে। কারণ, ২০১৮ সালে তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় করা ইরান পরমাণু চুক্তি (জেসিপিওএ) থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, ওই চুক্তির আওতায় নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সম্পদ মুক্ত করার মাধ্যমে ইরানকে ‘অর্থের লাইফলাইন’ দেওয়া হয়েছিল।
ট্রাম্প লিখেছেন, ‘ভুয়া ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনসকে বলো, আমি ইরানকে কিছুই দিচ্ছি না। ওবামার মতো না, যে পারমাণবিক অস্ত্রের পথ খুলে দেওয়া জেসিপিওএর আওতায় ইরানকে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়েছিল (যেটার মেয়াদ এখন শেষ হয়ে যেত)। আমি ইরানের সঙ্গে কোনো আলাপ করছি না, কারণ, আমরা তাদের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করে দিয়েছি।’
প্রসঙ্গত, ডেমোক্র্যাট দলের সিনেটর ক্রিস কুনস সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য। গত সপ্তাহে তিনি এমএসএনবিসি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নিয়ে এখনই কোনো চূড়ান্ত মন্তব্য করা সময়োপযোগী নয়।
কুনস বলেন, ‘আমাদের গোয়েন্দা সংস্থার পেশাদারদের কাজকে রাজনীতির হাতিয়ার বানানো ঠিক হবে না। প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে সঙ্গে সঙ্গে বলে দিলেন যে, পুরো কর্মসূচি ধ্বংস হয়ে গেছে, সেটা আমার কাছে যথেষ্ট অগ্রহণযোগ্য ও সময়ের আগের দাবি মনে হয়েছে।’
কুনস আরও বলেন, ‘কোন কোন স্থাপনা ও সক্ষমতা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা নিয়ে আরও নির্ভুল ও বিস্তারিত তথ্য জানা প্রয়োজন।’
গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই শহরে অন্যান্য সশস্ত্র গ্রুপের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে হামাস। এই সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক সালেহ আলজাফারাবি। ২৮ বছর বয়সী এই তরুণ সাংবাদিক চলমান যুদ্ধ নিয়ে তাঁর ভিডিও কভারেজের জন্য বিশেষ পরিচিতি পেয়েছিলেন।
১১ মিনিট আগেস্থানীয় সূত্রগুলোর বরাতে রোববার রাতে বিবিসি জানিয়েছে, হামাস ও প্রতিদ্বন্দ্বী গোত্রগুলোর মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। এতে কয়েকজন নিহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক দিনের মধ্যেই এই অভ্যন্তরীণ সংঘাতের আশঙ্কা গভীর হচ্ছে।
৯ ঘণ্টা আগেনতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত। আফগান সরকারের দাবি, গতকাল শনিবার রাতে তাঁদের প্রতিশোধমূলক হামলায় পাকিস্তানের ৫৮ সেনাসদস্যকে হত্যা করা হয়েছে। পাকিস্তানের তরফে তাদের ২৩ সেনা নিহত ও ২৯ জন আহতের কথা স্বীকার করা হয়েছে। একই সঙ্গে দেশটি বলছে, তাদের পাল্টা অভিযানে ‘দুই শতাধিক...
১১ ঘণ্টা আগেভারত সফররত তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার পর এবার বিপরীত ঘটনা ঘটল। রোববার (১২ অক্টোবর) ভারতের নয়াদিল্লিতে আরও একটি সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন মুত্তাকি, যেখানে উপস্থিত ছিলেন নারী সাংবাদিকেরাও। শুধু তা-ই নয়, নারী নিয়ে তিনি বেশ...
১১ ঘণ্টা আগে