Ajker Patrika

২০২৪ সালের নির্বাচনে প্রার্থী হতে পারেন ট্রাম্প, রিপাবলিকানদের ভেতরেই অস্বস্তি

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১২: ১৭
২০২৪ সালের নির্বাচনে প্রার্থী হতে পারেন ট্রাম্প, রিপাবলিকানদের ভেতরেই অস্বস্তি

যক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে মধ্যবর্তী নির্বাচন। এরই মধ্যে অধিকাংশ রাজ্যে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে, চলছে গণনা। এখন পর্যন্ত কংগ্রেসের সিনেটে ১০০ আসনের মধ্যে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি ও বিরোধী রিপাবলিকান পার্টির প্রার্থীরা ৪৬টি করে আসনে বিজয়ী হয়েছেন। আর প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনের মধ্যে রিপাবলিকানরা পেয়েছেন ১৯১ আসন এবং ডেমোক্র্যাটরা ১৬৮। 

এদিকে মধ্যবর্তী নির্বাচনের পরই আগামী ২০২৪ সালের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিতে পারেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহের মঙ্গলবার (১৫ নভেম্বর) এ ঘোষণা দেওয়া হতে পারে বলে ট্রাম্প নিজেই ইঙ্গিত দিয়েছেন। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। 

ট্রাম্প বলেন, ‘আগামী ১৫ নভেম্বর ফ্লোরিডার মার-এ-লাগোতে বড় ঘোষণা দিতে যাচ্ছি।’ 

ওহাইওর সিনেট প্রার্থী জে ডি ভ্যান্সের পক্ষে প্রচার চালাতে গিয়ে সমর্থকদের উদ্দেশ তিনি এ কথা বলেন। 

আগামী ২০২৪ সালের নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত মিললেও খোদ রিপাবলিকানদের অনেকেই ট্রাম্পকে যোগ্য মানছেন না। এক জরিপে দেখা যায়, তিনটি ব্যাটলগ্রাউন্ড রাজ্যের ভোটাররা ৭৬ বছর বয়সী ট্রাম্পকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ভোটাররা ট্রাম্পের বয়স, ব্যক্তিত্ব এবং সাধারণ নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা নিয়ে উদ্বিগ্ন। 

গতকাল মঙ্গলবার মধ্যবর্তী নির্বাচনে মিশিগানের বার্মিংহামে রিপাবলিকানদের ভোট গণনা করেন গর্ডন নেলসন। তিনি বলেন, ‘আমি ট্রাম্পকে দুবার ভোট দিয়েছি। কিন্তু দেশের রাজনীতির উত্তেজনাকর পরিবেশ এবং কংগ্রেসে ডেমোক্র‍্যাটদের সংখ্যাগরিষ্ঠতার জন্য ট্রাম্প দায়ী।’ 

গর্ডন নেলসন বলেন, ‘ট্রাম্পকে নির্বাচন থেকে দূরে রাখতে আমি যা যা করতে পারি তা করব। তিনি বিভেদ সৃষ্টিকারী, আমি তাঁকে পছন্দ করি না।’ 

গর্ডন নেলসনের এই মত অ্যারিজোনা, জর্জিয়া এবং মিশিগানের ছয় রিপাবলিকান ভোটারের সঙ্গে শেয়ার করা হয়। তাদের বেশির ভাগই ট্রাম্পের প্রতি বিতৃষ্ণা প্রকাশ করেন। এর আগে গত মাসে রয়টার্সের এক জরিপে ৬০ শতাংশ রিপাবলিকান ট্রাম্পের নির্বাচনে লড়াইয়ের পক্ষে মত দেন। ট্রাম্পকে নির্বাচনে চান না বলে মত দেন ৩৬ শতাংশ। 

গতকাল মঙ্গলবার এডিসন রিসার্চ দ্বারা প্রকাশিত এক জরিপে দেখা যায়, ১০ জনের মধ্যে ছয়জনই চান না ট্রাম্প আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক। 

তবে কৌশলবিদ এবং দলের নেতারা বলছেন, আগামী ২০২৪ সালের নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে ট্রাম্প ফেবারিট। 

তবে ট্রাম্প একাই নন, রিপাবলিকান শিবিরে প্রার্থী হওয়ার দৌড়ে আছেন ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস, সাউথ ডাকোটার গভর্নর ক্রিস্টি নয়েম, নর্থ ক্যারোলিনার সাবেক গভর্নর নিকি হ্যালি। রক্ষণশীল রাজনীতি এবং বিভেদ সৃষ্টিকারী কথা কম বলায় ভোটারদের অনেকেই তাদের কৃতিত্ব দেন। 

উল্লেখ্য, ২০২০ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প পেয়েছিলেন ৭ কোটি ২০ লাখ ভোট। আর ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পান ৮ কোটি ১০ লাখ ভোট। ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে ক্ষমতায় আসেন বাইডেন। 

২০২০ সালের নির্বাচনে জালিয়াতি হয়েছে দাবি করে ট্রাম্প বলেন, ‘আমি দুবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দুবারই জয়লাভ করেছি। প্রথমবারের চেয়ে দ্বিতীয়বার নির্বাচনে অংশ নিয়ে আমি বেশি ভালো ফল করেছি। ২০১৬ সালের নির্বাচনে আমি যত ভোট পেয়েছি, ২০২০ সালের নির্বাচনে তার চেয়ে লাখো ভোট বেশি পেয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত